চাঁদা না দিলে তোর দোকান ভেঙে ফেলব— ব্যবসায়ীকে ছাত্রদল নেতার হুমকি

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০২ মে ২০২৫, ২২: ০৫
অভিযুক্ত ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ শাকিব। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর দোকান ভেঙে ফেলার হুমকি দিয়েছেন ছাত্রদল নেতা। এ ঘটনায় ভুক্তভোগী সোহেল রানা গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযুক্ত ছাত্রদল নেতা জুবায়ের আহমেদ শাকিবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল রানা। অপরদিকে ছাত্রদল নেতা একই উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ও উপজেলার কাশিপুর গ্রামের মো. দিলোয়ার হোসেনের ছেলে।

শুক্রবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কাশিপুর বাজারে একটি মনোহারী দোকান ও একটি রাইসমিল রয়েছে সোহেল রানার। গত ৫ আগস্টের পর থেকে ছাত্রদল নেতা শাকিব তার লোকজন নিয়ে গিয়ে সোহেল রানার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। সর্বশেষ গত ৩০ এপ্রিল সন্ধ্যায় শাকিব তার সহযোগীদের নিয়ে সোহেল রানার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল। তবে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সোহেল রানার গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দিয়ে তারা বলেন, ‘আগামী দুই দিনের মধ্যে টাকা না দিলে তোর দোকানটি ভেঙে ফেলব।’ এ ছাড়া সময় সুযোগ মতো পাইলে খুন করে লাশ গুম করে ফেলব।’ পরে তারা এসব হুমকি দিয়ে চলে যান। এ ঘটনায় পরদিন থানায় লিখিত অভিযোগ দেন সোহেল রানা। অভিযোগপত্রে এতে শাকিবসহ ছয়জনের নাম উল্লেখ করেন তিনি।

অন্যরা হলেন, কাশিপুর গ্রামের মো. আরিফ (৩০), মো. বাবলু মিয়া (৩৫), মো. দিলোয়ার হোসেন (৫৮), মো. নান্টু মিয়া (২৪) ও বায়জিদ (১৮)।

ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল রানা বলেন, শাকিব গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকিসহ আমার কাছে চাঁদা দাবি করে আসছে। রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় নানান রকমের অসামাজিক কর্মকাণ্ড করে চলছে। তার অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ট। গত বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় শাকিব তার সহযোগীদের নিয়ে আমার দোকানে এসে গলায় ছুরি ঠেকিয়ে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। না দেওয়ায় হুমকি দিয়ে বলে যায় আগামী দুই দিনের মধ্যে টাকা না দিলে মেরে ফেলবে। এ সময় দোকানে এলাকার অনেক লোক বসা ছিল। তাদের সামনেই এমন কাজ করেছে। এখন ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি। শেষে বাধ্য হয়ে থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন বলেন, ঘটনাস্থল আমার বাড়ি থেকে কিছুটা দূরে। তবে এলাকার লোকজনের মাধ্যমে ঘটনাটি শুনেছি। ভুক্তভোগীরাও ঘটনাটি জানিয়েছেন। ঘটনার সত্য মিথ্যা জানি না। যেহেতু থানায় অভিযোগ দিয়েছে, পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে আশা করছি। সত্য হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর মিথ্যা হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এতে এলাকায় এমন ঘটনা আর ঘটবে না।

এদিকে অভিযোগ অস্বীকার করে জুবায়ের আহমেদ শাকিব বলেন, আমি এসবের কিছুই জানি না। আমি ওইদিন ঢাকা ছিলাম। আমার বিরুদ্ধে করা সকল অভিযোগ মিথ্যা।

মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুজ্জামান বলেন, অভিযোগ তদন্ত করার জন্য থানার একজন উপ-পরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ad
ad

ঘরের রাজনীতি থেকে আরও পড়ুন

মিথ্যা মামলায় হয়রানি করার অভিযোগ ২ পরিবারের

ময়মনসিংহের নান্দাইলে জমিজমার ভাগবাঁটোয়ারা নিয়ে বিরোধের জের ধরে দুটি পরিবারের পাঁচ ভাইকে প্রতারণার মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। তদন্ত কর্মকর্তার তদন্তে মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হলেও হয়রানি থেকে রেহাই পাচ্ছেন না পাঁচ ভাই।

১ দিন আগে

১০ দিনের ছুটি শেষে রপ্তানি শুরু, ভারতে অনলাইন গোলযোগে আমদানিতে হোঁচট

কেবল আমদানি-রপ্তানি নয়, ঈদের ছুটি শেষে কাস্টমস ও বন্দরের কার্যক্রমও শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দরে। বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, রোববার (১৫ জুন) সকাল থেকেই কর্মচাঞ্চল্য ফিরে আসে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এ বন্দরে।

১ দিন আগে

সন্ধ্যায় নিখোঁজ, পরদিন কিশোরীকে পাওয়া গেল মোবাইল টাওয়ারের চূড়ায়

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে মানসিক সমস্যা ভুগতে থাকা মেয়েটি শনিবার (১৪ জুন) সন্ধ্যার পরে বাড়ি থেকে নিখোঁজ হয়। সারা রাত পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান পানি। রোববার দুপুরের দিকে তাদের বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে বেতাগী বাজার এলাকার একটি টেলিকম টাওয়ারে একজনকে বসে থাকতে দ

১ দিন আগে

তাপদাহে হাঁসফাঁস রাজশাহী, স্বস্তি দিল বৃষ্টি

দীর্ঘ তাপদাহ ও প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছিল রাজশাহীর জনজীবন। টানা নয় দিন মৃদু তাপপ্রবাহের পর আজ রোববার দুপুরে রাজশাহীতে নামে স্বস্তির বৃষ্টি। দুপুর ১টার দিকে শুরু হয়ে প্রায় আড়াইটা পর্যন্ত চলে এই বৃষ্টি। হালকা গুঁড়িগুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিতে ভিজে যায় রাজশাহীর রাজপথ, ঘরবাড়ি ও ক্লান্ত প্রকৃতি।

১ দিন আগে