শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

সিলেট ব্যুরো
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১: ০৭
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ ঘোষণা দেন।

উপাচার্য জানান, প্রশাসন চাইছে নির্বাচনটি সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হোক। শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা পাওয়া গেলে এ লক্ষ্য পূরণ সম্ভব।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন-সংক্রান্ত সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও হঠাৎ তা স্থগিত করা হয়।

বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাত ৮টা থেকে তারা প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান নিতে শুরু করেন। পরে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ভবনের দরজায় তালা লাগিয়ে দেন এবং মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান অব্যাহত রাখেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে ২৪ ঘণ্টার মধ্যে তারিখ ঘোষণা করা হবে। তবে শিক্ষার্থীরা রাতেই ঘোষণা দেওয়ার দাবি তুলে তাদের অবস্থান চালিয়ে যান।

অবশেষে রাত ১টার দিকে উপাচার্য এসে আলোচনা করেন এবং জানান—শুক্রবারই শাকসু নির্বাচনের তারিখ ও তফসিল প্রকাশ করা হবে।

আলোচনার সময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রার উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মাদারীপুরে বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৭

তাৎক্ষণিকভাবে নিহতদের মধ্যে তিনজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর গ্রামের শাহ আলমের ছেলে রুমান (২৫), শহরের কলেজ রোডের ১ নম্বর শকুনি এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে বাসের হেলপার পান্নু মুন্সি (৫০) এবং মাদারীপুর সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া গ

১ দিন আগে

‘মব’ সৃষ্টির অভিযোগে রুমিন ফারহানার বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি

চিঠিতে অভিযোগ করা হয়, সরাইলের ইসলামাবাদ গ্রামে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচন আচরণবিধি লঙ্ঘন। তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় রুমি

১ দিন আগে

মাদারীপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৫

মাদারীপুরে একটি ইজিবাইককে চাপা দিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

১ দিন আগে

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ২ মরদেহ উদ্ধার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে ফের দুই পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মরদেহ দুটি নারী ও ছেলে শিশুর হতে পারে।

১ দিন আগে