মহাসড়কে বাস ডাকাতি ও যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় গ্রেপ্তার নেই

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৮: ১৫
আল ইমরান পরিবহনের এই বাসটিতে মঙ্গলবার রাতে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। পরে খবর পেয়ে বুধবার সকালে বাসটি উদ্ধার করে টাঙ্গাইল সদর থানায় নেওয়া হয়। ছবি: রাজনীতি ডটকম

টাঙ্গাইলে মহাসড়কে যাত্রীবাহী বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় এক দিন পার হলেও জড়িত কাউকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে জানিয়ে পুলিশ বলছে, কয়েকটি সূত্র ধরে তদন্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে টাঙ্গাইল সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশের দুটি টিম ও ডিবি পুলিশের দুটি টিম কাজ করছে। সুর্নিদিষ্টভাবে কিছু অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি শিগগিরই যাত্রীদের মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, ডাকাতের কবলে পড়া বাসটি বর্তমানে টাঙ্গাইল সদর থানায় রয়েছে। আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে।

বাসে ডাকাতি ও নারী যাত্রীদের শ্লীলতাহানির ঘটনায় বুধবার (২১ মে) বিকেলে বাসের যাত্রী মিনু মিয়া অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেছিলেন।

এর আগে ওই বাসে ডাকাতির ঘটনা ঘটে মঙ্গলবার দিবাগত রাতে। মামলার এজাহার ও যাত্রীদের দেওয়া তথ্য বলছে, মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রংপুরের পথে যাত্রা করে। পথে সাভারের নরসিংহপুর, বাইপাইল, আশুলিয়া থেকে কিছু যাত্রী তোলা হয় বাসে। প্রায় ১০ জন নারীসহ ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা অতিক্রম করে।

এজাহারে বলা হয়েছে, এ সময় যাত্রীবেশী ৮/১০ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে চালকের কাছ থেকে বাসটির নিয়ন্ত্রণ নেন। তারা যাত্রী ও বাসের চালকসহ সবার চোখ-মুখ বেঁধে যাত্রীদেরকে তল্লাশি করে মোবাইল ফোন, নগদ টাকা, অলংকার ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যান। এ সময় একাধিক নারী যাত্রীকে শ্লীলতাহানি করা হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

দুস্থ নারীদের সরকারি সহায়তার চালের তালিকায় চেয়ারম্যানের স্ত্রী নাম!

অসচ্ছল নারীদের অভিযোগ, এসব সচ্ছল পরিবারের নারীরা সরকারি বরাদ্দের চাল তুলে নিয়ে খোলাবাজারে বিক্রি করে দেন। সেই টাকায় অন্য বাজার-সদাই করেন। অন্যদিকে হতদরিদ্রদের অনেকে সরকারি সহায়তার সেই চালটুকুও পান না।

১৩ ঘণ্টা আগে

অসময়ের ভাঙন আতঙ্ক ছড়াচ্ছে যমুনাপারে

স্থানীয়রা জানাচ্ছেন, ভূঞাপুরের জিগাতলা গ্রামের প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে ফসলি জমি নদীগর্ভে বিলীন হওয়ার পথে। সেখানে এবার স্থানীয়রা ভুট্টা, তিল, বাদাম, বোরো ধান ও পাটসহ অন্যান্য ফসল আবাদ করেছিলেন। এ ছাড়াও রামপুর, গোপীনাথপুর, বাসুদেবকোল এলাকার চিত্রও একই।

১৬ ঘণ্টা আগে

টাকা না দেওয়ায় এসআইয়ের বিরুদ্ধে সাক্ষীদের বক্তব্য পরিবর্তনের অভিযোগ

বাদীর অভিযোগ, মামলায় তিনি সাতজনকে স্বাক্ষী করেছিলেন। কিন্তু তদন্ত কর্মকর্তা এসআই জহিরুল বাদীর এসব সাক্ষীদের সাক্ষ্য নিলেও সে সাক্ষ্য পরির্তন করে সাদা কাগজে সই নিয়ে নিজের মনগড়া প্রতিবেদন আদালতে দাখিল করেছেন।

১ দিন আগে

শেখ হাসিনার নামে ‘ডামি নির্বাচনে ভোট চুরি’র মামলা ৪৮ ঘণ্টায় প্রত্যাহার

টাঙ্গাইল আদালতের পরিদর্শক লুৎফর রহমান বলেন, আদালতের বিচারক বাদীর বক্তব্য লিপিবদ্ধ করেন এবং বাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শোনেন। এরপর আদালত মামলাটি নথিজাতের আদেশ দেন। এতে মামলাটি আর চালানোর প্রয়োজন রইল না।

১ দিন আগে