
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কাশিয়ানীর কুমার নদে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নদীর পানিতে বৈঠার ছন্দ, তীরে হাজারো দর্শকের করতালি, বাঁশি ও ঢাকের সুর মিলিয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শতবর্ষ ধরে গ্রামীণ জীবনের অংশ এই নৌকাবাইচ আজও বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে আছে। প্রতিযোগিতা দেখতে কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় জমায় নদীপাড়ে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে। এটি শরীর-মন গঠনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও মেধার বিকাশ ঘটায়।”
তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা মাহমুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাগর মজুমদারসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
প্রবীণদের মতে, নৌকাবাইচ শুধু খেলা নয়; এটি সামাজিক বন্ধনও, যেখানে মানুষ দলবদ্ধ হয়ে ঐক্যের শক্তি প্রকাশ করে। নদীপাড়ের অস্থায়ী দোকান, শিশুদের খেলা, আড্ডা ও উল্লাস মিলিয়ে পুরো আয়োজন রূপ নেয় গ্রামীণ কার্নিভ্যালে।
স্থানীয়দের ভাষায়, বৈঠার প্রতিটি টান বয়ে আনে শুধু গতি নয়, স্মৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের গর্বও। তাই কুমার নদে এবারের প্রতিযোগিতা শুধু ঐতিহ্যের পুনরুজ্জীবন নয়, বরং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের শক্তিশালী বার্তাও দিয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানীর কুমার নদে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। নদীর পানিতে বৈঠার ছন্দ, তীরে হাজারো দর্শকের করতালি, বাঁশি ও ঢাকের সুর মিলিয়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শতবর্ষ ধরে গ্রামীণ জীবনের অংশ এই নৌকাবাইচ আজও বিনোদনের পাশাপাশি সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক গৌরবের প্রতীক হয়ে আছে। প্রতিযোগিতা দেখতে কাশিয়ানী ও মুকসুদপুরের বিভিন্ন গ্রাম থেকে মানুষ ভিড় জমায় নদীপাড়ে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেন, “খেলাধুলাই পারে যুবসমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে। এটি শরীর-মন গঠনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও মেধার বিকাশ ঘটায়।”
তিনি শিক্ষার পাশাপাশি খেলাধুলার পরিবেশ সৃষ্টির আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবী আব্দুর রাজ্জাক মোল্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের সাবেক নেতা মাহমুদুল হাসান বাপ্পী, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা সাগর মজুমদারসহ স্থানীয় সংগঠনের প্রতিনিধিরা।
প্রবীণদের মতে, নৌকাবাইচ শুধু খেলা নয়; এটি সামাজিক বন্ধনও, যেখানে মানুষ দলবদ্ধ হয়ে ঐক্যের শক্তি প্রকাশ করে। নদীপাড়ের অস্থায়ী দোকান, শিশুদের খেলা, আড্ডা ও উল্লাস মিলিয়ে পুরো আয়োজন রূপ নেয় গ্রামীণ কার্নিভ্যালে।
স্থানীয়দের ভাষায়, বৈঠার প্রতিটি টান বয়ে আনে শুধু গতি নয়, স্মৃতি, ঐতিহ্য ও গ্রামীণ জীবনের গর্বও। তাই কুমার নদে এবারের প্রতিযোগিতা শুধু ঐতিহ্যের পুনরুজ্জীবন নয়, বরং মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনের শক্তিশালী বার্তাও দিয়েছে।

জানা গেছে, কারাগারের ভেতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।
১৫ ঘণ্টা আগে
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
১৬ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এহসানুল মাহবুব যোবায়ের। এ আসনটি ‘খালেদা জিয়া’র আসন হিসেবে পরিচিত। এবারও বিএনপি এ আসনে দলীয় চেয়ারপারস খালেদা জিয়াকেই এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।
১৬ ঘণ্টা আগে
মেহেরপুর সদর উপজেলায় বিলে শাপলা তুলতে গিয়ে চার স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার মোমিনপুর বিলে এ দুর্ঘটনা ঘটে।
১৬ ঘণ্টা আগে