জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ: নিপুণ রায় চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১৯: ১৭
বৃহস্পতিবার ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নেন তার পুত্রবধূ অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

জিয়া পরিবারের নেতৃত্বেই দেশ নিরাপদ থাকবে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। তিনি বলেন, দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ এবং সার্বভৌমত্ব রক্ষায় জিয়া পরিবারের কোনো বিকল্প নেই।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা-৩ আসনের অন্তর্গত শুভাঢ্যা ইউনিয়নে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায় এ দিন ঢাকা-৩ আসনের প্রার্থী ও তার শ্বশুর গয়েশ্বর চন্দ্র রায়ের পক্ষে ধানের শীষের প্রচারে মাঠে নামেন।

পথসভায় তিনি বলেন, গত ১৭ বছর ধরে জনগণের হারানো ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি রাজপথে সক্রিয় রয়েছে এবং নির্বাচনি প্রচারণায় সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। মানুষের এই সমর্থনই প্রমাণ করে যে আসন্ন নির্বাচনে গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন।

এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষকে কোনো রাজাকার বা গুপ্তচরের হাতে ছেড়ে দেওয়া যাবে না। তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, ধানের শীষের সরকার গঠিত হলে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা হবে।

শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করার সময় নিপুণ রায় চৌধুরী স্থানীয় উন্নয়নের ওপর বিশেষ জোর দেন।

তিনি জানান, ঢাকা-৩ আসনের মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল স্থাপনের পরিকল্পনা রয়েছে তাদের।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির ২২ নেতাকর্মীর পদত্যাগ

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক।

৬ ঘণ্টা আগে

১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী ১২ তারিখের (ফেব্রুয়ারি) নির্বাচনে জনগণের আমানত ও ভোটে জয়ী হওয়ার পর ১৩ তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দেশের নব্বই শতাংশ চাঁদাবাজের হাত চিরতরে অবশ করে দেওয়া হবে।’

৭ ঘণ্টা আগে

প্রত্যেকে আত্মমর্যাদা নিয়ে বাঁচবে, তেমন বাংলাদেশ গড়তে হবে: তারেক রহমান

প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আসুন, সকলে মিলে একটি বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম-বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে। আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, তেমন বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি।’

৭ ঘণ্টা আগে

বনানীতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের আশ্বাসে প্রত্যাহার

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুম্মন খান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা সড়ক অবরোধ করলে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। আলোচনার পর তারা সড়ক ছেড়ে দেন।

৯ ঘণ্টা আগে