ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক

যানজট কমলেও রয়েছে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে ১৩ কিলোমিটার সড়কে থেমে থেমে যানজট ও ধীরগতি কমলেও এখনো উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ রয়েছে। শেষ সময়ে ঘরমুখো মানুষের বাড়ি ফিরতে ঢল নামায় এই চাপ সৃষ্টি হয়েছে।

এর আগে শ‌নিবার দিবাগত রাত ৩টা থে‌কে রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত মহাসড়‌কের এলেঙ্গা থেকে যমুনা সেতুপূর্ব পর্যন্ত ধীরগ‌তিতে চলাচল করে যানবাহন। এতে এ সড়ক দিয়ে ঘুরমুখো মানুষ ভোগান্তিতে পড়েছিলেন।

তবে রোববার সকাল ৯ টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হলে দিনব্যাপী যানবাহনের চাপ বাড়তে থাকে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ রয়েছে প্রচুর।

এদিকে যানজট নিরসনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে।

সরেজমিনে রোববার বিকেল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, উত্তরবঙ্গগামী যানবাহনের গাড়ির চাপ রয়েছে প্রচুর। অনেকেই পণ্যবাহী ট্রাক-পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন। প্রচন্ড রোদের মধ্যে ট্রাক-পিকআপে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে শিশু, বৃদ্ধ, নারীদের গন্তব্যে যেতে দেখা গেছে। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে অনেকেই খরচ বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপ করে গন্তব্যে পৌঁছাচ্ছে।

যাত্রীরা বলেন, শেষ মুর্হুতে বাড়িতে ঈদ করার জন্য যাচ্ছি। গণপরিবহন না পেয়ে খোলা টাকে করে বাড়িতে যাচ্ছি।

এ ব্যাপারে ‌যমুনা সেতুপূর্ব থানার ওসি শেখ মোহাম্মদ রু‌বেল বলেন, রাত ও সকাল পর্যন্ত সেতুর টোল আদায় ১২ বার বন্ধ ছিলো। এতে মহাসড়কে থে‌মে থে‌মে যানজ‌ট ও ধীরগতির সৃ‌ষ্টি হ‌য়েছিলো। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে যানবাহনের চাপ রয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে নিহত ১

১ দিন আগে

নেত্রকোনায় ৫ আসনে দুই ডজন মনোনয়নপ্রত্যাশী বিএনপির

১ দিন আগে

নড়াইলে মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলেক বলেন, তৃণমূল পর্যায়ের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তা না করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সমন্বয়ে কমিটি করে নড়াইলে পাঠিয়েছেন।

১ দিন আগে

‘ভুয়া জুলাই শহিদ’ প্রতিবেদনের প্রতিবাদ নড়াইলের শহিদ রবিউলের পরিবারের

সংবাদ সম্মেলনে জুলাই শহিদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, আমার স্বামী মিথ্যা অপবাদ নিয়ে মৃত্যুবরণ করেছে। এখন তার মৃত্যুর পরও একই অপবাদ পরিবারের ওপর মানসিক যন্ত্রণা হয়ে ফিরে আসছে। আমরা এর ন্যায় বিচার চাই।

১ দিন আগে