
টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে কাফনের কাপড় পরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ‘নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ’। মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটির মৃত্যুর ঘটনায় জড়িত আসামিসহ ধর্ষকদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানানো হয়েছে এ কর্মসূচিতে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল প্রেসক্লাব থেকে শুরু হয় মশাল মিছিলটি। ছবি: রাজনীতি ডটকম
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশুটির মৃত্যুর পর সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। মৃত্যুর আগে কেন এমন উদ্যোগ নেওয়া হলো না? তারপরও আমরা সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করার আহ্বান করছি। তা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা বলেন, সারা দেশে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে। ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে সব ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি করছি।

টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে গিয়ে শেষ হয় মশাল মিছিল। ছবি: রাজনীতি ডটকম
জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রাসেলসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

টাঙ্গাইলে কাফনের কাপড় পরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে ‘নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ’। মাগুরায় ধর্ষণের শিকার আট বছর বয়সী শিশুটির মৃত্যুর ঘটনায় জড়িত আসামিসহ ধর্ষকদের দ্রুত বিচার ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানানো হয়েছে এ কর্মসূচিতে।
শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিরালা মোড়ে গিয়ে শেষ হয়।

টাঙ্গাইল প্রেসক্লাব থেকে শুরু হয় মশাল মিছিলটি। ছবি: রাজনীতি ডটকম
কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, শিশুটির মৃত্যুর পর সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। মৃত্যুর আগে কেন এমন উদ্যোগ নেওয়া হলো না? তারপরও আমরা সাত দিনের মধ্যে বিচার কার্যক্রম শুরু করার আহ্বান করছি। তা না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে তারা বলেন, সারা দেশে প্রতিদিনই ধর্ষণ হচ্ছে। ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে। এর দায়ভার স্বরাষ্ট্র উপদেষ্টা এড়াতে পারেন না। আমরা তার দ্রুত পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে সব ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত শাস্তির দাবি করছি।

টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে গিয়ে শেষ হয় মশাল মিছিল। ছবি: রাজনীতি ডটকম
জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, জাতীয় নাগরিক কমিটির জেলা শাখার কো-অর্ডিনেটর মাসুদুর রহমান রাসেলসহ অন্যরা কর্মসূচিতে অংশ নেন।
আন্দোলনকারীরা নারীদের নিরাপত্তা ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

জিলা স্কুলের ১৮৫তম বার্ষিকী উদ্যাপন ও পুনর্মিলনী অনুষ্ঠানের অংশ হিসেবে শুক্রবার (২৭ ডিসেম্বর) এ কনসার্ট আয়োজন করা হয়েছিল। জেমস উপস্থিতও হয়েছিলেন ফরিদপুরে। শেষ পর্যন্ত কনসার্ট বাতিল হওয়ায় জেমস ঢাকা ফিরে গেছেন।
১৯ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকা ছেড়ে যাওয়ার পর ফের সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির কবরে তারেক রহমান শ্রদ্ধা জানানোর সময় তারা শাহবাগ মোড় থেকে কিছুটা সরে কাঁটাবন এলাকায় অবস্থান নিয়েছিলেন।
১৯ ঘণ্টা আগে
তিন মাস ২৭ দিন পর খোলা এসব দানবাক্সে টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।
১ দিন আগে