
বেনাপোল (যশোর) প্রতিনিধি

টানা পাঁচ দিন ‘কলম বিরতি’র পর কাজে ফিরেছেন বেনাপোল কাস্টমস হাউজের কাস্টমস কর্মকর্তারা। এর ফলে কর্মচাঞ্চল্যও ফিরেছে বেনাপোল বন্দরে।
অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (১৯ মে) রতে ‘কলম বিরতি’ কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা।
এ দিন সকাল থেকে কাস্টম ও বন্দরে ভিড় দেখা গেছে। পাঁচ দিনের কলম বিরতির ফলে জমে থাকা কাজগুলো সবাই গুছিয়ে নিতে শুরু করেন সকালে।
এর আগে গত ১৪ মে থেকে কলম বিরতি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা, চালিয়ে যান ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।
এদিকে সাতটি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যেসব পণ্যবাহী ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যেতে শুরু করেছে। রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে।
রপ্তানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আগেই রপ্তানির জন্য প্রস্তুত পণ্যগুলো স্থলবন্দর দিয়ে পার করার জন্য আশ্বস্ত করা হয়নির। ফলে এসব ট্রাক দিনের পর দিন তারা বসিয়ে রাখতে পারবেন না।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চার থেকে পাঁচ শ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুই শ থেকে আড়াই শ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

টানা পাঁচ দিন ‘কলম বিরতি’র পর কাজে ফিরেছেন বেনাপোল কাস্টমস হাউজের কাস্টমস কর্মকর্তারা। এর ফলে কর্মচাঞ্চল্যও ফিরেছে বেনাপোল বন্দরে।
অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসে সোমবার (১৯ মে) রতে ‘কলম বিরতি’ কর্মসূচি স্থগিত করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরে মঙ্গলবার (২০ মে) সকাল থেকে কাস্টমস, বন্দর ও চেকপোস্টে কাজে যোগ দেন কাস্টমস কর্মকর্তারা।
এ দিন সকাল থেকে কাস্টম ও বন্দরে ভিড় দেখা গেছে। পাঁচ দিনের কলম বিরতির ফলে জমে থাকা কাজগুলো সবাই গুছিয়ে নিতে শুরু করেন সকালে।
এর আগে গত ১৪ মে থেকে কলম বিরতি শুরু করেন কাস্টমস কর্মকর্তারা, চালিয়ে যান ১৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন। এতে আমদানি-রপ্তানিসহ মালামাল শুল্কায়ন ও খালাস প্রক্রিয়া ব্যাহত হয়।
এদিকে সাতটি পণ্য রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার পর যেসব পণ্যবাহী ট্রাক তৈরি পোশাক নিয়ে বেনাপোল বন্দরে এসেছিল, সেসব ট্রাক মালামাল নিয়ে ঢাকায় ফিরে যেতে শুরু করেছে। রপ্তানিকারকের পক্ষে সংশ্লিস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট বেনাপোল বন্দরের কাছে আবেদনের মাধ্যমে ট্রাকগুলো ফেরত নিয়ে যাচ্ছে।
রপ্তানিকারক ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা বলছেন, ভারতীয় কাস্টমসের পক্ষ থেকে নিষেধাজ্ঞার আগেই রপ্তানির জন্য প্রস্তুত পণ্যগুলো স্থলবন্দর দিয়ে পার করার জন্য আশ্বস্ত করা হয়নির। ফলে এসব ট্রাক দিনের পর দিন তারা বসিয়ে রাখতে পারবেন না।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, প্রতিদিন পেট্রাপোল বন্দর থেকে আমদানি পণ্য নিয়ে সাড়ে চার থেকে পাঁচ শ ট্রাক আসে বেনাপোল বন্দরে। আর বেনাপোল দিয়ে দুই শ থেকে আড়াই শ ট্রাক রপ্তানি পণ্য নিয়ে যায় ভারতে। দেশের ৭৫ শতাংশ শিল্প প্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন খাদ্যদ্রব্য আসে এই বন্দর দিয়ে।

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।
১ দিন আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।
১ দিন আগে
হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।
১ দিন আগে
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, দেশের সব চাকরির নিয়োগে সরকার ৭ শতাংশ কোটা নির্ধারণ করে দিলেও রাঙামাটি জেলা পরিষদ সেই বিধান না মেনে নিয়োগ পরীক্ষার শুরু করেছে। ফলে মেধাবীরা বঞ্চিত হবে।
২ দিন আগে