কিশোরগঞ্জে বিএনপির ৬২ নেতাকর্মীর জামায়াতে যোগদান

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২৫, ১৫: ৩১

কিশোরগঞ্জের করিমগঞ্জে আনুষ্ঠানিকভাবে দলবদল করেছেন বিএনপির ৬২ নেতাকর্মী। এ ছাড়াও গণঅধিকার ও ছাত্র অধিকার পরিষদ থেকেও দুজন দল ত্যাগ করে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।

রোববার (৯ নভেম্বর) রাতে উপজেলার জয়কা ইউনিয়নের ঝাউতলা বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে তারা ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন।

এ সময় নবাগত সদস্যদের গলায় ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ–তাড়াইল) আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী ডা. জেহাদ খান।

দলে যোগ দেওয়া নতুন সদস্যদের নিয়ে ডা. জেহাদ বলেন, বিএনপি ও গণঅধিকার পরিষদের যেসব নেতাকর্মী আজ জামায়াতে যোগ দিয়েছেন, সবাইকে স্বাগত জানাই। আমরা সবাই মিলে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করব।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, যারা আমাদের দলের নীতি-আর্দশ ও লক্ষ্যে একমত পোষণ করে সে অনুযায়ী কাজ করতে পারবেন বলে বিশ্বাস রাখেন, তারাই যোগ দিতে পারেন। কেউ আগ্রহ দেখালে আমরা যাচাই-বাছাই করে দলে অন্তর্ভুক্ত করব।

এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আমার কাছে নেই। আমি খোঁজ খবর নিচ্ছি। পরে বিস্তারিত বলতে পারব।

বিএনপি ত্যাগ করে জামায়াতে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন— করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়ন যুবদল নেতা আল হারুন, ইউনিয়ন বিএনপি নেতা বিল্লাল হোসেন, শফিকুল ইসলাম খোকন, ছানাউল্লাহ, আল আমিন, যুবদল নেতা হিমেল।

এ ছাড়া গণঅধিকার পরিষদের নেতা আব্দুল জব্বার ও করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি শহিদুল ইসলাম জামায়াতে যোগ দেন।

অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর আইনবিষয়ক সম্পাদক মুছলেহ উদ্দিন সুমন ও উপজেলা জামায়াতের আমির আবুল কাশেম ফজলুল হকসহ স্থানীয় জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাবি রেজিস্ট্রারের সঙ্গে রাকসু জিএসের উত্তপ্ত বাক্য বিনিময়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ইফতেখারুল আলম মাসুদের সঙ্গে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

৬ ঘণ্টা আগে

ইয়াছিনকে প্রার্থী ঘোষণার দাবি কারা নির্যাতিত পরিবারের সদস্যদের

তিনি বলেন, ‘গত এক যুগেরও বেশি সময় ধরে কুমিল্লা-৬ আসনে বিএনপি সমর্থন করার কারণে বহু পরিবারের স্বামী, বাবা, ভাই ও সন্তানেরা মামলা, হামলা, কারাবরণ ও হত্যার শিকার হয়েছেন। সেই কঠিন সময়ে এসব পরিবারের পাশে থেকে আইনি সহায়তা, আটক নেতাকর্মী ও তাদের পরিবারের ভরণ-পোষণ, আহতদের চিকিৎসা, নিহতদের পরিবারের পুনর্বাসন

১৯ ঘণ্টা আগে

খাগড়াছড়ি কারাগার থেকে পালানো দুই হাজতির ১ জন আটক

জানা গেছে, কারাগারের ভেতরের একটি পাশের অংশে দায়িত্বে থাকা প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে দুই আসামি একসঙ্গে দেওয়াল টপকে পালিয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে পরে কারা প্রশাসন এবং পুলিশ সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালায়।

১৯ ঘণ্টা আগে

বিএনপির মনোনয়ন নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন বলেন, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে। আমি এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দল ও প্রশাসনের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

২০ ঘণ্টা আগে