কলম বিরতি ৪র্থ দিনে, বেনাপোলে আমদানি-রপ্তানি স্বাভাবিক

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল কাস্টমস হাউজে রোববার চতুর্থ দিনের মতো কলম বিরতি পালিত হয়। ছবি: রাজনীতি ডটকম

দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউজে টানা চতুর্থ দিনের মতো ‘কলম বিরতি’ পালিত হয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে। এতে কাস্টমসের কাজে অচলাবস্থা দেখা দিলেও আমদানি-রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়েনি।

বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বন্দরের পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়াও স্বাভাবিক সময়ের মতোই চলেছে। তবে শুল্কায়ন ও পণ্য খালাসে আগের চেয়ে বেশি লাগার অভিযোগ করেছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা।

রোববার (১৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কলম বিরতি পালিত হয় বেনাপোল কাস্টমস হাউজে। একজন রাজস্ব কর্মকর্তা নিশ্চিত করেছেন, ওই সময় হাউজে কোনো কাজ হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে ওই রাজস্ব কর্মকর্তা রাজনীতি ডটকমকে বলেন, অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আমরা আছি এবং আমাদের পূর্ণাঙ্গ সমর্থন আছে।

সরেজমিনে দেখা গেছে, কাস্টমস হাউজ খোলা থাকলেও অধিকাংশ টেবিলই দিনভর ছিল খালি। কর্মকর্তারা বাইরে ঘোরাঘুরি করছিলেন। কিছু কর্মকর্তা আসনে থাকলেও কোনো কাজ করেননি।

এ অবস্থাতেও বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। কলম বিরতির কারণে কেবল নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে। পরে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা সময়ে কাস্টমস হাউজে স্বাভাবিক কাজকর্ম চলে।

বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার এইচ এম শরিফুল হাসান বলেন, টেকসই রাজস্ব সংস্কারের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কলম বিরতিতে বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তারা সংহতি প্রকাশ করে বুধবার থেকে কলম বিরতি পালন করে আসছেন। কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আাজও (রোববার) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত বেনাপোল কাস্টম হাউজে কলম বিরতি পালন করা হয়েছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, কাস্টমসের কলম বিরতির কারণে শুল্কায়ন ও পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি-রপ্তানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময়মতো ব্যবসায়ীরা পাচ্ছেন না। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।

বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, কাস্টমস হাউজের কলম বিরতি সত্ত্বেও বেনাপোল বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। শনিবার ভারত থেকে বেনাপোল বন্দরে ৩১৩ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ সময় ভারতে রপ্তানি হয়েছে ২২৮ ট্রাক পণ্য।

এর আগের দিন শুক্রবার ছিল সাপ্তাহিক ছুটি। তার আগের দিন বৃহস্পতিবার ভারত থেকে এসেছে ২১৩ ট্রাক পণ্য, ভারতে রপ্তানি হয়েছে ১৬৬ ট্রাক পণ্য। এ ছাড়া বুধবারও ভারত থেকে বেনাপোল বন্দরে ৩০৬ ট্রাক পণ্য আমদানি হয়েছে। এ দিন ভারতে রপ্তানি হয়েছে ১৭৪ ট্রাক পণ্য।

এদিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর খসড়া কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দুটিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে। এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অনভিজ্ঞ কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে, অন্যদিকে এনবিআরে কর্মরত দুটি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার এমন সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পেতে হলে তত্ত্বাবধায়ক সরকার লাগবে : মাহমুদুর রহমান

বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ছাড়া গণতন্ত্র টিকবে না—২০০৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত আমরা তার প্রমাণ দেখেছি। তত্ত্বাবধায়ক সরকার না থাকলে ক্ষমতাসীনরা দানবে পরিণত

১ দিন আগে

বিচারকের ছেলে হত্যায় আসামি লিমন মিয়া ফের ৫ দিনের রিমান্ডে

রাজশাহীতে মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) হত্যা মামলার প্রধান আসামি লিমন মিয়ার আরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মহানগর আদালত-৫ এর বিচারক আশিকুর রহমান এই রিমান্ড মঞ্জুর করেন।

১ দিন আগে

রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ওপর হামলা ও দুজনকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের কাজলা গেটে তারা মহাসড়কে আগুন জ্বালিয়ে এবং আন্দোলন চালান।

১ দিন আগে

কোটা-বৈষম্যের প্রতিবাদে রাঙ্গামাটিতে হরতাল চলছে

হরতালের সমর্থনে আন্দোলনকারীরা রাঙ্গামাটি শহরের বনরূপা, তবলছড়ি, দোয়েল চত্বরসহ ৮ থেকে ১০টি গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছেন।

১ দিন আগে