রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

ঘটনা ঘটে বুধবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে। ফাইন্যান্স বিভাগের ২০২১-২২ সেশনের ফারাবী এবং একই বিভাগের ২০২৩-২৪ সেশনের বকশী কাজলার একটি ক্যানটিনে খাবার খাচ্ছিলেন। তখন হেলমেট ও মাস্ক পরা ১০-১২ জন দুর্বৃত্ত রামদা, হাতুড়ি ও পিস্তল হাতে হামলা চালায়। ফারাবী ও বকশীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। একই সময়ে নাট্যকলা বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী মিনহাজকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আহত শিক্ষার্থীদের স্থানীয়রা উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যান।

বকশী জানান, মোটরসাইকেলে করে তাকে ঘোরানোর পর প্রায় ৩০ মিনিট পর ছাড়পত্র দেওয়া হয়, কিন্তু কেউ শনাক্ত করা যায়নি।

রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন শিক্ষার্থীরা। হঠাৎ কয়েকজন অতর্কিত হামলা চালায়। সবাই হেলমেট পরা থাকায় কাউকে শনাক্ত করা যায়নি। পুলিশকে খবর দেওয়া হয়েছে।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, দুই শিক্ষার্থী আহত হয়েছে। হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। জনি নামের এক ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

১ দিন আগে

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের দুই সদস্যসহ আটক ৯

নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যসহ মোট নয়জনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে শহরের নীলসাগর হোটেল ও পোরশা রেস্ট হাউজে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

১ দিন আগে

আগুন পোহাতে গিয়ে দগ্ধ নারীর মৃত্যু

হাসপাতালের সহকারী পরিচালক ডা. কানিজ ফাতেমা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৪ জানুয়ারি গুরুতর দগ্ধ অবস্থায় হাজেরা বেগমকে হাসপাতালে ভর্তি করা হয়। তার শরীরের প্রায় ৪৫ শতাংশ পুড়ে গিয়েছিল। পাঁচ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে তিনি মারা যান।

১ দিন আগে

রাতে চট্টগ্রাম-কুমিল্লায় ২ দুর্ঘটনায় ৫ প্রাণহানি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠভর্তি এক ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নৌ বাহিনীর সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। একই মহাসড়কে কুমিল্লার ইলিয়টগঞ্জের তুরনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উলটে গেলে দুজন নিহত হয়েছেন।

২ দিন আগে