কর্মস্থল রাজশাহীতে, থাকেন ইংল্যান্ডে!

রাজশাহী ব্যুরো
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬: ৫৬

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার শিক্ষক সেলিম হোসেন বিনা ছুটিতে দেড় বছরেরও বেশি সময় ধরে ইংল্যান্ডে অবস্থান করছেন। দেশের বাইরে অবস্থান করলেও নিয়মিত বেতন ভাতা তুলছেন তিনি। এতে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওই মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

অভিযুক্ত সেলিম হোসেন পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রসার জীববিজ্ঞান বিভাগের প্রভাষক।

সূত্রে জানা গেছে, শিক্ষক সেলিম হোসেন দেশের বাইরে যাওয়ার আগে গত বছর মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন করেন। কিন্তু কর্তৃপক্ষ তা বাতিল করলেও গত বছরের ১২ ফেব্রুয়ারি ছুটি না নিয়েই ইংল্যান্ডে চলে যান। ফলে তার কর্মস্থলে উপস্থিত না হয়েও দেশের বাইরে থেকেই প্রায় ২০ মাস ধরে বেতন-ভাতা উত্তোলন করছেন তিনি। অথচ তার উপস্থিতির খাতায় দীর্ঘদিন ধরে কোনো স্বাক্ষর নেই। তবুও ওই মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের যোগ সাজোসে তিনি সকল সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে একাধিক শিক্ষক অভিযোগ করেছেন।

অনুসন্ধানে জানা যায়, শিক্ষক সেলিম হোসেনর কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তার বেতন বিল ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছেন অধ্যক্ষ হাবিবুর রহমান। ফলে ইংল্যান্ডে থেকেও রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা পাচ্ছেন ওই শিক্ষক। এদিকে, প্রভাষক সেলিম হোসেনের অনুপস্থিতিতে শিক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাপক ক্ষতি হচ্ছে। অন্যদিকে, অধ্যক্ষ হাবিবুর রহমানও নিয়মিত প্রতিষ্ঠানে আসেন না। যেদিন আসেন সেদিন হাজিরা খাতায় একসঙ্গে বেশ কয়েকদিনের স্বাক্ষর করেন। এছাড়া, প্রতিষ্ঠানে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে ২০১১ সাল থেকে এই পর্যন্ত তিনি তিনবার সাময়িক বরখাস্ত হয়েছেন। পরে প্রভাব ও অনৈতিক লেনদেনের মাধ্যমে বিষয়টি আবারও সমঝোতা করে প্রতিষ্ঠানে ফেরেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ওই মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হাবিবুল্লাহ বলেন, আমি এই প্রতিষ্ঠানে নতুন যোগদান করেছি। যোগদানের পর থেকেই দেখছি আমাদের সহকর্মী সেলিম হোসেন ও অধ্যক্ষের দুর্নীতির বিষয়ে কানাঘোষা শুনতে পাই। অধ্যক্ষের বিরুদ্ধে প্রতিষ্ঠানে গুরুতর অভিযোগের মধ্যে শিক্ষকদের সঙ্গে অসৎ আচরণ, বিভিন্ন খাতের অর্থ আত্মসাৎ, নিয়মিত মাদ্রাসায় না আসা অন্যতম। এসব দুর্নীতি ও অনিয়মের কারণে সম্প্রতি শিক্ষা অফিসার বরাবর একটা লিখিত অভিযোগও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রভাষক সেলিম হোসেন অধ্যক্ষের ঘনিষ্ঠ হওয়ায় দীর্ঘদিন ধরে মাদ্রাসায় অনুষ্ঠিত থেকেও নিয়মিত বেতন-ভাতা পাচ্ছেন। এক্ষেত্রে অধ্যক্ষ অনৈতিক সুবিধা নিয়ে তাকে সহযোগিতা করছে।

বিরালদহ সৈয়দ করম আলী দারুছ-ছুন্নাত ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। পরিচয় দিয়ে এসএমএস পাঠানো হলেও তিনি সাড়া দেননি। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, প্রভাষক সেলিম হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি দেশের বাইরে থাকায় তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির সভাপতি (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন সজল বলেন, 'আমি অল্প কিছু দিন আগে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছি। অধ্যক্ষ ও প্রভাষকের বিষয়টি ঘটেছে সাবেক সভাপতি সময়। আমার তেমন কোনো কিছু জানা নেই। এছাড়া, আর্থিক বিষয়গুলো যৌথ একাউন্টের মাধ্যমে অধ্যক্ষই দেখাশোনা করেন। তবুও বিষয়টি আরও ভালোভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবো।'

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লাইলা জাহান বলেন, কোনো অনিয়ম-দুর্নীতির বিষয়ে মাদ্রাসার গর্ভানিং বডি সর্বময় ক্ষমতার অধিকারী। গর্ভানিং বডির সভাপতি এসব বিষয়ে ব্যবস্থা নিতে পারে। তবুও গত বছর ওই মাদ্রাসার অধ্যক্ষ ও প্রভাষকের বিষয়ে আমি তদন্ত করে ঊর্ধ্বতন দপ্তরে প্রতিবেদন পাঠিয়েছি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

২ দিন আগে

নৌকায় ভোট চেয়ে পদ হারানো হেলাল ‘ঘরে ফিরলেন’

এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের মধ্য দিয়ে দলীয় পদ হারানোর এক বছর ১০ মাস পর আবারও ‘ঘরে ফিরলেন’ রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকাকেন্দ্রিক প্রভাবশালী বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন।

২ দিন আগে

রাবির দুই শিক্ষার্থীকে প্রকাশ্যে অপহরণ, ক্যাম্পাসে তোলপাড়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজলা গেট সংলগ্ন একটি খাবার হোটেল থেকে প্রকাশ্যে অস্ত্রের মুখে দুই শিক্ষার্থীকে অপহরণ করে মুখোশধারী একদল হামলাকারী। বুধবার রাত সাড়ে ১০টার দিকে সংঘটিত এ ঘটনা ক্যাম্পাসজুড়ে চাঞ্চল্য ও সমালোচনার জন্ম দিয়েছে। এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।

২ দিন আগে

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

২ দিন আগে