সিলেটে কেএফসি, ডোমিনোস পিজ্জা ও বাটার আউটলেটে ভাঙচুর

সিলেট প্রতিনিধি

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিলেটে কেএফসি, বাটা ও ডোমিনোস পিজ্জার আউটলেটে হামলা ও ভাঙচুর করেছে তৌহিদি জনতা।

সোমবার (৭ এপ্রিল) বিকেলে সিলেটের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি রেস্টুরেন্ট ও চৌহাট্টাস্থ ডোমিনোস পিজ্জার আউটলেটে ভাঙচুর চালানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির সমর্থনে দুপুর থেকেই সিলেটের বিভিন্ন স্থানে বিক্ষোভ করে তৌহিদি জনতা। একপর্যায়ে বিকেল ৩টার দিকে সিলেটের মিরবক্সটুলায় অবস্থিত কেএফসি ও চৌহাট্টার ডোমিনোস পিজ্জা ও বাটার আউটলেটে ব্যাপক হামলা ও ভাঙচুর করা হয়। ভাঙচুরকালে কেএফসির দেওয়ালে ফিলিস্তিনের পতাকা সাঁটিয়ে দেওয়া হয়। হামলাকালে কেএফসির পার্শ্ববর্তী অন্য আরেকটি রেস্টুরেন্টে হামলা করা হয়। এ সময় বেশ কিছু কোমল পানীয় ধ্বংস করে দেন তারা। পরে তারা সামনের সড়ক অবরোধ করে স্লোগান দেন।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। ব্যবসা প্রতিষ্ঠানসহ মানুষের সার্বিক নিরাপত্তার বিষয়ে কাজ করছে পুলিশ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল রাবি অধ্যাপক শিব শংকরের

১ দিন আগে

ঘরে ঢুকে মা-মেয়েকে গলা কেটে হত্যা, ৩০ ভরি অলংকার লুট

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাড়ির পুরুষ সদস্যরা বাজারে ছিলেন। সেই সুযোগে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে মা ও মেয়েকে গলা কেটে হত্যা করে। এরপর তারা প্রায় ৩০ ভরি সোনার অলংকারসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়।

১ দিন আগে

শ্রীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, শীর্ষ সন্ত্রাসী লিটন গ্রেপ্তার

জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবি, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

১ দিন আগে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, ৪ পুলিশসহ আহত ১০

পটুয়াখালীর সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের পালপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই হামলায় চারজন পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

২ দিন আগে