মদন উপজেলা ছাত্রদলের সভাপতিকে পদ থেকে অব্যাহতি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এইচ পিপুল কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরে তাকে অব্যাহতি দেওয়া হয়। এর আগে গত ১৯ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সম্পাদক কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। পরে গত ২১ মার্চ নোটিশের জবাব দেন তিনি। জবাবটি সন্তোষজনক না হওয়ায় তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কেন্দ্রীয় ছাত্রদলের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলার মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এইচ পিপলু আহমেদকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ রোববার (৩০মার্চ) এ সিদ্ধান্ত অনুমোদন করেন। মদন উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য, গত ১৩ মার্চ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসে যান মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস.এইচ পিপুল আহমেদ। তিনি পিআইওর কাছে টিআর কাবিখা প্রকল্পের জন্য আটটির তালিকা দেন। পরে পিআইও প্রকল্প বন্টন হয়ে গেছে জানালে পিপুল ক্ষিপ্ত হয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর কে মারধর করার জন্য উদ্যত হন। পরে উপস্থিত অন্যান্য লোকজনের চেষ্টায় পিপুল কে শান্ত করা হয়। এ বিষয়টি পরে উপজেলা বিএনপি নেতা কর্মীদের মধ্যে জানাজানি হয়।

এ ব্যাপারে এস.এইচ পিপলু আহমেদ জানান, আমি যড়ষন্ত্রের শিকার। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপিকে নিধনে আমাকে প্রায় ২২টি রাজনৈতিক মামলার আসামি করা হয়েছে। ৯ বার জেল কেটেছি। তবে আমি আমার মানবিক কাজগুলো চালিয়ে যাব।

তিনি আরও জানান, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামীম হাসানের সমন্বয়ে গত ১৮ জুলাই মদনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে চোখ হারানো ছাত্রদলের নবাবকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা এবং সম্প্রতি খালিয়াজুরীতে মাছ ধরাকে কেন্দ্র করে আমার ছাত্রদলের নিহত কর্মীর মা’কে ঈদ উপহার সামগ্রী বিতরণ করবেন বলে জানান তিনি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি, নিহত ১

কক্সবাজারের টেকনাফের জাদিমোরা (ক্যাম্প-২৬) রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় নুর কামাল (২৫) নামের একজন নিহত হয়েছেন।

২ দিন আগে

লিফট বিকল, ভবনের দেয়াল ভেঙে বর উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে ছয়জন ধারণক্ষমতার লিফটে ১০ জন ওঠায় লিফট বিকল হয়ে নিচে নেমে যায়। এতে বরসহ ১০ জন বরযাত্রী লিফটের ভেতরে আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ভবনের দেয়াল ভেঙে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস।

২ দিন আগে

হাড়কাঁপানো শীতেও হাওরে বোরো আবাদের কর্মযজ্ঞ

শীত আর হিমেল হাওয়া উপেক্ষা করে বোরো ধান আবাদ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকেরা। ভোরের আলো ফোটার আগেই তারা নেমে পড়ছেন খেতে। বিস্তীর্ণ হাওরের মাঠজুড়ে চলছে বোরো চাষের কর্মযজ্ঞ। কুয়াশায় ঢাকা শীতের সকালে বীজতলায় ধানের চারা পরিচর্যা থেকে জমি চাষ—সব কাজই চলছে সন্ধ্যা পর্যন্ত।

২ দিন আগে

জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ১

স্থানীয়রা জানিয়েছেন, কিছুদিন আগে স্থানীয় মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাবের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের আদায় করা টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব হয়। এর জেরে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।

৩ দিন আগে