
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীর কুমার নদে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নদীর পানিতে বৈঠার ছন্দ, তীরে হাজারো দর্শকের করতালি, বাঁশি ও ঢাকের সুর মিলিয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শতবর্ষ ধরে গ্রামীণ জীবনের অংশ এই নৌকাবাইচ আজও বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে আছে। প্রতিযোগিতা দেখতে কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় জমায় নদীপাড়ে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে। এটি শরীর-মন গঠনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও মেধার বিকাশ ঘটায়।”
তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা মাহমুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাগর মজুমদারসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
প্রবীণদের মতে, নৌকাবাইচ শুধু খেলা নয়; এটি সামাজিক বন্ধনও, যেখানে মানুষ দলবদ্ধ হয়ে ঐক্যের শক্তি প্রকাশ করে। নদীপাড়ের অস্থায়ী দোকান, শিশুদের খেলা, আড্ডা ও উল্লাস মিলিয়ে পুরো আয়োজন রূপ নেয় গ্রামীণ কার্নিভ্যালে।
স্থানীয়দের ভাষায়, বৈঠার প্রতিটি টান বয়ে আনে শুধু গতি নয়, স্মৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের গর্বও। তাই কুমার নদে এবারের প্রতিযোগিতা শুধু ঐতিহ্যের পুনরুজ্জীবন নয়, বরং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের শক্তিশালী বার্তাও দিয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীর কুমার নদে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নদীর পানিতে বৈঠার ছন্দ, তীরে হাজারো দর্শকের করতালি, বাঁশি ও ঢাকের সুর মিলিয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শতবর্ষ ধরে গ্রামীণ জীবনের অংশ এই নৌকাবাইচ আজও বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে আছে। প্রতিযোগিতা দেখতে কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় জমায় নদীপাড়ে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে। এটি শরীর-মন গঠনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও মেধার বিকাশ ঘটায়।”
তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা মাহমুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাগর মজুমদারসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
প্রবীণদের মতে, নৌকাবাইচ শুধু খেলা নয়; এটি সামাজিক বন্ধনও, যেখানে মানুষ দলবদ্ধ হয়ে ঐক্যের শক্তি প্রকাশ করে। নদীপাড়ের অস্থায়ী দোকান, শিশুদের খেলা, আড্ডা ও উল্লাস মিলিয়ে পুরো আয়োজন রূপ নেয় গ্রামীণ কার্নিভ্যালে।
স্থানীয়দের ভাষায়, বৈঠার প্রতিটি টান বয়ে আনে শুধু গতি নয়, স্মৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের গর্বও। তাই কুমার নদে এবারের প্রতিযোগিতা শুধু ঐতিহ্যের পুনরুজ্জীবন নয়, বরং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের শক্তিশালী বার্তাও দিয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাইফুল সরদারের বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে। নিহত সাইফুল আলফাডাঙ্গা উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ছিলেন।
১৪ ঘণ্টা আগে
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে গোপালগঞ্জের জনজীবন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১৭ ঘণ্টা আগে
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৮ জন নিহত ও বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টা নাগাদ হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে অ্যাডভেঞ্চার-৯ ও জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১৭ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ছেড়েছেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর আমির ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী। তিনি টানা ২২ বছর টেকনাফের উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
১৮ ঘণ্টা আগে