‘আগে বাসের ভেতর থেকে নামুন, বাংলাদেশের অলিগলি-রাস্তাঘাটে হেঁটে দেখুন’

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮: ১৭
বুধবার দুপুরে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকায় ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নির্বাচনি পথসভায় বক্তব্য দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পেজ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘১৭ বছর লন্ডনে ছিলেন, আগে বাসের ভেতর থেকে নামুন। বাংলাদেশের অলিগলি-রাস্তাঘাটে একটু হেঁটে দেখুন, বাংলাদেশকে আগে চিনুন। তারপরে আমরা ভরসা করতে পারব যে আপনারা দেশের জন্য কিছু করতে পারবেন কি না।’

আজ বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কুমিল্লার দেবীদ্বার সদরের নিউমার্কেট এলাকায় মুক্তিযুদ্ধ চত্বরে এনসিপির নির্বাচনি পথসভায় এসব কথা বলেন তিনি।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জামায়াত-এনসিপির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে এই পথসভায় তিনি উপস্থিত ছিলেন না। এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে আসিফ মাহমুদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন। বক্তব্যের আগে তিনি দেবীদ্বার সদরে ক্যারাভানে করে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালান।

এরপর পথসভায় দেওয়া বক্তব্যে আসিফ মাহমুদ বলেন, ‘আমরা প্রত্যন্ত অঞ্চলের অলিগলি থেকে উঠে আসা নেতৃত্ব। মানুষকে ভয় দেখিয়ে নয়, আমরা মানুষের দরজায় দরজায় গিয়ে ম্যান্ডেট চাওয়া নেতৃত্ব। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের কোটি কোটি মানুষের অংশগ্রহণে আমরা শেখ হাসিনার মতো শক্তিশালী ফ্যাসিবাদকে বিতাড়িত করা নেতৃত্ব।’

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘আমরা তাদের মতো বিভিন্ন আজগুবি বক্তব্য, আজগুবি ফ্যান্টাসি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমরা মাটি থেকে উঠে এসেছি, আমরা জানি মাটির মানুষের কী কী সমস্যা আছে, তার কী কী বাস্তববাদী সমাধান হতে পারে।’

এ ছাড়া নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে এক মাসের মধ্যেই কুমিল্লা বিভাগ হবে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ। বলেছেন, ‘কুমিল্লাকে বিভাগ হিসেবে বাস্তবায়নের জন্য গত দেড় বছরে যত প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সব প্রক্রিয়া শেষ হয়ে গেছে। শুধু একটি ঘোষণার অপেক্ষা মাত্র। ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় আসার এক মাসের মধ্যে বিভাগ ঘোষণা করা হবে, ইনশাআল্লাহ।’

স্থানীয় বিএনপি এবং মুরাদনগরের বিএনপির প্রার্থীর সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, ‘আমি যখন দায়িত্বে ছিলাম, তখন দেবীদ্বার বিএনপি ও কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের প্রার্থী কুমিল্লায় উন্নয়ন কার্যক্রম যাতে না হয়, সেই জন্য প্রধান উপদেষ্টাকে পর্যন্ত বলেছেন। ১১ দলীয় ঐক্য জোট ক্ষমতায় গেলে আমরা তরুণদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে চাই। যেই তরুণেরা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, তারা কারও দয়ার ওপর নির্ভরশীল হতে পারে না।’

নারীরা ভোট চাইতে মানুষের বাড়িতে গেলে একটি বিশেষ দলের সদস্যরা তাদের হেনস্তা করছে বলে অভিযোগ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরা শারমিন। তিনি বলেন, ‘দেশবাসীর কাছে আমাদের আহ্বান থাকবে, আপনারা কোনো নারী হেনস্তাকারীদের সংসদে পাঠাবেন না। কোনো ঋণখেলাপি ও বিদেশি নাগরিকদের ভোট দিয়ে সংসদে পাঠাবেন না। চাঁদাবাজ, দখলবাজ ও সন্ত্রাসমুক্ত দেবীদ্বার গড়তে শাপলা কলিতে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’

এনসিপির যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমানের সঞ্চালনায় এই পথসভায় আরও উপস্থিত ছিলেন— কুমিল্লা-৩ আসনের (মুরাদনগর) জামায়াতের প্রার্থী ইউছুফ সোহেল, এনসিপির যুগ্ম সদস্যসচিব তাহসিন রিয়াজ, যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, মুখ্য সংগঠক ফরহাদ সোহেল, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম (শহীদ), এনসিপি দেবীদ্বার উপজেলা প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

জামিনে কারামুক্ত বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দাম

স্ত্রী-সন্তানের মৃত্যুর চার দিন পর যশোর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে নলকূপের গর্তে শিশু, অচেতন অবস্থায় উদ্ধার

গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম মিসবাহ। তার বয়স তিন থেকে পাঁচ বছরের মধ্যে। সে কদলপুর ইউনিয়নের দিনমজুর সাইফুল ইসলামের ছেলে। উদ্ধারের পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

৬ ঘণ্টা আগে

হাতপাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলা, আহত ৩

স্থানীয়রা জানায়, ভোলা-৪ আসনে ইসলামি আন্দোলনের মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল ও তার দুইভাইসহ কয়েকজন নারী কর্মীদের নিয়ে পৌরসভা ৬ নং ওয়ার্ডে সকাল ৯টার দিকে তার বাবার পক্ষে নির্বাচনি প্রচারণা চালায়। এ সময় জামায়াত ইসলামির প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দি

৬ ঘণ্টা আগে

চট্টগ্রাম-৩ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ

আজ বুধবার (২৮ জানুয়ারি) ইলেক্টোরাল এনকোয়ারি ও এডজুডিকেশন কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দীনের সই করা এক নোটিশে জামায়াতের এই প্রার্থীকে শোকজ করা হয়।

১০ ঘণ্টা আগে