আজও উত্তাল ভাঙ্গা, উপজেলা-থানায় হামলা-ভাঙচুর

ফরিদপুর প্রতিনিধি
সংসদীয় আসনের সীমানা পুনর্বহালের দাবিতে সোমবার মহাসড়কে বিক্ষোভ করেন ভাঙ্গা উপজেলার বাসিন্দারা। পরে উপজেলা ও থানায় হামলা-ভাঙচুর চালানো হয়। ছবি: ফোকাস বাংলা

ফরিদপুরের সংসদীয় আসন সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ও পুরোনো সীমানা বহালের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভাঙ্গা উপজেলা। চলমান প্রতিবাদ ও আন্দোলনের মধ্যে এবার উপজেলা পরিষদ ও থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। এ দিন আগে থেকেই অবরোধ কর্মসূচি ঘোষণা করা ছিল। এ কর্মসূচি ঘিরে প্রশাসনের জোর নিরাপত্তাব্যবস্থাও নেয়। তা সত্ত্বেও হামলা-ভাঙচুর ঠেকানো যায়নি।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে আমরা পাশে আছি। কিন্তু জনদুর্ভোগ তৈরি করলে প্রতিরোধ করা হবে।

নতুন করে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরদি ইউনিয়নকে পাশের ফরিদপুর-২ আসনে সংযুক্ত করা হয়। প্রতিবাদে গত পাঁচ দিনে তিন দফায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে আন্দোলন করেন স্থানীয়রা। গতকাল রোববারও সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ ছিল।

সোমবার ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী এলাকা থেকে ‘লং মার্চ টু ভাঙ্গা’ শুরু হয়। সেটি দুপুর ১২টার দিকে গোলচত্বর এলাকায় পৌঁছায়। একপর্যায়ে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় ভাঙ্গা গোলচত্বরসহ আশপাশের এলাকায় হাজার হাজার মানুষ অবস্থান নেন। পুলিশ সেখানে এগিয়ে গেলে তাদের ধাওয়া দেন আন্দোলনকারীরা। পুলিশ সদস্যরা ভাঙ্গা মডেল মসজিদে আশ্রয় নেন। পরে তারা থানায় চলে যান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টা থেকে সোয়া ১টার মধ্যে ভাঙ্গা উপজেলা ও থানার দিকে হামলা হয়। উপজেলা অফিসার্স ক্লাবে আগুন দেওয়া হয়। থানায় ভাঙচুর চালানো হয়। এ সময় সাংবাদিকদের ওপরও চড়াও হন বিক্ষোভকারীরা।

এদিকে ভাঙ্গায় চলমান বিক্ষোভ-অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্নের ঘটনায় রোববার রাতে ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করেন ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান।

আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনের এ মামলায় আন্দোলন ঘিরে গঠিত ‘সর্বদলীয় ঐক্য পরিষদে’র প্রধান সমন্বয়ক ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে প্রধান আসামি করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়ি কারাগার থেকে পালানো দুই হাজতির ১ জন আটক

জানা গেছে, কারাগারের ভেতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।

১৫ ঘণ্টা আগে

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

১৬ ঘণ্টা আগে

মনোনয়ন ফরম নিলেন এনসিপির এহসানুল, লড়বেন খালেদা জিয়ার আসনে

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এহসানুল মাহবুব যোবায়ের। এ আসনটি ‘খালেদা জিয়া’র আসন হিসেবে পরিচিত। এবারও বিএনপি এ আসনে দলীয় চেয়ারপারস খালেদা জিয়াকেই এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

১৬ ঘণ্টা আগে

শাপলা তুলতে গিয়ে ৪ স্কুলশিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।

১৬ ঘণ্টা আগে