বিএনপি নেতার ঈদুল আজহার পোস্টার লাগানো নিয়ে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৭

নেত্রকোনা প্রতিনিধি
গুলিতে হত্যা। প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে এক বিএনপি নেতার ঈদুল আজহার শুভেচ্ছা পোস্টার লাগানো নিয়ে প্রতিপক্ষের হামলায় শফিকুল ইসলাম সফু (৪০) নামে এক করাতকল শ্রমিক নিহত ও কমপক্ষে সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার বাকলজোড়া ইউনিয়নের পূর্ব বাকলজোড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম সফু ওই এলাকার মৃত তারাব উদ্দীনের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, পূর্ব বাকলজোড়া এলাকার বাসিন্দা ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনজীবী হামিদুর রহমান রাশেদ আগামী ঈদুল আজহা উপলক্ষ্যে দুর্গাপুর ও আশপাশের বেশকিছু এলাকায় ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর জন্য তার কর্মী-সমর্থকদের পাঠান। দুর্গাপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ওই পোস্টার লাগাতে গেলে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক জামাল উদ্দিন মাস্টার বাধা দেন।

এ ঘটনা হামিদুর রহমান রাশেদ জামাল উদ্দিন মাস্টারের বাবা ইমাম হাসান আবুচান ও দুর্গাপুর থানার ওসিকে জানান। এতে জামাল উদ্দিন মাস্টার আরও ক্ষিপ্ত হয়ে রাত ৮টার দিকে ৩০-৩৫টি মোটরসাইকেলে তার সমর্থকদের নিয়ে পূর্ব বাকলজোড়া গ্রামে হামিদুর রহমান রাশেদের বাড়িতে হামলা চালিয়ে ব্যপক ভাঙচুর করেন এবং ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যান।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ওই হামলায় রাশেদের ভাতিজা শফিকুল ইসলাম সফু করাতকলের কাজ শেষে বাড়িতে ফেরার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আলমগীর হোসেন (৩০), সৌরভ (২৪), শাকিল (৩২), কালাচান মিয়া (৪৬), লালচান মিয়া (৪৯), বাবুল মিয়া (৪২), মানিক মিয়াসহ (৩০) আরও কয়েকজন ওই হামলায় গুরুতর আহত হন।

গুরুতর আহত কালাচান মিয়া (৪৬) জানান, হামলার সময় জামাল উদ্দিন মাস্টার কয়েক রাউন্ড গুলি ছোড়েন এবং শফিকুল ইসলাম সফু ওই গুলিতেই মারা যান।

এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর দুর্গাপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।

জানতে চাইলে হামিদুর রহমান রাশেদ বলেন, অতর্কিত হামলা চালিয়ে নিহত, আহত, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে। মানসিকভাবে কষ্টে আছি।

আইনজীবী হামিদুর রহমান রাশেদ বিএনপির সাবেক হুইপ ও পরে এলডিপি নেতা আইনজীবী আবদুল করিম আব্বাছীর ভাতিজা। জামাল উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইমাম হোসেন আবু চানের ছেলে।

অভিযুক্ত জামাল উদ্দিন মাস্টার বলেন, দুর্গাপুরে কারও পোস্টার লাগাতে বাধা দেওয়া হয়নি। আর প্রতিপক্ষের বাড়ি ১৫ কিলোমিটার দূরে, সেখানে হামলার কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক প্রতিহিংসায় এ ধরনের অভিযোগ করা হচ্ছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ঘটনার পরপরই ওই এলাকায় পুলিশ পাঠিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তবে হামলার ঘটনায় মামলা পরপরই জড়িতদের চিহ্নিত করে প্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নিয়ন্ত্রণে আসেনি আশুলিয়ার পোশাক কারখানার আগুন

তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি সাভারের আশুলিয়ার পলমল গ্রুপের পোশাক কারখানার আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত রয়েছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

৯ ঘণ্টা আগে

খুনের মামলা রাজনৈতিক দেখিয়ে প্রত্যাহার চেষ্টার অভিযোগ

লিখিত বক্তব্যে মামলার বাদী রঞ্জু আহমেদ বলেন, ২০০৯ সালের ৬ অক্টোবর রায়পুর গ্রামে মোটরসাইকেলে বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা তার ওপর হামলা চালায়। তাকে বাঁচাতে গেলে তার বাবা শামসুল ইসলাম, ভাই মনিরুল ইসলাম ও মন্টুকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান মন্টু।

১১ ঘণ্টা আগে

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

সাভারের আশুলিয়ায় আয়েশা গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।

১১ ঘণ্টা আগে

নাটোরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নাটোরের বনপাড়ায় বাস--অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

১২ ঘণ্টা আগে