গোয়ালন্দে নুরাল পাগলের কবরে ‘তৌহিদী জনতা’র আগুন

রাজবাড়ী প্রতিনিধি
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮: ১৬
শুক্রবার রাজবাড়ীতে নুরাল পাগলের কবর ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় ‘তৌহিদি’ জনতা। ছবি: রাজনীতি ডটকম

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের কবর গুঁড়িয়ে দিয়েছে তথাকথিত তৌহিদী জনতা। ব্যাপক ভাঙচুর চালানোর পর কবরসহ আশপাশের বাড়িতে আগুন লাগিয়ে দেয় তারা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) একদল মুসল্লি লাঠিসোটা হাতে নিয়ে স্লোগান দিতে দিতে ওই কবরে হামলা চালায়।

স্থানীয়ভাবে সংগৃহীত ভিডিওতে দেখা যায়, কবরটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দাউদাউ করে আগুন জ্বলছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

এর আগে গত ২৩ আগস্ট নুরাল পাগলার (৮৫) মৃত্যুর পর পরিবারের সিদ্ধান্তে নিজ বাড়ির সামনের অংশে প্রায় ১২ ফুট উঁচু একটি কাঠামোর ভেতরে তাকে কবরস্থ করা হয়। পরে কবরটিকে কাবা শরিফের আদলে রঙ করা হয় এবং ‘হজরত ইমাম মাহাদী (আ.) দরবার শরীফ’ লেখা ব্যানার টানানো হয়।

Rajbari Grave Of  Nural Pagla Vandalized 05-09-2025 (3)

শুক্রবার রাজবাড়ীতে নুরাল পাগলের কবর ভাঙচুর করা হয়। ছবি: রাজনীতি ডটকম

স্থানীয়রা বলছেন, এতে ওই এলাকার ইসলাম ধর্মাবলম্বীদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়। এ নিয়ে সম্প্রতি উপজেলা মডেল মসজিদের নিচতলায় উপজেলা ইমাম কমিটি ও ‘তৌহিদী জনতা’র উদ্যোগে আলোচনা সভা হয়।

ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. জালাল উদ্দিন প্রামাণিক। আরও উপস্থিত ছিলেন জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস মোল্লা, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ কে. মোহিত হীরা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপি সভাপতি মো. কাশেম মন্ডল, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম, ইদ্রিসিয়া মাদরাসার নায়েবে মোহতামিম মুফতি শামসুল হুদা, উপজেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবুল হোসাইনসহ শিক্ষক, শিক্ষার্থী ও ‘তৌহিদী জনতা’।

সভায় জেলা ইমাম কমিটির সভাপতি মাওলানা মো. ইলিয়াস মোল্লা বলেন, ‘ইমাম মাহাদীর দাবিদার নুরাল পাগলের মাজার ও কবর নিয়ে আমাদের তিনটি দাবি ছিল। এর মধ্যে দুটি দাবি মেনে নেওয়া হয়েছে। তবে একটি দাবি এখনো বাকি আছে— ১২ ফুট উঁচু স্থানের কবর নিচু করা।’

Rajbari Grave Of  Nural Pagla Vandalized 05-09-2025 (1)

শুক্রবার নুরাল পাগলের কবর ভাঙচুরের সময় আইনশৃঙ্খলা বাহিনীর তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। ছবি: রাজনীতি ডটকম

ইলিয়াস মোল্লা বলেন, এ বিষয়ে আমরা জেলা প্রশাসকের সঙ্গে একাধিকবার বৈঠক করেছি। নুরাল পাগলের পরিবার সময় চেয়েছিল। ৪ সেপ্টেম্বর পর্যন্ত তারা সময় পেয়েছেন।’

ওই বৈঠকে জানানো হয়, ৪ সেপ্টেম্বরের মধ্যে নুরাল পাগলের কবরস্থানের কাঠামো নিচু না করলে সেটি ভেঙে দেওয়া হবে। এ পূর্বঘোষণা অনুযায়ী শুক্রবার বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়। তারপর কবর ভেঙে চুরমার করা হয়।

‘তৌহিদী জনতা’ ও ইমাম পরিষদের পক্ষ থেকে যে তিনটি দাবি উত্থাপন করা হয়েছিল সে দাবিগুলো হলো— কবর থেকে কাবা শরীফের আদলে করা রঙ পরিবর্তন, ‘ইমাম মাহাদী (আ.) দরবার শরীফ’ লেখা সাইনবোর্ড অপসারণ, এবং কবরের উচ্চতা কমিয়ে স্বাভাবিক করা।

নুরাল পাগলের ভক্ত ও পরিবারের সদস্যরা প্রথম দুটি দাবি মেনে নিলেও কবরের উচ্চতা স্বাভাবিক করার বিষয়ে সময় চেয়েছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাবি ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতাকে আজীবন বহিষ্কার

শাখা ছাত্রদল জানিয়েছে, ‘তদন্ত কমিটির সদস্যরা অভিযুক্ত ছাত্রদল নেতা আনিসুর রহমান মিলনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করলে তিনি সন্তোষজনক কোনো জবাব না দিয়ে ফোন বন্ধ করে দেন। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, কুরুচিপূর্ণ এ মন্তব্য তিনি ইচ্ছাকৃতভাবে করেছেন। এ জন্য তাঁকে সহসভাপতির পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হ

১ দিন আগে

অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে রাবি শিক্ষার্থী নিহত

ইংরেজি বিভাগের সভাপতি মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাইকের পেছনে থাকা ফাহমিনের জ্ঞান ছিল না এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

১ দিন আগে

নান্দাইলে মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

২ দিন আগে

ময়মনসিংহের ২ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

এসব কর্মসূচির মধ্যে ছিল— গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্তকরণ, র‌্যালি ও সমাবেশ। এসব কর্মসূচি সফল করার জন্যে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে হাজারও নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন।

২ দিন আগে