সুনামগঞ্জ-১: আসন না ছাড়তে জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করলেন কর্মী-সমর্থকরা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯: ২২
তোফায়েল আহমদ খানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন কর্মী-সমর্থকরা। ছবি: সংগৃহীত

আসন ছাড়তে অসম্মতি জানিয়ে এবং মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন তার কর্মী-সমর্থকরা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ শহরের হাছননগরস্থ দলের কার্যালয়ে কয়েক শ’ নেতাকর্মী তাকে তালাবদ্ধ করে রেখে বাইরে নানা স্লোগান দেন।

জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনটি জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্য জোটের নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দিয়েছে জামায়াত। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই আসনের জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খানের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে তোফায়েল আহমদ খানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে কান্নায় ভেঙে পড়েন কর্মী-সমর্থকরা। তাদের এই আবেগ ও কান্না দেখে তোফায়েল আহমদ খান নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, ‘কর্মীদের সাথে আমার ভালোবাসা একটা দ্বীনি বন্ধন। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও সমাজের জন্য এটা একটা বড় কমিটমেন্টের বহিঃপ্রকাশ।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমি মনে করি তাদের এই আবেগটা অত্যন্ত পবিত্র। সেই পবিত্র আবেগকে আল্লাহ পাক রাব্বুল আলামীন নিশ্চয়ই দেশ ও জাতির কল্যাণে কবুল করবেন। আমি তাদের জন্য দোয়া করি।’

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘অফিসে আমি নিজেও অবরুদ্ধ। আমরা কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করছি।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন ৮ জন

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন।

৪ ঘণ্টা আগে

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ সদস্য

চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অভিযানে নামে। এ সময় তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। তাদের হামলায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি র‍্যাবের ৩ জন। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কল

১ দিন আগে

শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন: দুলু

দুলু বলেন, শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে। চারটি বাদে সকল পত্রিকা বন্ধ করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সকল মানুষের রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠা করেন। সকল পত্রিকা চালু ক

১ দিন আগে

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় রাজশাহীতে জামায়াত প্রার্থীকে শোকজ

নোটিশ সূত্রে জানা যায়, গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আয়োজিত একটি উঠান বৈঠকে প্রার্থী মো. মুজিবুর রহমানের উপস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয়। একই সঙ্গে প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ওই বক্তব্য ও ভোট চাওয়ার ভিডিও সামাজিক যো

১ দিন আগে