এনসিপি থেকে পদত্যাগ, দুদিন পর মারধরের শিকার

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
এনসিপি থেকে পদত্যাগকারী চারজন। সবার ডানে হামলার শিকার মোহাম্মদউল্লাহ। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমন্বয় কমিটি থেকে পদত্যাগের দুদিন পর একজন পদত্যাগকারী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মারধরের শিকার মোহাম্মদ উল্লাহ নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষার্থী।

বুধবার (২৭ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে নান্দাইলের খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের সামনে এ ঘটনা ঘটেছে।

মোহাম্মদ উল্লাহ বলেন, সকালে ব্যবহারিক পরীক্ষা শেষে খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজ থেকে বের হওয়ার সময় কয়েকজন তরুণ আমার ওপর হামলা করে। আমাকে কিল-ঘুষি মেরে আহত করে।

হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছেন বলে জানান মোহাম্মদ উল্লাহ। এনসিপি থেকে পদত্যাগের সঙ্গে এই হামলার যোগসূত্র রয়েছে বলেও দাবি করেন।

হামলার ঘটনাটি ফোনে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তারকে জানান মোহাম্মদ উল্লাহ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করবেন বলেও জানান তিনি।

ইউএনও সারমিনা সাত্তার বলেন, হামলার অভিযোগ পাওয়ার পর নান্দাইল সরকারি শহিদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও খুররম খান চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে খোঁজ নিতে বলেছি।

এর আগে নীতি-আদর্শ নিয়ে অসন্তোষের কথা জানিয়ে গত সোমবার (২৫ আগস্ট) মোহাম্মদ উল্লাহসহ চারজন এনসিপি থেকে পদত্যাগ করেন। বাকি তিনজন হলেন— আশেক আলী মণ্ডল, কাওসার আহমেদ জিসান ও শেখ সাদি।

এনসিপির নান্দাইল শাখার প্রধান সমন্বয়ক মো. ফাইজুল ইসলাম জানিয়েছেন, তিনি কোনো পদত্যাগপত্র পাননি। বরং তিনি গণমাধ্যমে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন, যেখানে পদত্যাগকারী আশেক আলী মণ্ডলের বিরুদ্ধে নৈতিক স্খলন, সরকারি বরাদ্দ বিক্রি করে দেওয়া, অনৈতিক তদবির, মামলা বাণিজ্য, মানুষকে ভয়ভীতি দেখানো, সংগঠনের প্রভাব খাটিয়ে অনৈতিক সুবিধা আদায়ের মতো সুনির্দিষ্ট অভিযোগ করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে ফাইজুল বলেন, এসব অভিযোগের বিষয়ে সাংগঠনিক তদন্ত শুরু হলে এবং একাধিক ক্ষেত্রে প্রমাণ পাওয়ার পর আশেক আলী মণ্ডল পরিকল্পিতভাবে পদত্যাগের নাটক সাজান। বাকি তিনজনকেও তিনি পদত্যাগে প্ররোচিত করেন।

পদত্যাগকারী মোহাম্মদ উল্লাহর ওপর হামলার বিষয়ে জানতে চাইলে ফাইজুল ইসলাম বলেন, হামলার বিষয়ে তিনি কিছু জানেন না। এনসিপি জেলা কমিটির সদস্য সুফি আবদুল্লাহও জানান, হামলার বিষয়টি তাদের কেউ জানায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পিছিয়ে গেলো রাকসুর ভোট গ্রহণ

রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে এবং হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংশ্লিষ্ট হলের প্রশাসনিক কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে সংগ্রহ করা যাবে।

১২ ঘণ্টা আগে

নেত্রকোনা জেলা বিএনপির কাউন্সিলে ২০% নারী কাউন্সিলর অর্ন্তভুক্তির আবেদন

নারী নেতারা বলেন, মামলার আসামি হয়ে অনেক নারী নেতা জেল খেটেছেন। ত্যাগী, সংগ্রামী এসব নারী নেতাদের কাউন্সিলর না করায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। রাজনৈতিক জীবনের অপমৃত্যু ঘটানো হয়েছে।

১ দিন আগে

সরকারি কালভার্ট ভাঙায় জমির মালিককে জরিমানা

এমদাদুল হক মিলন সাংবাদিকদের বলেন, মাসখানেক আগে জমিটি কিনেছি। বাড়ি বানাব জন্য জমি ভরাট করছি। কালভার্ট ভেঙে ফেলার বিষয়টি এলজিইডির লোকজন জানে বলে দাবি করেন তিনি।

১ দিন আগে

নান্দাইলের ২ মিষ্টির দোকানকে জরিমানা, আরও দুটি সিলগালা

১ দিন আগে