কোটি টাকার দুর্নীতি তদন্তে পশ্চিমাঞ্চল রেলে দুদকের হানা

রাজশাহী ব্যুরো
ফাইল ছবি

কয়েকশ কোটি টাকার কেনাকাটায় অনিয়মের অভিযোগে আজ রাজশাহীতে থাকা রেলভবনে (পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।

ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে নেতৃত্ব দেন দুদক রাজশাহী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। তার নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে দুদক কর্মকর্তারা পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপকের (জিএম) সাথে কথা বলেন এবং এই সংক্রান্ত বিভিন্ন নথিপত্র দেখতে চান। কিছু নথিপত্র পান আরও কিছু নথিপত্র তলব করেন। পরে সেগুলো আগামী কয়েক দিনের মধ্যেই দুদক কার্যালয়ে পাঠানোর কথা জানান পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম।

এর আগে সাম্প্রতিক বছরগুলোতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন কেনাকাটায় কয়েকশ কোটি টাকা অনিয়মের অভিযোগ ওঠে। আর অনিয়মের বিষয়টি নিজস্ব অডিট আপত্তিতেও উঠে আসে। সেই অভিযোগ ও অডিট আপত্তির প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের নির্দেশে আজ জেলা কার্যালয় অভিযান চালায়।

দুদক রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ২০১৮-১৯ অর্থবছরে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভিন্ন মালামাল ক্রয় সংক্রান্ত কেনাকাটার অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে এই অভিযান পরিচালিত হয়। তারা এখান থেকে সংশ্লিষ্ট কিছু নথিপত্র সংগ্রহ করেছেন। আরও কিছু নথিপত্র তলব করেছেন। পরবর্তীতে এগুলো হাতে পেলে সব রেকর্ডপত্র পর্যালোচনা করা হবে। এরপর তারা তা কমিশনে অবহিত করবেন।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম)

অসিম কুমার তালুকদার জানান, ২০১৮-১৯ অর্থ বছরের কেনাকাটা সংক্রান্ত বিষয়ে আজ তার কার্যালয়ে দুদক কর্মকর্তা এসেছিলেন। তারা যেসব নথিপত্র দেখতে চেয়েছেন সেগুলো দেখানো হয়েছে এবং দেওয়া হয়েছে। আরও কিছু নথিপত্র চেয়েছিলেন। কিন্তু তারা হঠাৎ আসায় সব কাগজপত্র প্রস্তুত ছিল না। তবে আগামী কয়েক দিনের মধ্যেই সেগুলো দুদক কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান।

এদিকে অনিয়মের অভিযোগে উঠে এসেছে , পশ্চিমাঞ্চল রেলওয়েতে ২০১৮-১৯ অর্থ বছরের কেনাকাটায় একটি প্লাস্টিকের প্যাডেলযুক্ত ময়লা ফেলার ঝুড়ি (প্যাডেল ডাস্টবিন) কেনার কথা ৩৩৮ টাকায়; কিন্তু একেকটি ডাস্টবিন কেনা হয়েছে ১৩ হাজার টাকা দরে। একইভাবে বাড়তি দাম দেখিয়ে ৪৮৬ টাকার প্রতিটি হ্যাকসো ফ্রেম (ধাতু কাটার করাত) কেনা হয়েছে ৩ হাজার ৪৫০ টাকা দরে। আর প্রতিটি স্লাই রেঞ্চ কেনার কথা ৮৭৮ টাকায়; কিন্তু কেনা হয়েছে ৪ হাজার ৪৫০ টাকা দরে। একই উপায়ে ৩৫০ টাকার একেকটি কোদাল কেনা হয়েছে ২ হাজার টাকায়, ৩১৩ টাকার বালতি ১ হাজার ৯০০ টাকায়, ২০০ টাকার তালা ৫ হাজার ৬০০ টাকায়। এছাড়া ১ হাজার ৬৫০ টাকার পর্দা অতিরিক্ত ১৮ হাজার টাকা দিয়ে কেনা হয়েছে।

এর আগে পশ্চিমাঞ্চল রেলওয়ের হাসপাতালগুলোতে কেনাকাটা খাতে ৭ কোটি ২০ লাখ টাকার অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ২০২৩ সালের ১৫ জানুয়ারি রেলভবনে অভিযান চালায় দুদক। সেই সময় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও নিয়ে যান দুদক কর্মকর্তারা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গাজীপুরের ১০ হাজার এনআইডি ও কর্মকর্তাদের সিল ফতুল্লায় উদ্ধার

প্রত্যক্ষদর্শী নাজমুল হাসান বাবু বলেন, স্টেডিয়াম এলাকায় আমার মালিকানাধীন একটি স-মিলের কাজ চলছে। সেখানে ময়লা না ফেলার জন্য বেশ কয়েকদিন যাবৎ প্রচারণা চালিয়ে আসছি আমি। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিছু লোক একটি সাদা মাইক্রোবাসে এসে ওই স্থানে কয়েকটি বস্তা ফেলে যায়। এ সময় তারা ময়লা ফেললেও পরিষ্ক

১৮ ঘণ্টা আগে

রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

১ দিন আগে

জুলাই হত্যা মামলায় বাণিজ্য: পটুয়াখালীর ২ বিএনপি নেতাকে শোকজ

জুলাই হত্যা মামলা নিয়ে বাণিজ্যের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলার বিএনপির সদস্য ও মাদারবুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হানিফ এবং সদর উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক আইনজীবী মশিউর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ নোটিশ) দিয়েছে জেলা বিএনপি। তাদের নোটিশের জবাব দিতে সময় দেওয়া হয়েছে দুই দিন। তারা দুজন স

১ দিন আগে

সাংবাদিককে তুলে নিয়ে মারধর, জড়িতদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

এ ঘটনার প্রতিবাদ জানিয়ে রংপুর সিটি করপোরেশনের (রসিক) সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সাংবাদিকরা অবস্থান কর্মসূচি পালন করেন। ওই কর্মসূচি পালনের সময় পুলিশের উপস্থিতিতে গেট বন্ধ করে রসিক কর্মচারীরা আরেক দফা হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

১ দিন আগে