
রংপুর প্রতিনিধি

সংবাদ প্রকাশের জের ধরে এক সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রংপুরে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রংপুর সিটি করপোরেশনের কর্মচারীদের হাতে ফের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। এ সময় দুজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। এসব মারধর-হামলায় জড়িতদের গ্রেপ্তারে রংপুরের সাংবাদিকরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
রোববার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে তুলে নিয়ে যান রকি ও তার লোকজন। ঘটনা জানাজানি হলে সিটি করপোরেশন ছুটে যান রংপুরের কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতারা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতিতে গেট বন্ধ করে রসিক কর্মচারীরা আরেক দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
নির্যাতনের শিকার সাংবাদিক লিয়াকত আলী বাদল জানান, রংপুর সিটি করপোরেশনে ১৫ বছর ধরে অটোরিকশার লাইসেন্স বন্ধ রয়েছে। বর্তমান প্রশাসক বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ কোটি টাকার বাণিজ্যের উদ্দেশে গোপনে ৫০০ লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়। এর মধ্যে ২৫০টি জুলাই যোদ্ধা, বাকি অর্ধেক জুলাই রাজবন্দিদের দেওয়ার কথা ছিল। আগামী ৮ সেপ্টেম্বর সেই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
লিয়াকত আলী বাদল বলেন, আমি তথ্য যাচাই করে ১৭ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ করি। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের নির্দেশে সন্ত্রাসী রকি ও তার লোকজন আমাকে আজ কাচারী বাজার থেকে তুলে নিয়ে মারধর করে। পরে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি ন্যায়বিচার চাই।
রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, আমরা উদ্বিগ্ন, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। লিয়াকত আলী বাদলের মতো একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও রংপুর বিভাগ সাংবাদিক সমাজের সদস্য সচিবকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, হামলায় জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের যদি কেউ থাকে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তা না হলে সারা দেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন।
এ প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা একটি গণমাধ্যমকে বলেন, অভিযোগ ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না। কেউ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তা মেনে নেব।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের আইনে আওতায় আনা হবে।

সংবাদ প্রকাশের জের ধরে এক সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রংপুরে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রংপুর সিটি করপোরেশনের কর্মচারীদের হাতে ফের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। এ সময় দুজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। এসব মারধর-হামলায় জড়িতদের গ্রেপ্তারে রংপুরের সাংবাদিকরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।
রোববার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে তুলে নিয়ে যান রকি ও তার লোকজন। ঘটনা জানাজানি হলে সিটি করপোরেশন ছুটে যান রংপুরের কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতারা।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতিতে গেট বন্ধ করে রসিক কর্মচারীরা আরেক দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।
নির্যাতনের শিকার সাংবাদিক লিয়াকত আলী বাদল জানান, রংপুর সিটি করপোরেশনে ১৫ বছর ধরে অটোরিকশার লাইসেন্স বন্ধ রয়েছে। বর্তমান প্রশাসক বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ কোটি টাকার বাণিজ্যের উদ্দেশে গোপনে ৫০০ লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়। এর মধ্যে ২৫০টি জুলাই যোদ্ধা, বাকি অর্ধেক জুলাই রাজবন্দিদের দেওয়ার কথা ছিল। আগামী ৮ সেপ্টেম্বর সেই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
লিয়াকত আলী বাদল বলেন, আমি তথ্য যাচাই করে ১৭ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ করি। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের নির্দেশে সন্ত্রাসী রকি ও তার লোকজন আমাকে আজ কাচারী বাজার থেকে তুলে নিয়ে মারধর করে। পরে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি ন্যায়বিচার চাই।
রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, আমরা উদ্বিগ্ন, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। লিয়াকত আলী বাদলের মতো একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও রংপুর বিভাগ সাংবাদিক সমাজের সদস্য সচিবকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।
রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, হামলায় জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের যদি কেউ থাকে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তা না হলে সারা দেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই।
এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন।
এ প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা একটি গণমাধ্যমকে বলেন, অভিযোগ ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না। কেউ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তা মেনে নেব।
রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের আইনে আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে এনসিপি ফেনী জেলা শাখার সহসাংগঠনিক সম্পাদক জুলাইযোদ্ধা ওমর ফারুক শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর এনসিপি মধ্যমপন্থার রাজনীতি করবে বলে আমাদের প্রতিশ্রুতি দিলেও তারা তাদের সেই নীতি আদর্শ থেকে সরে এসেছে। আমরা দীর্ঘদিন একসঙ্গে কাজ করেছি। এখন স্বেছায় অব্যাহতি নিয়েছি। পদত্যাগের কপি এনসিপির
২ দিন আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন সদ্যই বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদকসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কৃত রুমিন ফারহানা। যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র এরই মধ্যে বৈধ ঘোষিত হয়েছে। আরও কিছু আনুষ্ঠানিকতার পর আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে প্রার্থীদের।
২ দিন আগে
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নের মাঝনেতা গ্রামে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আয়েশা মনি হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। বাবার অনৈতিক সম্পর্কের বিষয়টি জেনে ফেলায় মেয়েকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে তদন্তে।
২ দিন আগে