ব্যক্তির অপকর্মের দায় বাহিনী নেবে না : বেনজির ইস্যুতে আইজিপি

রাজশাহী ব্যুরো
আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৫: ৪৩

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, 'কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'স্পষ্ট করে বলতে চাই, কখনও কোনো ব্যক্তির অপকর্মের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী হিসেবে নেবে না। যেকোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হয়। কোনো কিছুকে আমরা খাটো করে দেখি না। ফলে এই ইস্যুতেও (বেনজির) যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।'

প্রধান অতিথির বক্তব্যে পুলিশের আইজি বলেন, অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ বাহিনীতে যুক্ত করা হচ্ছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে। যাতে পুলিশ বাহিনী গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।

পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বসে নেই, তারা কাজ করছেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার সকালে রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে র‍্যালি, বৃক্ষ রোপণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আরএমপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর বর্ণাঢ্য র‍্যালিতেও অংশ নেন তিনি।

নগর পুলিশ সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন :

এদিকে, সোমবার সন্ধ্যায় আরএমপি সদর দপ্তরে “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।

উদ্বোধনের সময় আইজিপি বলেন, আরএমপির উদ্যোগে নির্মিত “বঙ্গবন্ধুর কর্নার” এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। বন্ধবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশা করি। এ মহতী উদ্যোগের জন্য আরএমপি কমিশনারের প্রশংসা করে তাকে সাধুবাদ জানান আইজিপি।

পরে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে ও আরও জানতে উদ্বুদ্ধ হবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

শিবচরে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

হত্যাকাণ্ডের সময় আবুল মৃধা ও তার দুই সন্তান আলী হোসেন ও মোহাম্মদ মিয়া একই ঘরে ছিলেন। তবে ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে কাজ করছে।

১৬ ঘণ্টা আগে

বাউফলে বিএনপি অফিসে আগুন

আগুনে দলীয় কার্যালয়ে থাকা জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবি সংবলিত ব্যানার, সাইনবোর্ডসহ অফিসের দরজা-জানালা ও আসবাবপত্র ভস্মীভূত হয়।

১৭ ঘণ্টা আগে

রংপুরে রেকটিফায়েড স্পিরিট পানে ছয়জনের মৃত্যুর পর কারাগারে মারা গেলেন বিক্রেতা

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) অভিজিত চৌধুরী।

১ দিন আগে

খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের বাতিঘর : শোক সভায় বক্তারা

তারা বলেন, একজন সাধারণ গৃহিণী থেকে রাষ্ট্রনায়কে পরিণত হওয়ার যে অনন্য ইতিহাস, বেগম খালেদা জিয়া তা নিজের জীবন দিয়ে রচনা করে গেছেন। তিনি ক্ষমতার মোহে রাজনীতিতে আসেননি; ইতিহাসের নির্মম ডাকেই তাঁকে নেতৃত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছিল। স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর শোক তাঁকে ভেঙে দেয়নি, ব

১ দিন আগে