লুটের মালামাল ফেরত না দিলে ব্যবস্থা : রাসিক প্রশাসক

রাজশাহী ব্যুরো

নগর ভবন থেকে লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক ও বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেছেন, ‘রাসিক কোনো দল ও ব্যক্তির সম্পদ না। এটা রাষ্ট্রের সম্পদ। যদি এখনো কারও কাছে রাসিকের কোনো সম্পদ থেকে থাকে তাহলে তারা দ্রুত সময়ের মধ্যে আমাদের দিয়ে দিলে আমরা তাকে ধন্যবাদ জানাব। যদি ফেরত দেওয়া না হয় তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এছাড়া বিষয়গুলো নিয়ে থানায় একটা সাধারণ ডায়েরি করা হয়েছে। সেটি পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।’

আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে নগর ভবনের কনফারেন্স রুমে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

রাসিক প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, ‘লুট হওয়া মালামাল ফেরত দেওয়ার সুযোগ দেওয়া হবে। যারা ফেরত নিয়ে আসবেন তাদের ধন্যবাদ জানানো হবে। যারা ফেরত দেবেন না তাদের বিরুদ্ধে মামলা হবে। কেননা, লুটতরাজ হলো ফৌজদারী অপরাধ। এই অপরাধ কখনো তামাদি (বাতিল) হয় না। যে কোনো সময় এই অপরাধের কারণে মামলা করা যায়। আমরা সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে এটা (লুটপাট) কোন রাজনৈতিক দলের কাজ নয়। কারও বিরুদ্ধে ব্যবস্থা নিলে রাজনৈতিক দলগুলোরও কোনো সমস্যা নেই বলে তারা জানিয়েছে। তাই ব্যবস্থা নেওয়ার আগে আমরা এখনো মালামাল ফেরত দেওয়ার সুযোগ দিচ্ছি।’

গত ৫ আগস্ট নগর ভবন ধ্বংসস্তুপে পরিণত হলেও তারা ইতোমধ্যে সব ধরনের নাগরিক সেবা দিতে শুরু করেছেন জানিয়ে তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের কতগুলো জনগুরুত্বপূর্ণ কাজ আছে। যেগুলো না করলেই নয়। সেই তালিকার মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা অন্যতম। যেহেতু আমাদের কোনো গাড়ি (বর্জ্য ব্যবস্থাপনার যানবাহন) ক্ষতিগ্রস্ত হয়নি। তাই বর্জ্য ব্যবস্থাপনার কাজ চালু রয়েছে। জন্ম, মৃত্যু নিবন্ধন চালু আছে। কিন্তু এটি আগে ওয়ার্ডে কাউন্সিলররা অনুমোদন করতেন। তবে এখন সেটি প্রাশানসিক কর্মকর্তারা করবেন।

বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন,রাসিক ভবনে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ক্ষয়ক্ষতি কি হয়েছে সেটা যাচাই করতে হবে। এটা মেরামতের জন্য দিতে হবে। তখন তো একটা হিসেবের প্রশ্ন আসবে। এজন্য আমরা একটা কমিটি গঠন করেছি। সেখানে রাসিকের প্রধান প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, ইলেট্রিক্যাল, সিভিল ও ফায়ার সার্ভিসের লোক রয়েছে। এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ কত, টাকার অঙ্কে সম্ভাব্য ক্ষতি হয়েছে কত, এছাড়া এখান থেকে উত্তরণের বিষয়ে জানতে চাওয়া হয়েছে। তারা আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট দেবে।

তিনি আরও বলেন, আমাদের কার্যক্রম চালুর জন্য জনবল লাগবে। রাসিকে স্থায়ী ও অস্থায়ী জনবল আছে। এর মধ্যে স্থায়ী জনবল আছে ৩৫৩ জন। তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে আমরা যাচাই-বাচাই করে ব্যবস্থা নেব। আর অস্থীয় জনবল আছে ২ হাজার ৬৫৯ জন। এদের জন্য সিটি কর্পোরেশনের সচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। যারা বিতর্কিত তাদের আমরা রাখব না। যারা সিটি কর্পোরেশনকে নষ্ট করেছে। ভবিষ্যতে নষ্ট করতে পারে তাদেরও আমরা রাখব না।

প্রকল্পের বিষয়ে দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, রাজশাহী মহানগরীতে চারটি প্রকল্প রয়েছে। এর মধ্যে একটি শেষ হয়েছে। বাকিগুলো চলমান রয়েছে। যথেষ্ঠ বরাদ্দ আছে। কাজ যাতে অসমাপ্ত না থাকে।

অতীতে নগর ভবনে কোনো দুর্নীতি হলে তার দায় নেবেন না জানিয়ে নতুন প্রশাসক বলেন, ‘আমি কোনো রাজনৈতিক নেতা নই। তাই অতীতে কোনো অনিয়ম-দুর্নীতি হলে তার দায় আমি নেব না। বরং আমি ব্যবস্থা নেব।’

সংবাদ সম্মেলনে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাইদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাসিকের কর্মকর্তাদের সাথে মতিবিনিময় করেন প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এসময় তিনি বলেন, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, ইপিআই কার্যক্রমসহ বিভিন্ন ধরনের নাগরিক সেবা ইতোমধ্যে চালু হয়েছে। বাকি সেবাগুলোও দ্রুত সময়ের মধ্যে চালু হবে। যারা নগর ভবন থেকে মালামাল নিয়ে গেছেন, দ্রুত সময়ের মধ্যে জমা দিন। এগুলো রাষ্ট্রীয় সম্পদ। মালামাল ফেরত দিলে কাউকে কোনো প্রশ্ন করা হবে না।

সভায় রাজশাহী সিটি কর্পোরেশন নগর ভবনসহ অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি নিরূপণ ও জনবল যৌক্তিকীকরণে পৃথক দুইটি কমিটি গঠন করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

২ দিন আগে

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

২ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

২ দিন আগে