৫ দিন ‘কলম বিরতি’র পর ফের কর্মচঞ্চল বেনাপোল কাস্টমস হাউজ

বেনাপোল (যশোর) প্রতিনিধি
আপডেট : ২০ মে ২০২৫, ২৩: ৩৭
কাস্টমস কর্মকর্তারা কলম বিরতি প্রত্যাহার করে নেওয়ায় ৫ দিন পর পূর্ণ কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে। ছবি: রাজনীতি ডটকম

টানা পাঁচ দিন ‘কলম বিরতি’র পর কাজে ফিরেছেন বেনাপোল কাস্টমস হাউজের কাস্টমস কর্মকর্তারা। এর ফলে কর্মচাঞ্চল্যও ফিরেছে বেনাপোল বন্দরে।

অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (১৯ মে) রতে ‘কলম বিরতি’ কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা।

এ দিন সকাল থেকে কাস্টম ও বন্দরে ভিড় দেখা গেছে। পাঁচ দিনের কলম বিরতির ফলে জমে থাকা কাজগুলো সবাই গুছিয়ে নিতে শুরু করেন সকালে।

এর আগে গত ১৪ মে থেকে কলম বিরতি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা, চালিয়ে যান ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।

এদিকে সাতটি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যেসব পণ্যবাহী ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যেতে শুরু করেছে। রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে।

রপ্তানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আগেই রপ্তানির জন্য প্রস্তুত পণ্যগুলো স্থলবন্দর দিয়ে পার করার জন্য আশ্বস্ত করা হয়নির। ফলে এসব ট্রাক দিনের পর দিন তারা বসিয়ে রাখতে পারবেন না।

বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চার থেকে পাঁচ শ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুই শ থেকে আড়াই শ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম এখন সিলেটের ডিসি

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলমকে সিলেট জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

১ দিন আগে

৩ দাবিতে অবস্থান কর্মসূচি ৪৩তম নন-ক্যাডারদের

প্রার্থীরা জানান, শিক্ষা, স্বাস্থ্য, যুব উন্নয়ন, স্থানীয় সরকার ও প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে বিপুলসংখ্যক শূন্য পদ রয়েছে। অথচ সরকারি উদাসীনতার কারণে ৪৩তম বিসিএস নন-ক্যাডার সুপারিশপ্রাপ্তরা নিয়োগ থেকে বঞ্চিত হচ্ছেন। এর ফলে দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে। একদিকে শূন্যপদ বাড়ছে, অন্যদি

১ দিন আগে

১১ এনজিও'র ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার কৃষকের আত্মহত্যা

এনজিও ও স্থানীয় সুদকারবারিদের ঋণের চাপ সহ্য করতে না পেরে রাজশাহীতে এবার আকবর হোসেন (৫০) নামে এক কৃষক আত্মহত্যা করেছেন।

১ দিন আগে

৩ দিন ভাসছিলেন সাগরে, ৮ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘গত ১৪ আগস্ট ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে ৮ জন জেলেসহ সমুদ্রে গমন করে। অতঃপর যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে।’

১ দিন আগে