
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে জমিজমার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুটি পরিবারের পাঁচ ভাইকে প্রতারণার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তার তদন্তে মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হলেও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না পাঁচ ভাই।
হয়রানির শিকার ব্যক্তিরা শনিবার (১৪ জুন) দুপুরে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা কালীর বাজারে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা হয়রানির অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। মিথ্যা মামলা ও হয়রানি থেকে পরিত্রাণ পেতে তারা সাংবাদিকদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে পাঁচ ভাইয়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মুসলিম উদ্দিন (৪৫)। তিনি বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের বাসিন্দা। তাদের প্রতিপক্ষ তারই চাচা আবুল কাশেমের ছেলে মো. ইছহাক মিয়া ও তার পরিবার। পৈত্রিক জমির ভাগবাঁটোয়ারা নিয়েই চাচাতো ভাইয়ের পরিবারের সঙ্গে তাদের বিবাদ চলে আসছে।
লিখিত বক্তব্যে বলা হয়, গ্রামের মাতবররা দুপক্ষের বিবাদ মীমাংসা করার জন্য ২০২৩ সালে একটি বড় সালিশ করেছিলেন। এর আগে তারা ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্পে দুপক্ষের আগাম সই নন, যেন দুপক্ষই সালিশের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকে। কিন্তু ওই সালিশে দুপক্ষকে মীমাংসায় রাজি করানো সম্ভব হয়নি। খালি স্ট্যাম্পগুলো এলাকার ইউপি সদস্য মো. মিলন মিয়ার জিম্মায় রয়ে যায়।
মুসলিম উদ্দিন বলেন, কিছুদিন পর তারা জানতে পারেন যে ইছহাক বাদী হয়ে তাদের বিরুদ্ধে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার অভিযোগে সিআর মামলা করেছেন। ওই মামলায় অভিযোগ করা হয়, তারা স্ট্যাম্পে সই দিয়ে ইছহাকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা পরিশোধ করছেন না।
লিখিত বক্তব্যে বলা হয়, মুসলিম উদ্দিন ও তার ভাইয়েরা বুঝতে পারেন, সালিশের আগে তাদের কাছ থেকে যে তিনটি খালি স্ট্যাম্পে সই নেওয়া হয়েছিল, সেই স্ট্যাম্পগুলোতে ইচ্ছামতো বয়ান লিখে মামলাটি সাজানো হয়েছে।
আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে গত বছরের ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করে। ইছহাক মিয়া ওই প্রতিবেদনের বিরুদ্ধেও নারাজি দেন।
মুসলিম উদ্দিন বলেন, প্রতারণার মামলার পর তাদের বিরুদ্ধে ১০৭ ধারায় আরও একটি মামলা করেন ইছহাক মিয়া। ওই মামলাতেও তারা আদালতে হাজিরা দিয়েছেন।
এসব অভিযোগ নিয়ে ইছহাক মিয়ার বক্তব্য জানতে সংবাদ সম্মেলনের পর তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া মোবাইল ফোনে বলেন, খালি স্ট্যাম্পগুলো তার কাছে গচ্ছিত ছিল। কিন্তু ইছহাক তার কাছ থেকে স্ট্যাম্পগুলো নিয়ে গেছেন। হস্তান্তরের সময় দুপক্ষের সই বাদে স্ট্যাম্পের বাকি অংশ সাদা ছিল।

ময়মনসিংহের নান্দাইলে জমিজমার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুটি পরিবারের পাঁচ ভাইকে প্রতারণার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তার তদন্তে মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হলেও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না পাঁচ ভাই।
হয়রানির শিকার ব্যক্তিরা শনিবার (১৪ জুন) দুপুরে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের রায়পাশা কালীর বাজারে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা হয়রানির অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। মিথ্যা মামলা ও হয়রানি থেকে পরিত্রাণ পেতে তারা সাংবাদিকদের মাধ্যমে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সংবাদ সম্মেলনে পাঁচ ভাইয়ের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো. মুসলিম উদ্দিন (৪৫)। তিনি বলেন, তিনি ও তার পরিবারের সদস্যরা জাহাঙ্গীরপুর ইউনিয়নের দেউলডাংরা গ্রামের বাসিন্দা। তাদের প্রতিপক্ষ তারই চাচা আবুল কাশেমের ছেলে মো. ইছহাক মিয়া ও তার পরিবার। পৈত্রিক জমির ভাগবাঁটোয়ারা নিয়েই চাচাতো ভাইয়ের পরিবারের সঙ্গে তাদের বিবাদ চলে আসছে।
লিখিত বক্তব্যে বলা হয়, গ্রামের মাতবররা দুপক্ষের বিবাদ মীমাংসা করার জন্য ২০২৩ সালে একটি বড় সালিশ করেছিলেন। এর আগে তারা ১০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল খালি স্ট্যাম্পে দুপক্ষের আগাম সই নন, যেন দুপক্ষই সালিশের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকে। কিন্তু ওই সালিশে দুপক্ষকে মীমাংসায় রাজি করানো সম্ভব হয়নি। খালি স্ট্যাম্পগুলো এলাকার ইউপি সদস্য মো. মিলন মিয়ার জিম্মায় রয়ে যায়।
মুসলিম উদ্দিন বলেন, কিছুদিন পর তারা জানতে পারেন যে ইছহাক বাদী হয়ে তাদের বিরুদ্ধে ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রতারণার অভিযোগে সিআর মামলা করেছেন। ওই মামলায় অভিযোগ করা হয়, তারা স্ট্যাম্পে সই দিয়ে ইছহাকের কাছ থেকে পাঁচ লাখ টাকা নিয়েছেন। ওই টাকা পরিশোধ করছেন না।
লিখিত বক্তব্যে বলা হয়, মুসলিম উদ্দিন ও তার ভাইয়েরা বুঝতে পারেন, সালিশের আগে তাদের কাছ থেকে যে তিনটি খালি স্ট্যাম্পে সই নেওয়া হয়েছিল, সেই স্ট্যাম্পগুলোতে ইচ্ছামতো বয়ান লিখে মামলাটি সাজানো হয়েছে।
আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পিবিআই তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে গত বছরের ২৩ মার্চ আদালতে প্রতিবেদন দাখিল করে। ইছহাক মিয়া ওই প্রতিবেদনের বিরুদ্ধেও নারাজি দেন।
মুসলিম উদ্দিন বলেন, প্রতারণার মামলার পর তাদের বিরুদ্ধে ১০৭ ধারায় আরও একটি মামলা করেন ইছহাক মিয়া। ওই মামলাতেও তারা আদালতে হাজিরা দিয়েছেন।
এসব অভিযোগ নিয়ে ইছহাক মিয়ার বক্তব্য জানতে সংবাদ সম্মেলনের পর তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোন নম্বরটিও বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. মিলন মিয়া মোবাইল ফোনে বলেন, খালি স্ট্যাম্পগুলো তার কাছে গচ্ছিত ছিল। কিন্তু ইছহাক তার কাছ থেকে স্ট্যাম্পগুলো নিয়ে গেছেন। হস্তান্তরের সময় দুপক্ষের সই বাদে স্ট্যাম্পের বাকি অংশ সাদা ছিল।

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।
১ দিন আগে
কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।
২ দিন আগে
শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।
২ দিন আগে
স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।
৩ দিন আগে