ডাকসু নির্বাচন কমিশন ২ জুনের মধ্যে গঠনে ভিসির আশ্বাসে অনশন প্রত্যাহার

প্রতিনিধি, ঢাবি
প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৫: ৪১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন কমিশন আগামী ২ জুনের মধ্যে গঠনের আশ্বাসে দীর্ঘ ৮১ ঘণ্টা পর অনশন ভেঙেছেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ তিন শিক্ষার্থী। এদিকে ডাকসুর জন্য অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান।

এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘উপাচার্য, উপ-উপাচার্য এবং সহকারী প্রক্টর স্যার এসেছিলেন। তারা আগামী ২ জুনের মধ্যে ডাকসু নির্বাচন কমিশন গঠনসহ অন্যান্য বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দেবেন বলে আমাদের জানিয়েছেন। এ আশ্বাসের প্রেক্ষিতে আমরা অনশন ভেঙেছি।’

গত ২১ মে সাম্য হত্যার বিচার, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনে বসেন বিন ইয়ামিন মোল্লা। পরে তার দাবির সঙ্গে সংহতি জানিয়ে অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম। পরে যোগ দেন স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন খালিদসহ কয়েকজন শিক্ষার্থী।

এদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আবদুল কাদের তাদের কর্মসূচি প্রত্যাহার সম্পর্কে বলেন,আজকের অবস্থান কর্মসূচির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন- মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য( শিক্ষা), কোষাধ্যক্ষ, প্রক্টর স্যারের সাথে আমাদের প্রতিনিধি দলের ৩ দফা দাবী নিয়ে আলোচনা হয়েছে। আমাদের দাবীর প্রেক্ষিতে তাঁদের অবস্থান হচ্ছে-

১) সাম্য হত্যার বিচার নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিনিয়ত পুলিশ প্রশাসন ও ডিবি'র সাথে যোগাযোগ করে যাচ্ছে। তদন্ত কাজের অগ্রগতি হয়েছে, তবে সার্বিক বিবেচনায় তদন্তের স্বার্থে এখন কিছু বলা সম্ভব না। ডিবি আরো ৩ দিন রিমান্ড বাড়িয়েছে। শীঘ্রই ডিবি থেকে একটা আপডেট জানানো হবে এবং বিশ্ববিদ্যালয় প্রসাশন তাদের অবস্থান পরিষ্কার করবে৷

২) নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে প্রশাসন কার্যকরী পদক্ষেপ নিচ্ছে। ক্যাম্পাসে যে যানজট সৃষ্টি হচ্ছে সেটা চলমান সংস্কার কাজের জন্যই হচ্ছে। ওয়াসার কাজের জন্য রাস্তা খোড়াখুড়ির কাজ চলছে, সেইজন্য রাস্তা সংকীর্ণ হয়ে আছে। আজকের মধ্যেই সংস্কার কাজ শেষ হবে। রাস্তা সচল হবে। আর প্রতিনিয়ত শাহবাগ অবরোধের কারণে ক্যাম্পাসের মধ্য দিয়ে যানবাহনের প্রেশার বাড়ছে। প্রশাসন সেটা কন্ট্রোলের জন্যও কাজ করে যাচ্ছে। তিন নেতার মাজারের কাছে যে নতুন করে ভবঘুরেদের আখড়া তৈরি হইছে, তাদেরকে উচ্ছেদ করার জন্য প্রক্টরিয়াল টিম কাজ করছে। আগামীকাল ডিএমপি'র প্রতিনিধি দল এবং ম্যাজিস্ট্রেট এসে উচ্ছেদ অভিযান চালাবেন। একইসাথে মেয়েদের দূরবর্তী হলগুলোতে নিরাপত্তা নিশ্চিতের জন্য মোবাইল টিম মোতায়েন করা হয়েছে।

৩) ডাকসু নির্বাচনের বিষয়ে পরবর্তী পদক্ষেপ হিসেবে নির্বাচন কমিশন গঠনের কাজ প্রক্রিয়াধীন। ঈদুল আজহার ছুটির আগে নির্বাচন কমিশন গঠন এবং সার্বিক অগ্রগতি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্লিয়ার বিবৃতি দিবেন। বন্ধের আগেই নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া শেষ করার আশ্বাস দেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

কাস্টমসের কর্ম বিরতিতে শুল্কায়ন স্থবির, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা

এনবিআরকে দু‘ভাগে বিভক্ত করার প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের টানা কর্মবিরতিতে দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারি প্রতিষ্ঠান বেনাপোল কাস্টমস হাউসের শুল্কায়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। শুল্কায়ন কার্যক্রম বন্ধ থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে আর্থিকভাবে ক্ষতি

১২ ঘণ্টা আগে

প্রকৌশলী থেকে উদ্যোক্তা— মিলটনের খামারে দেশি গরুর হাট

মিল্টন শিকদারের বাড়ি নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের তারাপুর গ্রামে। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন প্রকৌশল বিভাগে লেখাপড়া করেছেন তিনি। দেশে ছাড়াও বিদেশে চাকরির অফার ফিরিয়ে দিয়ে বাড়ির পাশে গড়ে তুলেছেন প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা গরুর খামার। প্রকৌশলী থেকে হয়েছেন সফল উদ্যো

১৫ ঘণ্টা আগে

টাঙ্গাইলে বিদ্যুৎ বিলের সঙ্গে মিটার রিডিংয়ের গড়মিল

মিটার রিডিং না দেখেই বিদ্যুৎ বিল করা ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আসায় নানা ভোগান্তিতে পড়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ডিজিটাল বিদ্যুৎ গ্রাহকরা। এমন ভুতুড়ে বিদ্যুৎ বিলের গড়মিলের নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। কিন্তু কতিপয় কিছু মিটার রিডারদের এই ভুতুড়ে বিল ও অনিয়ম বন্ধে বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ দিয়েও প

১৬ ঘণ্টা আগে

পলিনেট হাউজে টমেটো চাষে লাভবান হচ্ছেন কৃষক

টাঙ্গাইলের ১২টি উপজেলায় পলিনেট হাউজে বিভিন্ন সবজির আবাদ করে লাভবান হচ্ছেন কৃষক। বিশেষ করে টমেটোর আবাদ বেশ জনপ্রিয়তা পেয়েছে। জেলার সখীপুর উপজেলার নামদারপুর গ্রামের গৃহিনী রুমা আক্তার পলিনেট হাউজে টমেটোর আবাদ করে এলাকায় তাক লাগিয়েছেন।

২ দিন আগে