কাকরাইল-সচিবালয় এলাকায় ইশরাক সমর্থকদের অবস্থান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
প্রকাশ: ২১ মে ২০২৫, ১২: ১৯

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণের জন্য সকাল ১০টা পর্যন্ত দেওয়া আল্টিমেটামে সাড়া মেলেনি। ফলে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা।

গতকাল মঙ্গলবার ঢাকা অচলের হুমকির পর বুধবার সকাল ১০টা থেকে মৎস্য ভবন, কাকরাইল ও সচিবালয়ের আশপাশের এলাকায় তাদের অবস্থান নিতে দেখা যায়। এছাড়াও টানা সপ্তম দিনের মতো ইশরাককে ডিএসসিসির মেয়র পদে শপথ গ্রহণের দাবিতে আজও সকাল থেকে নগর ভবনের ভেতরে ও বাইরে বিক্ষোভ মিছিল করছেন তার সমর্থকরা।

এদিকে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিটের শুনানি শেষে আজ দুপুরে আদেশ দেওয়ার কথা রয়েছে । বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার শুনানি নিয়ে আদেশের এ দিন ধার্য করেন।

১৪ মে মামুনুর রশিদ নামে এক ব্যক্তির পক্ষে আইনজীবী কাজী আকবর আলী হাইকোর্টে এ রিটটি দায়ের করেন। রিটে ইশরাককে মেয়র ঘোষণা করে দেওয়া রায় স্থগিতের পাশাপাশি তাকে মেয়র পদে শপথ না পড়ানোর নির্দেশনা চাওয়া হয়।

পাশাপাশি রিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে মেয়র পদে ইশরাককে শপথ না পড়াতে এবং আইন মন্ত্রণালয়কে নির্বাচনী ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতেও নির্দেশনা চাওয়া হয়েছে।

জানা গেছে, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করা হয়। গেল ২৭ মার্চ ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের কপি পাওয়ার পর ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু পরামর্শ পাওয়ার আগেই ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে ইসি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সরকারি চালের কার্ড বরাদ্দে ঘুষ নিচ্ছেন চেয়ারম্যান

ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের সরকারি চালের কার্ডের তালিকায় নাম রাখার জন্য জনপ্রতি এক হাজার টাকা দিতে বলা হচ্ছে। টাকা না দিলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।

২০ ঘণ্টা আগে

সাবেক এমপি লায়লা পারভিন কারাগারে

বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি জানান, স্পেশাল পাওয়ার অ্যাক্টে সাতক্ষীরা সদর থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

১ দিন আগে

কুমিল্লায় হাসনাত আব্দুল্লাহর পক্ষে-বিপক্ষে বিক্ষোভ

দেবীদ্বার রেয়াজ উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

১ দিন আগে

ইশরাককে মেয়র হতে বাধা দিচ্ছে অন্তর্বর্তী সরকার: রিজভী

অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হতে বাধা দিচ্ছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রশ্ন রাখেন- ‘চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করলো? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।’

১ দিন আগে