শাকসু নির্বাচন ১৭ ডিসেম্বর

সিলেট ব্যুরো
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১১: ০৭
ছবি: সংগৃহীত

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) রাত ৯টায় উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ ঘোষণা দেন।

উপাচার্য জানান, প্রশাসন চাইছে নির্বাচনটি সুষ্ঠু, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হোক। শিক্ষার্থীদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতা পাওয়া গেলে এ লক্ষ্য পূরণ সম্ভব।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচন-সংক্রান্ত সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও হঠাৎ তা স্থগিত করা হয়।

বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। রাত ৮টা থেকে তারা প্রশাসনিক ভবন-১-এর সামনে অবস্থান নিতে শুরু করেন। পরে কোনো প্রতিক্রিয়া না পেয়ে ভবনের দরজায় তালা লাগিয়ে দেন এবং মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান অব্যাহত রাখেন।

রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হলে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান এসে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন যে ২৪ ঘণ্টার মধ্যে তারিখ ঘোষণা করা হবে। তবে শিক্ষার্থীরা রাতেই ঘোষণা দেওয়ার দাবি তুলে তাদের অবস্থান চালিয়ে যান।

অবশেষে রাত ১টার দিকে উপাচার্য এসে আলোচনা করেন এবং জানান—শুক্রবারই শাকসু নির্বাচনের তারিখ ও তফসিল প্রকাশ করা হবে।

আলোচনার সময় উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর ও রেজিস্ট্রার উপস্থিত থাকলেও নির্বাচন কমিশনের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিতে আরএমপি কমিশনারকে আদালতে তলব

নোটিশে আরও বলা হয়, পুলিশ হেফাজতে থাকা আসামিকে মিডিয়ার সামনে এনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ায় কেন আরএমপি কমিশনার আবু সুফিয়ানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না— সে ব্যাখ্যা দিতে তাকে সশরীরে আদালতে হাজির হতে হবে।

৪ ঘণ্টা আগে

সতর্ক থাকুন, বিভেদ ছড়িয়ে একটি দল ফায়দা নিতে চায়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, একটি দল বিএনপিতে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। এর মাধ্যমে তারা ফায়দা নিতে চায়। নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে—দলে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিভাজন হতে দেওয়া যাবে না।

৪ ঘণ্টা আগে

পার্কিংয়ে থাকা মিনিবাসে আগুন

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—যান্ত্রিক গোলযোগ বা অন্যান্য কোনো ত্রুটির কারণে আগুন লাগতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

৬ ঘণ্টা আগে

গলাকাটা দম্পতি উদ্ধার: স্ত্রী নিহত, সংকটাপন্ন স্বামী

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে মতবিরোধের জেরে প্রথমে স্বামী এমরান ধারালো দা দিয়ে স্ত্রী রহিমাকে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি একই দা ব্যবহার করে নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

৭ ঘণ্টা আগে