সাংবাদিককে তুলে নিয়ে মারধর, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

রংপুর প্রতিনিধি
রংপুর সিটি করপোরেশনের সামনে সাংবাদিকদের বিক্ষোভ। এ কর্মসূচি পালন করতে গিয়েও করপোরেশনের কর্মীদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা। ছবি: সংগৃহীত

সংবাদ প্রকাশের জের ধরে এক সিনিয়র সাংবাদিককে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে রংপুরে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে রংপুর সিটি করপোরেশনের কর্মচারীদের হাতে ফের হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন সাংবাদিকরা। এ সময় দুজন আহত হয়েছেন বলেও জানিয়েছেন তারা। এসব মারধর-হামলায় জড়িতদের গ্রেপ্তারে রংপুরের সাংবাদিকরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

রোববার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে একুশে টেলিভিশন ও দৈনিক সংবাদের সিনিয়র রিপোর্টার লিয়াকত আলী বাদলকে কাচারী বাজার থেকে তুলে নিয়ে যান রকি ও তার লোকজন। ঘটনা জানাজানি হলে সিটি করপোরেশন ছুটে যান রংপুরের কর্মরত সাংবাদিক ও সাংবাদিক নেতারা।

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতিতে গেট বন্ধ করে রসিক কর্মচারীরা আরেক দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

নির্যাতনের শিকার সাংবাদিক লিয়াকত আলী বাদল জানান, রংপুর সিটি করপোরেশনে ১৫ বছর ধরে অটোরিকশার লাইসেন্স বন্ধ রয়েছে। বর্তমান প্রশাসক বিভাগীয় কমিশনারের নেতৃত্বে পাঁচ কোটি টাকার বাণিজ্যের উদ্দেশে গোপনে ৫০০ লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করা হয়। এর মধ্যে ২৫০টি জুলাই যোদ্ধা, বাকি অর্ধেক জুলাই রাজবন্দিদের দেওয়ার কথা ছিল। আগামী ৮ সেপ্টেম্বর সেই লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

লিয়াকত আলী বাদল বলেন, আমি তথ্য যাচাই করে ১৭ সেপ্টেম্বর সংবাদ প্রকাশ করি। এরপর প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় কমিশনারের নির্দেশে সন্ত্রাসী রকি ও তার লোকজন আমাকে আজ কাচারী বাজার থেকে তুলে নিয়ে মারধর করে। পরে সিটি করপোরেশনে নিয়ে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার চেম্বারে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং জোর করে ক্ষমা চাইতে বলে। আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। আমি ন্যায়বিচার চাই।

রংপুর সাংবাদিক ইউনিয়নের (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন, আমরা উদ্বিগ্ন, সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। লিয়াকত আলী বাদলের মতো একজন জ্যেষ্ঠ সাংবাদিক ও রংপুর বিভাগ সাংবাদিক সমাজের সদস্য সচিবকে প্রকাশ্যে তুলে নিয়ে মারধরের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক। ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করতে হবে।

রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক বলেন, হামলায় জড়িতদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের যদি কেউ থাকে, তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। তা না হলে সারা দেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে রিপোর্টাস ক্লাব রংপুরের সভাপতি শাহ্ বায়েজিদ আহমেদ বলেন, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক। ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমার প্রত্যাহার চাই।

এ ঘটনার প্রতিবাদে আগামীকাল সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় মানববন্ধনসহ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন।

এ প্রসঙ্গে রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা একটি গণমাধ্যমকে বলেন, অভিযোগ ভিত্তিহীন। কেউ প্রমাণ করতে পারবে না। কেউ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেব। তা মেনে নেব।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের আইনে আওতায় আনা হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১৯ ঘণ্টা আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

২০ ঘণ্টা আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে

রাঙামা‌টি‌তে ৩৬ ঘণ্টা হরতালের ডাক

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।

২ দিন আগে