নেত্রকোণায় ক্লুলেস কালা মিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২: ১৫

নেত্রকোণার মদন উপজেলার ছত্রকোণা গ্রামের ভিকটিম মৃত জসিম উদ্দিন ওরফে কালা মিয়া হত্যার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকাল ৯টার সময় সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া অফিসার অধিনায়কের পক্ষে কোম্পানি কমান্ডার, র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ স্কোয়াড্রন লিডার আশরাফুল কবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য পাওয়া যায়।

গ্রেপ্তার আসামি নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার চাড়িয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ওজিবুর রহমান (৩২)। ভিকটিম মৃত জসিম উদ্দিন ওরফে কালা মিয়া মদন উপজেলার ছত্রকোণা গ্রামের মৃত জাফর খানের ছেলে।

জানা গেছে, সিপিসি-২, র‍্যাব-১৪ কিশোরগঞ্জ ও র‍্যাব-১ উত্তরা ঢাকা কর্তৃক যৌথ অভিযানে নেত্রকোণার মদন থানার অটোচালক জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫) ক্লুলেস হত্যা মামলার সন্ধিগ্ধ ওই আসামিকে গ্রেফতার করেছে।

এ ঘটনায় ভিকটিম মৃত জসিম উদ্দিন ওরফে কালা মিয়ার বড় ভাই ইউনুছ খান বাদী মদন থানায় মামলা দায়ের করেন। পুলিশ সূত্রে জানা যায়, জসিম উদ্দিন ওরফে কালা মিয়া (৪৫) প্রতিদিন রাতের বেলায় কেন্দুয়া থানা শহরসহ আশপাশের এলাকায় ভাড়ায় অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ঘটনার দিন ২০২৪ সালের ২৫ অক্টোবর রাতের বেলায় কালা মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়। পরের দিন ২৬ অক্টোবর সকালবেলা ভিকটিম বাড়িতে না ফিরলে খোঁজাখুঁজি শুরু করেন। ওইদিন দুপুর ১টার দিকে ভিকটিমের পরিবারের লোকজন জানতে পারে যে, ভিকটিমের ব্যবহৃত অটোরিকশাটি মদন থানাধীন বারড়ী বাজারে পড়ে আছে।

এ সংবাদ পাওয়ার পর বাদী বারড়ী বাজারে গিয়ে অটোরিকশা শনাক্ত করে এবং তার ভাইয়ের মরদেহ মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের বারড়ী টু বটতলা সড়কের পাঁচহার বড়বাড়ী এলাকার পাকা রাস্তার পাশে পড়ে আছে মর্মে জানতে পারে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আবু সাঈদের কবর জিয়ারতের পর এনসিপির জুলাই পদযাত্রা শুরু

এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জন্য কেবল একটি আন্দোলনের দিন নয়, এটি আমাদের আত্মত্যাগ, প্রত্যয় ও স্বপ্নের প্রতীক। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেছে, এই সময়ের মধ্যে এসেছে কিছু অর্জন, কিছু চ্যালেঞ্জ।“

৬ ঘণ্টা আগে

পটুয়াখালীতে ৩ দিন ধরে বিদ্যুৎহীন ২৫ হাজার গ্রাহক

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি জেনারেল ম্যানেজার (অতিরিক্ত দায়িত্বে) আবুল কাশেম জানান, ঘটনার পর বিদ্যুৎ বিভাগের একটি কারিগরি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্যাবল কেটে ফেলার প্রমান পাওয়া গেছে। মেরামতের কাজ শুরু হলেও বিদ্যুৎ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।

১ দিন আগে

রাকসু নির্বাচনে আদিবাসী ছাত্র সংগঠনের ৪ দফা প্রস্তাবনা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে জাতিসত্তা বিষয়ক পদ যুক্তসহ চার দফা প্রস্তাবনা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আদিবাসী ছাত্র সংগঠনগুলো। আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে এক সংবাদ সম্মেলনে তারা এসব প্রস্তাবনা তুলে ধরেন।

১ দিন আগে

আন্দোলন প্রত্যাহারে বেনাপোল বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতি ও ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ফের শুরু হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ পর বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য।

১ দিন আগে