নেত্রকোনা জেলা বিএনপির কাউন্সিলে ২০% নারী কাউন্সিলর অর্ন্তভুক্তির আবেদন

নেত্রকোনা প্রতিনিধি
দলের দ্বিবার্ষিক কাউন্সিলে ২০ শতাংশ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করতে নেত্রকোনা জেলা বিএনপির নারী নেতারা মঙ্গলবার লিখিত আবেদন জমা দেন। ছবি; রাজনীতি ডটকম

নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী উপজেলা কমিটিতে ২০ শতাংশ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করার জন্য লিখিত আবেদন নারী নেতারা। আগামী ৩০ আগস্ট এই দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরের দিকে নেত্রকোনা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারের কাছে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

লিখিত আবেদনে নারী নেতারা বলেন, নেত্রকোনা জেলার দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে গঠিত বিভিন্ন উপজেলা ও পৌর কমিটিতে কমপক্ষে ২০ শতাংশ নারীদের কাউন্সিলর করা একান্ত আবশ্যক। জেলার প্রতিটি উপজেলায় বিএনপির অনেক ত্যাগী নারী নেতৃত্ব রয়েছেন, যারা পাহাড় সমান বাধাবিপত্তি পেরিয়ে আন্দোলন-সংগ্রামে রাজপথে গ্রেপ্তার হয়েছেন, পুলিশের নির্যাতনের শিকার হয়েছেন।

নারী নেতারা বলেন, মামলার আসামি হয়ে অনেক নারী নেতা জেল খেটেছেন। ত্যাগী, সংগ্রামী এসব নারী নেতাদের কাউন্সিলর না করায় তাদের প্রতি অবিচার করা হয়েছে। রাজনৈতিক জীবনের অপমৃত্যু ঘটানো হয়েছে।

লিখিত আবেদনে নারী নেতারা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ২৪ নম্বর দফায় নারী ক্ষমতায়নের বিষয়টি উল্লেখ করেছেন। বিএনপি'র সংবিধানে ২০ শতাংশ নারীকে প্রতিটি ক্ষেত্রে অন্তর্ভুক্ত করার বিধান উল্লেখ করা রয়েছে। নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় ২ শতাংশ নারীকেও কাউন্সিলর করা হয়নি। দ্বিবার্ষিক সম্মেলনের আগেই প্রতিটি উপজেলা কমিটিতে ২০ শতাংশ নারী কাউন্সিলর অন্তর্ভুক্ত করা একান্ত আবশ্যক। তা না করলে সংগঠন ক্ষতিগ্রস্ত হবে।

লিখিত আবেদনে সই করেছেন নেত্রকোনা সদর উপজেলার বিএনপির নেতা সাবিনা দেওয়ান, জেলা শহরের কাটলী এলাকার পারভীন আক্তার, বারহাট্টা উপজেলার হাজেরা আক্তার, মোহনগঞ্জ উপজেলার ইউপি সদস্য রুবী আক্তার, কলমাকান্দা উপজেলার ইউপি সদস্য রেখা আক্তার, খালিয়াজুরী উপজেলার ইউপি সদস্য শাহীনুর বেগম, আটপাড়া উপজেলার জলি আক্তার, জেলা শহরের মোক্তারপাড়া এলাকার শতাব্দী বাধন, ও মাহমুদা খানম, কেন্দুয়া উপজেলার রহিমা নাসরিন, বারহাট্টা উপজেলার রাহেলা আক্তারসহ অন্যরা।

শতাব্দী বাঁধন বলেন, বিএনপির দুঃসময়ে অসংখ্য নারী নেতা হামলা-মামলাসহ বিভিন্ন হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব বিবেচনায় ত্যাগী সংগ্রামী ও বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী ২০ শতাংশ নারী কাউন্সিলর অর্ন্তভুক্ত করার জন্যে লিখিত আবেদন জমা দেওয়া হয়েছে।

জানতে চাইলে জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনের সহকারী নির্বাচন কমিশনার আব্দুল কাইয়ূম খান উথান মঙ্গলবার রাতে বলেন, জেলা ও উপজেলা বিএনপির নারী নেতারা আগামী ৩০ আগস্ট জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল তালিকায় বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী নাম অন্তর্ভুক্ত করার জন্যে লিখিত আবেদন জমা দিয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সোমপুর বিহারের ইতিহাস

সোমপুর বিহারের মূল স্থাপনাটি আয়তাকার, যার মাঝখানে আছে একটি বিশাল স্তূপ। চারপাশে ঘিরে রয়েছে ১৭৭টি কক্ষ, যেগুলোতে ভিক্ষুরা থাকতেন। অনেকেই এটিকে প্রাচীন বিশ্ববিদ্যালয় হিসেবে উল্লেখ করেছেন। এখানে শুধু ধর্মগ্রন্থ পাঠ নয়, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, দর্শন, গণিত ও শিল্পকলার শিক্ষা হতো। অর্থাৎ এটি ছিল এক ধরনের

৯ ঘণ্টা আগে

হত্যা মামলার আসামিকে খুনের ঘটনায় যুবক গ্রেপ্তার

রাজশাহীতে এক হত্যা মামলার আসামিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় মো. ফয়সাল (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার পুঠিয়া উপজেলার আগলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহী সিপিএসসির একটি দল ।

১১ ঘণ্টা আগে

সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনা সদস্য আহত

১৫ ঘণ্টা আগে

সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি জড়িত ৮ জন— অভিযোগপত্র দিলো পুলিশ

রবিউল হাসান বলেন, ঘটনা তদন্তের পর আট আসামির বিরুদ্ধে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাদের নাম অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করে আদালতে জমা দেওয়া হয়েছে। সাংবাদিক তুহিনের ব্যবহৃত মোবাইল দুটি বন্ধ থাকায় এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

১৬ ঘণ্টা আগে