সকালে কাজ করে দুপুর থেকে কলমবিরতি, বেনাপোলে ব্যবসায়ীরা ভোগান্তিতে

বেনাপোল (যশোর) প্রতিনিধি
বেনাপোল কাস্টম হাউজ। রাজনীতি ডটকম ফাইল ছবি

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তৃতীয় দিনের মতো কলমবিরতি পালন করেছেন বেনাপোল কাস্টম হাউজের কর্মকর্তারা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের অপসারণ ও প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি চলছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতাদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করে বুধবার (২৫ জুন) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কলমবিরতি পালন করা হয়।

এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কাজ চলে বেনাপোল কাস্টমস হাউজে। এ ছাড়াও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও চেকপোস্ট দিয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা চালু ছিল।

কাস্টমস কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে বিসিএস (কর) ও বিসিএস (কাস্টমস ও এক্সাইজ) ক্যাডারের প্রতিনিধিদের সঙ্গে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ নিয়ে আলোচনার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। এ আলোচনার মাধ্যমে ঐকমত্যের ভিত্তিতে জারি করা অধ্যাদেশে ৩১ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধনী আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

বুধবার দুপুরে কাস্টম হাউজ ঘুরে দেখা যায়, ১২টার পর অফিস খোলা থাকলেও কর্মকর্তারা টেবিলে নেই। বন্ধ করে দেওয়া হয়েছে কাস্টম হাউজের অনলাইন সার্ভার। জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন সার্ভার বন্ধ থাকায় আমদানি-রপ্তানি সংক্রান্ত কোনো বিল অব এন্ট্রি দাখিল করা যায়নি।

এ অবস্থাতেও বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে। তবে সকালে আইজিএম ইস্যু করা হলেও ১২টার পর আইজিএম ইস্যু বন্ধ রয়েছে। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হয়েছে দুপুরের পর। এতে পণ্য খালাসে সমস্যায় পড়েছেন বন্দর ব্যবহারকারীরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাচাত ভাইকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা বহিষ্কার

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হত্যার ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে। জমির মালিকানা সংক্রান্ত ঘটনার জেরে একই গ্রামের নজরুল ইসলামসহ (৩০) কয়েকজন মিলে অটোরিকশাচালক খোকন মিয়াকে (৫০) পিটিয়ে হত্যার করে। নিহত খোকন মিয়া অভিযুক্ত নজরুলের চাচাত ভাই। হত্যার ঘটনায় নজর

২১ ঘণ্টা আগে

শ্রীপুরে চিকিৎসক দম্পত্তির বাড়িতে ডাকাতির চার মাস পর একজন গ্রেপ্তার

গ্রেপ্তার আলমগীর হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল ভাটিপাড়া গ্রামের মমতাজ উদ্দিন বেপারী মোন্তার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।

২১ ঘণ্টা আগে

নেত্রকোণায় পূজামণ্ডপে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে নি

১ দিন আগে

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

ভারি বর্ষণ ও উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমেই বৃদ্ধি পেয়ে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। এতে নিম্নাঞ্চলে পানি ঢুকে প্লাবিত হয়েছে। এমন অবস্থায় যেকোনো মুহূর্তেই বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন কর্তৃপক্ষ।

১ দিন আগে