রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই

রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল আগামী ২৮ জুলাই ঘোষণা করা হবে।

বুধবার (২৩ জুলাই) বিকেল ৫টায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন-২০২৫ এর সিদ্ধান্ত অনুযায়ী রাকসু নির্বাচনের তফসিল ২৮ জুলাই (সোমবার) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ঘোষণা করা হবে। একই দিনে রাবির ওয়েবসাইটেও তফসিল প্রকাশ করা হবে।

এর আগে রাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি রোডম্যাপ ঘোষণা করে। রোডম্যাপ অনুযায়ী, ১৩ এপ্রিল রাকসু বিধিমালা ও আচরণবিধি চূড়ান্তকরণ ও প্রকাশ, ২৮ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৩০ এপ্রিল আপত্তি গ্রহণ এবং ১৩ মে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা নির্ধারণ করা হয়।

এরপর ১৫ মে মনোনয়নপত্র বিতরণ, ১৯ মে মনোনয়নপত্র দাখিল, ২০ মে বাছাই, ২২ মে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ, ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৭ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ নির্ধারিত ছিল।

ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, ২০২৫ সালের জুনের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে রাকসু নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময় অতিক্রম হলেও এখনো পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ পরিস্থিতিতে ছাত্র সংগঠনগুলো বারবার রাকসু নির্বাচনের দাবি জানিয়েছে। সবশেষ বুধবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাকসু ভবন ঘেরাও করে কর্মসূচি পালন করে ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

কর্মসূচি পালনের সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠ ছাড়বেন না বলে হুঁশিয়ারি দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। এর পরপরই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ জানানো হলো।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কাঁচপুর সেতুতে সড়ক দুর্ঘটনায় ২ ট্রাকচালক নিহত

১৭ ঘণ্টা আগে

সবকিছু স্বাভাবিক হলে ১৪৪ ধারা তুলে নেয়া হবে : খাগড়াছড়ি ডিসি

তিনি জানান, সবকিছু স্বাভাবিক হলে আইন শৃঙ্খলাবাহিনীর মতামতের ভিত্তিতে ১৪৪ ধারা তুলে নেওয়ার বিষয়ে ঘোষণা করা হবে। একই সঙ্গে খাগড়াছড়ি ও গুইমারায় সাম্প্রতিক ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজও চলমান রয়েছে। পরে বিশেষ বরাদ্দের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হবে।

১ দিন আগে

ময়মনসিংহে বৃদ্ধের চুল-দাড়ি কেটে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

ময়মনসিংহের তারাকান্দায় জোর করে এক বৃদ্ধের চুল ও দাড়ি কেটে দেওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

১ দিন আগে

রিকশাচালককে দিয়ে আদিবাসী কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার প্রেমিক

ময়মনসিংহের হালুয়াঘাটে পূজা দেখানোর কথা বলে এক আদিবাসী কিশোরীকে (১৬) ডেকে নিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত সহযোগী যুবক মো. মিলন (২১)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

২ দিন আগে