ছাত্রলীগ নেতার ‘প্যারোলে মুক্তি’ নিয়ে বিতর্ক, পরিবার ও প্রশাসনের পাল্টাপাল্টি বক্তব‍্য

প্রতিবেদক, রাজনীতি ডটকম
যশোর কারাগারে বন্দি ছাত্রলীগ নেতা সাদ্দামকে কারাফটকে নিয়ে এসে তার স্ত্রী (স্বর্ণালী) ও সন্তানকে শেষবারের মতো দেখানো হয় (বাঁয়ে) ও শনিবার রাতে স্বর্ণালীর বাবার বাড়ির কবরস্থানে তাদের দাফন করা হয় (ডানে)। ছবি: সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি কারাবন্দি জুয়েল হাসান সাদ্দাম তার স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও সন্তানের মৃত্যুতে প্যারোলে মুক্তি না পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশাসনের বিরুদ্ধে নানা আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

সাদ্দামের পরিবার বলছে, নিয়ম মেনে প্রশাসনের কাছে আবেদন করা হয়েছিল, তবে প্রশাসন তার মুক্তির উদ্যোগ নেয়নি। অন্যদিকে প্রশাসনের ভাষ্য, কারাবন্দি সাদ্দামের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে তিনি কারাবিধি মেনে তার স্বজনদের মরদেহ দেখার সুযোগ পান।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে যশোর কারাগারে বন্দি ছাত্রলীগ নেতা সাদ্দামকে কারাফটকে নিয়ে এসে তার স্ত্রী (স্বর্ণালী) ও সন্তানকে শেষবারের মতো দেখানো হয়। এরপর সেদিন রাতে জানাজা শেষে রাত ১২টার দিকে স্বর্ণালীর বাবার বাড়ির পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

এদিকে সাদ্দামের প্যারোলে মুক্তি না পাওয়ায় বিষয়ে তার ছোট ভাই শহীদুল ইসলাম বলেন, ‘ভাবী ও ভাতিজার মৃত্যুর পর তাদের শেষবারের জন্য দেখার সুযোগ দিতে আমাদের মামা হেমায়েত উদ্দিন বাগেরহাটের জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেন। কারাবিধিতে অন্য জেলার কারাগারের বন্দি থাকলে স্থানীয় প্রশাসনের সরাসরি কিছু করার ক্ষমতা নেই। জেলা প্রশাসন যশোর কারাগারের ফটকে মরদেহ নিয়ে দেখানোর পরামর্শ দেয়।’

তিনি আরও বলেন, ‘জেলার সাহেব জানান, যশোর জেলে চারজনের বেশি যেতে পারবেন না। সেই অনুযায়ী আমরা শনিবার সন্ধ্যায় ভাইকে শেষবারের জন্য ভাবী ও ভাতিজার মরদেহ দেখাই। যশোর জেলে আমাদের দুই মিনিট সময় দেওয়া হয়। চিৎকার-চেঁচামেচি করে আমরা আরও তিন মিনিট সময় নেই। প্রশাসন মোট পাঁচ মিনিটের জন্য সুযোগ দিয়েছে।’

“আমার ভাই শেষে আর এক মিনিট কথা বলার সুযোগ চাইলেও তা দেওয়া হয়নি। ভাইপোর মাথায় হাত দিয়ে আমার ভাই বলেছে, ‘আমি ভালো বাবা হতে পারলাম না, ভালো স্বামী হতে পারলাম না’,”— বলেন শহীদুল ইসলাম। আইনি প্রক্রিয়ার কারণে সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে জটিলতা তৈরি হয় বলে জানান তিনি।

এদিকে পরিবারের অভিযোগ অস্বীকার করে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘প্যারোলের একটি আবেদন এসেছিল। আমরা তাদের বুঝিয়ে দিয়েছি। যেহেতু সাদ্দাম যশোরের কারাগারে ছিলেন, তাই আবেদন করতে হবে সেখানে— যশোর জেলা প্রশাসক বা জেল সুপারের কাছে। প্যারোলের ক্ষেত্রে মুক্তি পেলেও শুধুমাত্র ওই জেলার মধ্যেই হুকুম কার্যকর হবে। এখানকার প্রশাসন যশোর জেলা কারাগারকেও জানায় এবং কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, যাতে তিনি (সাদ্দাম) সুন্দরভাবে মৃত স্বজনদের মরদেহ দেখতে পারেন। আমরা সেখানে যাওয়া ও দেখার বিষয়ে সহযোগিতা করেছি।’

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রাম থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও তার নয় মাস বয়সী ছেলে নাজিফ হাসানের মরদেহ উদ্ধার করে পুলিশ। কানিজ সুবর্ণার মরদেহ ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় এবং নাজিফের দেহ মেঝেতে পড়ে ছিল।

এ ঘটনায় সাদ্দামের শ্বশুর রুহুল আমিন হাওলাদার বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে বাগেরহাট সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে গোপালগঞ্জ থেকে ছাত্রলীগ নেতা সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি বর্তমানে যশোর কারাগারে বন্দি। দুটি মামলায় তিনি এজাহারনামীয় আসামি এবং বাকি মামলাগুলোতে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের শেষদিন ১২ ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম

ভোটারদের উদ্দেশে তিনি নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যাকেই ভোট দেবেন, বিবেচনা করে দেবেন। কারণ এবারের নির্বাচন বাংলাদেশের ভবিষ্যৎ ও ভাগ্য নির্ধারণ করবে।’

৬ ঘণ্টা আগে

তারেক রহমান রাজশাহী আসছেন ২৮ জানুয়ারি

সফরসূচি অনুযায়ী ২৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী পৌঁছাবেন। এরপর তিনি সরাসরি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাঁদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দ

৭ ঘণ্টা আগে

বাংলাদেশের ‘দরবেশ’কে আমি ‘দরবেশ’ বানিয়েছিলাম: আন্দালিব রহমান পার্থ

পার্থ আরও বলেন, ‘লোটাস কামাল থেকে আরম্ভ করে বিদ্যুতের যত চুরি, বাংলাদেশে আওয়ামী লীগ সরকার যে একটা ফ্যাসিস্ট ছিল— আপনাদের দোয়ায় ভোলার পার্থ সেটা বাংলাদেশের মানুষের মুখে মুখে দিয়ে দিয়েছিলাম।’

১ দিন আগে

সারজিস আলমকে শোকজ

শনিবার (২৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জান।

১ দিন আগে