গৃহবধূর কান কেটে দিলো প্রভাবশালী প্রতিবেশী

জামালপুর প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জের ধরে লতা বেগম (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে কান কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালী হুমায়ুন ও তার পরিবারের বিরুদ্ধে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহত ঐ নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত দুইদিন আগে লতা বেগমের ছেলের বাইসাইকেলটি ভেঙে দেয় প্রতিবেশী হুমায়ুনের ছেলে। ভাঙা বাইসাইকেলটি দেখাতে হুমায়ুনের বাড়ীতে যায় লতা বেগম। এ নিয়ে একপর্যায়ে তাঁদের মাঝে কথা-কাটাকাটির বাঁধে। কথা কাটাকাটির এক পর্যায়ে হুমায়ুন ও তার পরিবারের লোকজন লতা বেগমের ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে সে ভয়ে বাড়ী চলে যায়। পরবর্তীতে বুধবার দুপুরে হুমায়ুনের বাড়ীর সামনে দিয়ে মাঠ থেকে ছাগল আনতে যায় লতা বেগম। এ সময় মিমাংসার কথা বলে তাকে ডেকে নিয়ে হুমায়ুন ও তার পরিবারের লোকজন পিটিয়ে আহত করে বাম কান কেটে দেয়। এসময় লতার ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে তারা চলে যায়। পরে স্থানীয় ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে আহত লতা বেগমের স্বামী শফিকুল ইসলাম বলেন, আমার ছেলের সাইকেল ভেঙে দেয় হুমায়ুনের ছেলে। বিষয়টি তাদের জানাতে গেলে উল্টো তারা হামলা করার চেষ্টা করলে আমার স্ত্রী ঐদিন চলে আসে। ঐ ঘটনার জেরে আজ একা পেয়ে আমার স্ত্রীকে মারধর করে কান কেটে দিয়েছে। এ ঘটনায় বিচার দাবি করেন তিনি।

অভিযুক্ত হুমায়ুনের স্ত্রী হাফিজা বেগমের কাছে জানতে চাইলে তিনি জানান, ঘটনা মিমাংসার জন্য তাকে ডেকে বাড়ীতে নিয়ে আসি। এসময় আমার বোনের সাথে ঝগড়া বাঁধে। হাত লেগে কান ফেটে রক্ত বের হয়। তবে ইচ্ছে করে এ ঘটনা ঘটেনি বলে তিনি জানান।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, এক নারীকে মারধরের ঘটনায় সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

'গণভোট ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অপরিহার্য'

গণভোট শুধু আগামী পাঁচ বছরের জন্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

৫ ঘণ্টা আগে

অস্ত্রোপচারের পরও গুলি রয়ে গেছে শিশু হুজাইফার মস্তিষ্কে

হাসপাতালের অ্যানেসথেসিয়া ও আইসিইউ বিভাগের প্রধান অধ্যাপক হারুন অর রশিদ আজ সোমবার (১২ জানুয়ারি) সকালে বলেন, ‘ভোর চারটা পর্যন্ত অস্ত্রোপচার করা হয়েছে। তবে গুলিটি বের করা হয়নি। সেটি মস্তিষ্কে; বের করা হলে ঝুঁকি আছে। তবে মস্তিষ্কের চাপ কমানো হয়েছে।’

৬ ঘণ্টা আগে

ফসলি জমিতে খাল খনন, প্রতিবাদে কৃষকদের বিক্ষোভ

বিলপাড় গ্রামের ১০ থেকে ১৫ জন কৃষকের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারি কোনো প্রকল্প নেওয়া না হলেও ফসলি জমিতে ব্যক্তি উদ্যোগে খাল খনন করা হচ্ছে। এতে ফসলি জমি নষ্ট হওয়ার পাশপাশি উৎপাদিত ফসল ঘরে তুলতেও কৃষকদের সমস্যা হবে। খাল খনন হলে দ্বিখণ্ডিত হবে কৃষকদের জমিজমা। যাতায়াতে সমস্যা হবে। খালের কারণে চাষের লা

১৮ ঘণ্টা আগে

খুলনায় যুবককে গুলি করে হত্যা

নিহত পিকুলের বিরুদ্ধে রূপসা থানায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একাধিক অভিযোগ রয়েছে।

১ দিন আগে