শুধু দেখা করার জন্য একজন ছয়তলা থেকে নেমে এসেছেন: তাসনিম জারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ১৬: ৪০
রোববার রাজধানীর খিলগাঁও এলাকায় নিজ নির্বাচনি আসনে প্রচার চালান স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। ফাইল ছবি: তাসনিম জারার ফেসবুক পেজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রচারে ভোটারদের স্বতঃস্ফূর্ত সাড়া ও ভালোবাসা পাচ্ছেন বলে জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেন, ‘আমরা সকাল থেকে রাত পর্যন্ত হাঁটছি। মানুষের কাছে যাচ্ছি, তাদের কথা শুনছি। বাজারে, রাস্তায় ও উঠানে যাচ্ছি। একটু আগে একজন ছয়তলা থেকে নেমে এসেছেন শুধু দেখা করার জন্য।’

আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল হাইস্কুলের সামনে নির্বাচনি প্রচারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তাসনিম জারা জানান, তিনি নির্বাচনি প্রচারে যেখানেই যাচ্ছেন, সেখানেই সাধারণ মানুষ ঘিরে ধরছেন, সেলফি তুলছেন। শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ, কেউ কেউ সন্তানদের পাশে দাঁড় করিয়ে মুঠোফোনে ছবি তুলছেন বলে উল্লেখ করে তিনি।

নিজের নির্বাচনি ইশতেহার প্রসঙ্গে তাসনিম জারা বলেন, ‘আমরা স্বচ্ছতা ও জবাবদিহির রাজনীতির কথা বলছি। মানুষ এতে সাড়া দিচ্ছেন। ঢাকা-৯ আসনের যে বাস্তব চাহিদা, তা ইশতেহারে তুলে ধরা হয়েছে।’ এলাকার মানুষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে ইশতেহার তৈরি করা হয়েছে বলেও জানান এই স্বতন্ত্র প্রার্থী।

দলীয় সমর্থন না থাকায় লড়াই করা কঠিন কি না— এমন প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, বিষয়টি তিনি ইতিবাচকভাবেই দেখছেন। এতে মানুষের আরও কাছে যাওয়া সম্ভব হচ্ছে। তারা মন খুলে তাদের সমস্যার কথা বলছেন।

এ ছাড়া ইশতেহারের অগ্রাধিকার বিষয়ে তিনি জানান, ছয়টি প্রধান খাতকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে গ্যাস, সড়ক ও জলাবদ্ধতার মতো নাগরিক সেবা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, নিরাপত্তা এবং এমপির জবাবদিহি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের শেষদিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

ভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’

১৪ ঘণ্টা আগে

তারেক রহমান রাজশাহী আসছেন ২৮ জানুয়ারি

সফরসূচি অনুযায়ী ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দ

১৫ ঘণ্টা আগে

বাংলাদেশের ‘দরবেশ’কে আমি ‘দরবেশ’ বানিয়েছিলাম: আন্দালিব রহমান পার্থ

পার্থ আরও বলেন, ‘লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে একটা ফ্যাসিস্ট ছিল— আপনাদের দোয়ায় ভোলার পার্থ সেটা বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম।’

১ দিন আগে

সারজিস আলমকে শোকজ

শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জান।

১ দিন আগে