ছাত্রদলের কমিটি নিয়ে উত্তেজনা, বিএনপি নেতাকে মারধর

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক রুহুল আমীন মুন্সিকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদলের একাংশের বিরুদ্ধে। আহত অবস্থায় তাকে প্রথমে সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরের দিকে শরীয়তপুর সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করা নেতাকর্মীরা তাকে মারধর করেছে বলে অভিযোগ উঠেছে।

পুলিশ ও বিএনপি সূত্র জানায়, মঙ্গলবার সকালে ছাত্রদলের শরীয়তপুর জেলা কমিটি ঘোষণা করা করা হয়। ৩৫ সদস্যের ওই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক, সদস্যসচিব, ১৬ জন যুগ্ম-আহ্বায়ক ও ১৭ জনকে সদস্য করা হয়েছে। ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাকিরকে। তিনি শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী। সদস্যসচিব করা হয়েছে শরীয়তপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল তালুকদারকে। এদিকে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জেলা ছাত্রদল দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে।

দলের এক অংশের নেতৃত্ব দিয়ে আসছেন কমিটির আহ্বায়ক এইচ এম জাকির ও সদস্যসচিব সোহেল তালুকদার। আর অন্যদিকে নেতৃত্বে রয়েছেন ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক পান্থ তালুকদার, বাবু মাদবর, আফজাল খান, ইসহাক সরদার।

মঙ্গলবার বিকালে সদ্য ঘোষিত কমিটির একটি পক্ষ কমিটির ঘোষণাকে সাধুবাদ জানিয়ে বিজয় মিছিল বের করে। অপরদিকে আরেকটি পক্ষ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিল দুটির একটি পালং থানার সামনের গেটের সড়ক ও আরেকটি মিছিল পেছনের গেটের সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটি পক্ষ আরেকটি পক্ষের ওপর হামলা চালায়।

বুধবার থেকে কমিটি বাতিলের দাবিতে ফের মাঠে নামে পান্থ তালুকদার, বাবু মাদবর, আফজাল খান, ইসহাক সরদারের সমর্থকরা। গতকালের ন্যায় বৃহস্পতিবার দুপুরে তাদের সমর্থকরা ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে রাখেন। দুপুর ১টার দিকে অবরোধ প্রত্যাহার করে তারা শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাসে যায়।

এসময় কলেজের সামনের সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন জেলা বিএনপির প্রচার সম্পাদক রুহুল আমীন মুন্সি ও তার স্ত্রী শরীয়তপুর জজকোর্টের আইনজীবী মনিরা আক্তার।

এসময় বিক্ষোভকারীরা রুহুল আমীন মুন্সিকে মোটরসাইকেল থেকে নামিয়ে মারধর করে বলে অভিযোগ উঠে। এছাড়াও তার মোটরসাইকেলটি অগ্নিসংযোগ করা হয়। পরে স্থানীয়রা রুহুল আমীনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশ না করার শর্তে বিএনপির এক নেতা বলেন, আহ্বায়ক কমিটি ঘোষণার পর মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়। ওই সংঘর্ষে একটি পক্ষে অংশ নিয়েছিলেন রুহুল আমীন মুন্সি। সেই কারণে অপরপক্ষ (কমিটি বাতিল দাবির পক্ষের ছাত্রদলের অংশ) ক্ষুব্ধ ছিল। আর সেই ঘটনার জেরে আজ রুহুল আমীনের ওপর হামলার ঘটনা ঘটেছে।

রুহুল আমীনের স্ত্রী মনিরা আক্তার বলেন, আমি আর আমার স্বামীর বাড়িতে ফিরছিলাম। শরীয়তপুর সরকারি কলেজের সামনে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আমার স্বামীকে মারধর করেছেন। তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে তারা মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। আমরা হামলাকারীদের কয়েকজনকে চিনেছি।

কমিটির যুগ্ম-আহ্বায়ক ইসহাক সরদার বলেন, ছাত্রদলের কয়েকজন নেতার সঙ্গে আমি কলেজ ক্যাম্পাসের ভেতরে ছিলাম। হৈচৈ শুনে সড়কের দিকে এসে দেখি কয়েকজন রুহুল ভাইকে মারধর করছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই। তবে কারা তাকে মারধর করেছে তা শনাক্ত করতে পারিনি।

এ ব্যাপারে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এক বিএনপি নেতাকে মারধরের খবর পেয়েছি। তবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। আহত ওই বিএনপি নেতাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছে তাদের স্বজনেরা।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নড়াইলে মুক্তিযোদ্ধা সংসদ কমিটি বাতিলের দাবি

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তাফিজুর রহমান আলেক বলেন, তৃণমূল পর্যায়ের তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। তা না করে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের সমন্বয়ে কমিটি করে নড়াইলে পাঠিয়েছেন।

১ দিন আগে

‘ভুয়া জুলাই শহিদ’ প্রতিবেদনের প্রতিবাদ নড়াইলের শহিদ রবিউলের পরিবারের

সংবাদ সম্মেলনে জুলাই শহিদ রবিউল ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, আমার স্বামী মিথ্যা অপবাদ নিয়ে মৃত্যুবরণ করেছে। এখন তার মৃত্যুর পরও একই অপবাদ পরিবারের ওপর মানসিক যন্ত্রণা হয়ে ফিরে আসছে। আমরা এর ন্যায় বিচার চাই।

১ দিন আগে

‘শেখ হাসিনা সংবিধান নিয়ে পালিয়েছেন’

মনিরা শারমিন বলেন, সংবিধানের প্রথমেই লেখা আছে, সংবিধানের মালিক জনগণ। এ কথা বলে আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে। কারণ সংবিধানে আপনার মালিকানা আপনি বুঝে পাননি। এই সংবিধান নাগরিক অধিকার রক্ষা করে না। চব্বিশের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়েছে, সংবিধান নিয়েই পালিয়েছে। এখন বাংলাদেশে কোনো সংবিধান নাই।

১ দিন আগে

ন্যায়ভিত্তিক দেশ গড়তে বিএনপির বিকল্প নেই: সেলিমা রহমান

সেলিমা রহমান বলেন, ১৬ বছর ধরে একটি শকুনি লুটপাট ও গুম-খুন করে বাংলদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। তাই ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে বিএনপির কোনো বিকল্প নেই।

১ দিন আগে