
রাজশাহী ব্যুরো

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, 'কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'স্পষ্ট করে বলতে চাই, কখনও কোনো ব্যক্তির অপকর্মের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী হিসেবে নেবে না। যেকোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হয়। কোনো কিছুকে আমরা খাটো করে দেখি না। ফলে এই ইস্যুতেও (বেনজির) যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।'
প্রধান অতিথির বক্তব্যে পুলিশের আইজি বলেন, অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ বাহিনীতে যুক্ত করা হচ্ছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে। যাতে পুলিশ বাহিনী গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।
পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বসে নেই, তারা কাজ করছেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার সকালে রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে র্যালি, বৃক্ষ রোপণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আরএমপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর বর্ণাঢ্য র্যালিতেও অংশ নেন তিনি।
নগর পুলিশ সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন :
এদিকে, সোমবার সন্ধ্যায় আরএমপি সদর দপ্তরে “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
উদ্বোধনের সময় আইজিপি বলেন, আরএমপির উদ্যোগে নির্মিত “বঙ্গবন্ধুর কর্নার” এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। বন্ধবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশা করি। এ মহতী উদ্যোগের জন্য আরএমপি কমিশনারের প্রশংসা করে তাকে সাধুবাদ জানান আইজিপি।
পরে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে ও আরও জানতে উদ্বুদ্ধ হবে।

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে বর্তমান আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, 'কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, 'স্পষ্ট করে বলতে চাই, কখনও কোনো ব্যক্তির অপকর্মের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী হিসেবে নেবে না। যেকোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেয়া হয়। কোনো কিছুকে আমরা খাটো করে দেখি না। ফলে এই ইস্যুতেও (বেনজির) যেভাবে তদন্ত প্রক্রিয়া চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।'
প্রধান অতিথির বক্তব্যে পুলিশের আইজি বলেন, অপরাধীদের অপরাধের ধরণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ বাহিনীতে যুক্ত করা হচ্ছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে। যাতে পুলিশ বাহিনী গৌরবের সাথে পেশাদারিত্ব বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তি বিশেষে দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।
পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বসে নেই, তারা কাজ করছেন। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে, মঙ্গলবার সকালে রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে র্যালি, বৃক্ষ রোপণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আরএমপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এরপর বর্ণাঢ্য র্যালিতেও অংশ নেন তিনি।
নগর পুলিশ সদর দপ্তরে বঙ্গবন্ধুর কর্নার উদ্বোধন :
এদিকে, সোমবার সন্ধ্যায় আরএমপি সদর দপ্তরে “বঙ্গবন্ধুর কর্নার” এর উদ্বোধন করেছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। এসময় সঙ্গে ছিলেন আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
উদ্বোধনের সময় আইজিপি বলেন, আরএমপির উদ্যোগে নির্মিত “বঙ্গবন্ধুর কর্নার” এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবেন। বন্ধবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশা করি। এ মহতী উদ্যোগের জন্য আরএমপি কমিশনারের প্রশংসা করে তাকে সাধুবাদ জানান আইজিপি।
পরে পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, পুলিশ সদস্যদের মাঝে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে ও আরও জানতে উদ্বুদ্ধ হবে।

সূত্র জানায়, চাকরিজনিত কারণে দেলোয়ার হোসেন পরিবার নিয়ে নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলের মৃত্যু হয়।
২১ ঘণ্টা আগে
রাজধানীর পুরান ঢাকার কসাইটুলিতে ভূমিকম্পে পাঁচতলা ভবনের রেলিং ধসে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের (২০২৩-২৪) শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাফিউল ইসলামের (২১) মৃত্যু হয়েছে।
১ দিন আগে
স্থানীয় তুলা ব্যবসায়ী জুলহাস মিয়া দাবি করে বলেন, তুলার গোডাউনে আগুন লাগার ফলে প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার পর মুহূর্তেই গুদামের ভেতরের তুলা দাহ্য হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে।
১ দিন আগে
আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।
২ দিন আগে