
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও কর্মকর্তাকে মাধরের অভিযোগে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারীসহ তার ২৫জন সহযোগীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গত রবিবার (২৪ আগস্ট) ওই কারখানার প্রশাসন ও নিরাপত্তা বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মহসিউল হাসান ভূঁইয়া আদনান বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় প্রধান আসামি অ্যাডভোকেট রাজিবুল বেপারীসহ তার সহযোগীরা তসরিফা ইন্ডষ্ট্রিজ লিমিটেড পোশাক কারখানায় প্রবেশ করে ওই কর্মকর্তাকে মারধর করে। এসময় বাধা দেওয়ায় তাদের হামলায় নিরাপত্তা বিভাগের আরো চারজন কর্মী আহত হয়।
আহতরা হলেন, নিরাপত্তা সুপারভাইজার আরফান উদ্দিন (৪৮) ও টিপু সুলতান (৪৪), নিরাপত্তা অফিসার আব্দুল খালেক (৪৫), নিরাপত্তা প্রহরী (গার্ড) রনি মিয়া (২২)। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মামলার বাদী মহসিউল হাসান ভূঁইয়া আদনান (৩৮) তসরিফা ইন্ডস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানার প্রশাসন ও নিরাপত্তা বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম)।
আসামিরা হলেন, শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারী (৪০), মৃত আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮), শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত বেপারী (২৭) তার ভাই রকিবুল বেপারী (২৬) এবং সুলতান বেপারীর ছেলে আজাদ মাষ্টারসহ (৪২) অজ্ঞাত ২০ জন। আসামিরা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা বেশ কিছু দিন যাবত তসরিফা ইন্ডস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষের নিকট মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় কারখানার মালিকানাধীন উত্তর পশ্চিম পাশের সীমানা প্রাচিরের পানির নালায় প্রতিনিয়ত ময়লা ফেলে ভরাট করছে। এত করে কারখানার উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে। ২৩ আগস্ট (শনিবার) দুপুর ১টার দিকে রাজিবুল বেপারী ২টি ভ্যান ভর্তি ময়লা পানির নালায় ফেলে। এসময় মহসিউল হাসান ভূঁইয়া আদনানসহ কারখানার দায়িত্বরত নিরাপত্তা প্রহরী তাকে মৌখিকভাবে বাধা দেয়। পরে বাধা অমান্য করে তাদের খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে জোরপূর্বক পানির নালায় ময়লা ফেলে চলে যায়। এ ঘটনার জেরে আধাঘন্টা পর দুপর দেড়টার দিকে আসামিরা কারখানার ভেতরে প্রবেশ করে। তারা গেট সংলগ্ন খালি জায়গায় মহসিউল হাসান ভূঁইয়া আদনানকে পেয়ে লাঠি দিয়ে বারি দেওয়ার চেষ্টা করলে তিনি সরে গেলে তার বাম চোখে বারি লেগে জখম হয়। তার সাথে থাকা অপর আসামিরা তকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মেরে আহত করে। তাকে রক্ষার জন্য নিরাপত্তা বিভাগের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও লাঠি দিয়ে পিটিয়ে ও কিল, ঘুষি মেরে নিরাপত্তা সুপারভাইজার আরফান উদ্দিন ও টিপু সুলতান, নিরাপত্তা অফিসার আব্দুল খালেক, নিরাপত্তা প্রহরী রনি মিয়াকে আহত করে। তাদের চিৎকার শুনে কারখানার অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাদেরকে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, এজাহারনামীয় ২নম্বর আসামি জাহাঙ্গীর আলমকে গত দুইদিন আগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ওই আসামির জামিন মুঞ্জুর হয়েছে কিনা আমি জানি না। মামলাটি তদন্তাধীন আছে।

গাজীপুরের শ্রীপুরে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও কর্মকর্তাকে মাধরের অভিযোগে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারীসহ তার ২৫জন সহযোগীর বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। গত রবিবার (২৪ আগস্ট) ওই কারখানার প্রশাসন ও নিরাপত্তা বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) মহসিউল হাসান ভূঁইয়া আদনান বাদী হয়ে পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় প্রধান আসামি অ্যাডভোকেট রাজিবুল বেপারীসহ তার সহযোগীরা তসরিফা ইন্ডষ্ট্রিজ লিমিটেড পোশাক কারখানায় প্রবেশ করে ওই কর্মকর্তাকে মারধর করে। এসময় বাধা দেওয়ায় তাদের হামলায় নিরাপত্তা বিভাগের আরো চারজন কর্মী আহত হয়।
আহতরা হলেন, নিরাপত্তা সুপারভাইজার আরফান উদ্দিন (৪৮) ও টিপু সুলতান (৪৪), নিরাপত্তা অফিসার আব্দুল খালেক (৪৫), নিরাপত্তা প্রহরী (গার্ড) রনি মিয়া (২২)। আহতদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
মামলার বাদী মহসিউল হাসান ভূঁইয়া আদনান (৩৮) তসরিফা ইন্ডস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানার প্রশাসন ও নিরাপত্তা বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম)।
আসামিরা হলেন, শ্রীপুর পৌরসভার বেড়াইদেরচালা এলাকার মৃত তসলিম উদ্দিনের ছেলে শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট রাজিবুল বেপারী (৪০), মৃত আব্দুর রহিমের ছেলে জাহাঙ্গীর আলম (৪৮), শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রিফাত বেপারী (২৭) তার ভাই রকিবুল বেপারী (২৬) এবং সুলতান বেপারীর ছেলে আজাদ মাষ্টারসহ (৪২) অজ্ঞাত ২০ জন। আসামিরা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা বেশ কিছু দিন যাবত তসরিফা ইন্ডস্ট্রিজ লিমিটেড পোশাক কারখানা কর্তৃপক্ষের নিকট মাসিক ৫০ হাজার টাকা চাঁদার দাবি করে আসছে। চাঁদা না দেওয়ায় কারখানার মালিকানাধীন উত্তর পশ্চিম পাশের সীমানা প্রাচিরের পানির নালায় প্রতিনিয়ত ময়লা ফেলে ভরাট করছে। এত করে কারখানার উৎপাদন কাজ ব্যাহত হচ্ছে। ২৩ আগস্ট (শনিবার) দুপুর ১টার দিকে রাজিবুল বেপারী ২টি ভ্যান ভর্তি ময়লা পানির নালায় ফেলে। এসময় মহসিউল হাসান ভূঁইয়া আদনানসহ কারখানার দায়িত্বরত নিরাপত্তা প্রহরী তাকে মৌখিকভাবে বাধা দেয়। পরে বাধা অমান্য করে তাদের খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে জোরপূর্বক পানির নালায় ময়লা ফেলে চলে যায়। এ ঘটনার জেরে আধাঘন্টা পর দুপর দেড়টার দিকে আসামিরা কারখানার ভেতরে প্রবেশ করে। তারা গেট সংলগ্ন খালি জায়গায় মহসিউল হাসান ভূঁইয়া আদনানকে পেয়ে লাঠি দিয়ে বারি দেওয়ার চেষ্টা করলে তিনি সরে গেলে তার বাম চোখে বারি লেগে জখম হয়। তার সাথে থাকা অপর আসামিরা তকে এলোপাথাড়ি কিল ঘুষি ও লাথি মেরে আহত করে। তাকে রক্ষার জন্য নিরাপত্তা বিভাগের লোকজন এগিয়ে আসলে তাদেরকেও লাঠি দিয়ে পিটিয়ে ও কিল, ঘুষি মেরে নিরাপত্তা সুপারভাইজার আরফান উদ্দিন ও টিপু সুলতান, নিরাপত্তা অফিসার আব্দুল খালেক, নিরাপত্তা প্রহরী রনি মিয়াকে আহত করে। তাদের চিৎকার শুনে কারখানার অন্যান্য কর্মচারীরা এগিয়ে এসে তাদেরকে হামলাকারীদের কাছ থেকে উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সালেকুজ্জামান বলেন, এজাহারনামীয় ২নম্বর আসামি জাহাঙ্গীর আলমকে গত দুইদিন আগে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ওই আসামির জামিন মুঞ্জুর হয়েছে কিনা আমি জানি না। মামলাটি তদন্তাধীন আছে।

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কে বা কারা বাসে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
৪ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের সঙ্গে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।
৫ ঘণ্টা আগে
তিনি বলেন, ‘গত এক যুগেরও বেশি সময় ধরে কুমিল্লা-৬ আসনে বিএনপি সমর্থন করার কারণে বহু পরিবারের স্বামী, বাবা, ভাই ও সন্তানেরা মামলা, হামলা, কারাবরণ ও হত্যার শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে এসব পরিবারের পাশে থেকে আইনি সহায়তা, আটক নেতাকর্মী ও তাদের পরিবারের ভরণ-পোষণ, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের পুনর্বাসন
১৮ ঘণ্টা আগে
জানা গেছে, কারাগারের ভেতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।
১৮ ঘণ্টা আগে