রাজশাহীতে ব্যতিক্রমধর্মী ‘রোদ পোহানো উৎসব’

রাজশাহী ব্যুরো

শীতকালীন প্রকৃতি ও লোকজ সংস্কৃতির আবহে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘রোদ পোহানো উৎসব’। আজ মঙ্গলবার কলেজের প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবকে ঘিরে কলেজ মাঠে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শীতের মিঠে রোদ, খোলা মাঠ আর পিঠার সুবাসে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। শিক্ষার্থীদের উদ্যোগে বসানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে শীতের ঐতিহ্যবাহী নানান ধরনের পিঠা পরিবেশন করা হয়। পাশাপাশি কলেজ মাঠে সারি সারি চেয়ার বসিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের রোদ পোহানোর ব্যবস্থা করা হয়।

আয়োজকরা জানান, উৎসবের মূল উদ্দেশ্য ছিল শীতকালকে ঘিরে ভিন্নধর্মী সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও সামাজিক বন্ধন জোরদার করা। প্রাণিবিদ্যা বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, আমাদের দেশে বৈশাখ, বর্ষা কিংবা চৈত্র সংক্রান্তিকে ঘিরে নানা উৎসব থাকলেও শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন আয়োজন দেখা যায় না। শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ—এই তিনটি বিষয়কে একসঙ্গে উপভোগ করতেই ‘রোদ পোহানো উৎসব’-এর আয়োজন করা হয়েছে।

উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীরাও এই উদ্যোগকে স্বাগত জানান। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মাইনুল ইসলাম তোহা বলেন, এ ধরনের আয়োজন সত্যিই ব্যতিক্রম। খোলা মাঠে পিঠার স্টল সাজিয়ে রোদ পোহানোর অভিজ্ঞতা আমাদের জন্য নতুন ও উপভোগ্য।

আরেক শিক্ষার্থী ওয়াহিদা মেঘলা জানান, পড়াশোনার একঘেয়েমি কাটিয়ে এ ধরনের উৎসব শিক্ষার্থীদের মানসিক সতেজতা বাড়ায়। তিনি বলেন, বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি নতুন একটি অভিজ্ঞতা অর্জন করতে পেরে ভালো লাগছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের আশা, ভবিষ্যতেও এমন ব্যতিক্রমধর্মী আয়োজন শিক্ষাঙ্গনে শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পক্ষপাতের অভিযোগ তুলে শরীয়তপুরের এসপিকে অব্যাহতির দাবিতে ইসিতে আবেদন

শরীয়তপুরের পুলিশ সুপার (এসপি) রওনক জাহানের বিরুদ্ধে নির্বাচনী দায়িত্ব পালনে পক্ষপাতের অভিযোগ তুলে তাকে অব্যাহতির দাবিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করা হয়েছে।

১১ ঘণ্টা আগে

ঢাকার ১৩টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেন ৮ জন

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রত্যাহার করা প্রার্থীদের মধ্যে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং গণসংহতি আন্দোলনের প্রার্থীরা রয়েছেন।

১১ ঘণ্টা আগে

চট্টগ্রামে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩ সদস্য

চট্টগ্রাম র‍্যাবের একজন কর্মকর্তা বলেন, সোমবার বিকেলে জঙ্গল সলিমপুরে চট্টগ্রাম র‍্যাবের পতেঙ্গা ব্যাটালিয়নের থেকে একটি টিম অভিযানে নামে। এ সময় তাদের ওপর চড়াও হয় দুর্বৃত্তরা। তাদের হামলায় এক র‍্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি র‍্যাবের ৩ জন। আহতকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কল

১ দিন আগে

শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন: দুলু

দুলু বলেন, শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করে। চারটি বাদে সকল পত্রিকা বন্ধ করে মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেয়। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। সকল মানুষের রাজনীতি করার অধিকার প্রতিষ্ঠা করেন। সকল পত্রিকা চালু ক

১ দিন আগে