যানজটে বাধ্য হয়ে মোটরসাইকেলে চড়লেন সড়ক উপদেষ্টা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-সিলেট মহাসড়কের তীব্র যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেলে চড়ে গন্তব্যে পৌঁছান সড়ক ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা মুহাম্মদ ফওজুল কবির খান।

বুধবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে তিনি আশুগঞ্জের হোটেল উজানভাটি থেকে সরাইল বিশ্বরোড মোড়ের উদ্দেশে রওনা দেন। তবে বাহাদুরপুর এলাকায় তার গাড়ির বহর দীর্ঘ যানজটে আটকা পড়ে। প্রায় তিন ঘণ্টা আটকে থাকার পর দুপুর একটার দিকে মোটরসাইকেলে করে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছান উপদেষ্টা।

এর আগে তিনি ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে এসে সড়কপথে ব্রাহ্মণবাড়িয়া পৌঁছান এবং আশুগঞ্জে যাত্রাবিরতি করেন।

এদিকে সকাল থেকে আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইল উপজেলার শাহবাজপুর পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট দেখা দিয়েছে। হাইওয়ে পুলিশের দাবি, সড়ক সংস্কার কাজ এক পাশে চালানোর কারণে যানজট তৈরি হয়েছে।

জানা গেছে, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করার কাজ চলছে। কিন্তু কাজের ধীরগতির কারণে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। এতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

যাত্রীদের অভিযোগ, এ পথ পাড়ি দিতে সময় লাগছে ৪ থেকে ৬ ঘণ্টা পর্যন্ত।

স্থানীয় সূত্রে জানা যায়, উপদেষ্টা ফওজুল কবির খানের পরিদর্শনকে সামনে রেখে রোববার থেকে খানাখন্দের ভরাট শুরু হয়। তবে এক পাশ বন্ধ রেখে সংস্কার কাজ চলায় যানজট আরও বেড়েছে।

আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম বলেন, উপদেষ্টা মহোদয় আশুগঞ্জ থেকে সরাইলের উদ্দেশে রওনা দিলে মৈত্রী স্তম্ভ এলাকায় যানজটে আটকা পড়েন। পরে তিনি মোটরসাইকেলে চড়ে সরাইল বিশ্বরোডে পৌঁছান এবং সড়ক পরিদর্শন করেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রায়ের পর আনন্দ মিছিল, সাবেক রাষ্ট্রপতি হামিদের বাড়িতে হামলা

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপির ৭০-৮০ জন নেতাকর্মী একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি মিঠামইন বাজার থেকে কামালপুর গ্রামের দিকে যাচ্ছি। হঠাৎ মিছিল থেকে ২০-২৫ জনের একটি দল সাবেক রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে হামলা চালায়।

১ দিন আগে

সাবেক মন্ত্রী শ ম রেজাউলের ভাই ঢাকায় গ্রেপ্তার

শামীম বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা। তার নামে পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় দুটি মামলার রয়েছে।

১ দিন আগে

কারাগারে অসুস্থ সাবেক ইউপি চেয়ার‌ম্যানের হাসপাতালে মৃত্যু

কারাগার ও পরিবার সূত্র জানায়, ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গত ১১ নভেম্বর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুর দেড়টার দিকে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জাফর হাওলাদার। দ্রুত তাকে কারাগার থেকে মাত্র ১০ মিনিটের মধ্যে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাকে তাৎক্ষণিকভাবে ইসিজি

২ দিন আগে

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে রাকসুর মিষ্টি বিতরণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর রায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর উল্লাস প্রকাশ করে মিষ্টি বিতরণ কারেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। বুধবার বিকাল পৌনে ৫টায় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়।

২ দিন আগে