সারজিসের উপস্থিতিতে মারামারিতে জড়াল দুপক্ষ

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় এনসিপির অনুষ্ঠানে সারজিস আলমের বক্তৃতার সময় দুপক্ষের মধ্যে মারামারি হয়। ছবি: ভিডিও থেকে

বগুড়ায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় মারামারি ও ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বক্তৃতা দেওয়ার সময় এ ঘটনা ঘটে। মারামারিতে চারজন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যার মধ্যে একজন আহত হয়েছেন ছুরিকাঘাতে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সারজিস বক্তব্য দেওয়ার সময় তার বিরুদ্ধেও স্লোগান দেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুপক্ষের মধ্যে মারামারি হয়। তবে এনসিপি নেতারা বলছেন, তাদের বহিষ্কৃত এক কেন্দ্রীয় নেতার অনুসারীরা বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে বগুড়া শহরের মিউনিসিপ্যালিটি পার্কের টিটু অডিটোরিয়ামের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ থাকলেও মারামারির সময় তারা কোনো ভূমিকা রাখেনি বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।

আহতদের একজন বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি কর্মসূচি পালন করলেও সেই কর্মসূচিতেই জামায়াত ও ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত ছাত্র সংগঠন) অনেকে ছিল। তারা বিষয়টি সারজিসকে জানাতে গেলে এনসিপির নেতাকর্মীরা তাদের বাধা দেন এবং মারধর করেন।

প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, সারজিস আলম বক্তৃতা করার সময় বৈষম্যবিরোধীদের একাংশ তার বিরুদ্ধে স্লোগান দেন। এ সময় সারজিসের পক্ষে এনসিপির নেতাকর্মীরা তাদের বিরোধিতা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে দফায় দফায় মারামারি হয় দুপক্ষের মধ্যে।

বগুড়ার কর্মসূচির অন্যতম আয়োজক ও এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাকিব মাহাদী বলেন, সারজিস আলমের বক্তব্যের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে কয়েকজন আমাদের অনুষ্ঠান পণ্ড করতে এসেছিল। তাদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে। রাস্তায় কিছুটা হাতাহাতি হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈন উদ্দিন বলেন, কয়েকজন স্লোগান দিয়ে সমাবেশে গেলে আয়োজকরা তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। পরে রাস্তায় দুপক্ষের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া ও মারামারি। মারামারিতে কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পার্থর আসন থেকে সরে দাঁড়ালেন বিএনপির প্রার্থী

দলীয় সূত্র জানায়, প্রাথমিকভাবে গোলাম নবী আলমগীরকে এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছিল। তবে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন ভাগাভাগির চূড়ান্ত সিদ্ধান্তে ভোলা-১ আসনটি আন্দালিভ রহমান পার্থকে ছেড়ে দেয়ার ঘোষণা দেয় বিএনপি। জোটের ঐক্য বজায় রাখতে এবং একক প্রার্থী নিশ্চিত করতে গোলাম নবী

১৭ ঘণ্টা আগে

সরকারি বরাদ্দের অর্ধেক রাখে এমপিরা: রুমিন

ব্যক্তিগত প্রসঙ্গে রুমিন ফারহানা যোগ করেন, আমার পরিবারের কেউ দেশে নেই, আত্মীয়রা বিদেশে। তাই আমার পিছুটান নেই, কেউ লাইনে দাঁড়াবে না ফল নেওয়ার জন্য। নির্বাচন যে করতেসি বিদেশের আত্মীয় স্বজনরা উল্টো আমাকে সামান্য সহযোগিতা করতেসে। তারা এদেশে আসবে না জয়ী হওয়ার পর ফল নেওয়ার জন্য। সেই ফল কিন্তু আমার এলাকা

১৯ ঘণ্টা আগে

টেস্টে ফেল: স্কুলে তালা দেওয়া সেই ১৬ শিক্ষার্থীকে বহিষ্কার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে টেস্ট (নির্বাচনি) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেন আরিফ নামের এক শিক্ষার্থী। পরে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগের দাবিতে তিনি শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে স্কুলের কয়েকটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছিলেন।

২০ ঘণ্টা আগে

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের ৩ শ্রমিক নিহত

জানা গেছে, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা আহত ৬ জনকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। নিহত ও আহত শ্রমিকদের বাড়ি উপজেলার ময়না ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

২১ ঘণ্টা আগে