যমুনা সেতু ঘিরে ৩০, মির্জাপুরে আরও ১৫ কিমি যানজট

টাঙ্গাইল প্রতিনিধি
বৃহস্পতিবার গাড়ির চাপ বেড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে। দেখা দিয়েছে যানজট। ছবি: রাজনীতি ডটকম

ঈদুল আজহার আগের দিন। নানা কাজে আটকে যাওয়া মানুষ শেষ সময়ে বাড়ির পথে। তবে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে এবার তাদের ইদযাত্রায় সঙ্গী ভোগান্তি। মহাসড়কের যমুনা সেতু থেকে করটিয়া পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার যানজট তৈরি হয়েছে৷ এ ছাড়াও মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে জামুর্কি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার ধীর গতিতে যানবাহন চলাচল করছে৷

এ অবস্থায় চরম ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে ঈদে ঘরের পথে রওয়ানা হওয়া মানুষ। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও বাসের ছাদে করেও গন্তব্যে যেতে দেখা যাচ্ছে যাত্রীদের। স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুণ বাড়তি ভাড়ার নেওয়র অভিযোগও রয়েছে।

অতিরিক্ত গাড়ির চাপ, সেতুর ওপর গাড়ি বিকলসহ বিভিন্ন কারণে বৃহস্পতিবার (৫ জুন) ভোরে মহাসড়কের আশেকপুর বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার যানজট তৈরি হয়৷ সেই যানজট সারাদিন পেরিয়েও সারা রাত অব্যহত। ফলে বাড়তে থাকে মহাসড়কের যানজট। শুক্রবার ৬ জুন) সকালেও যানজট অব্যাহত আছে।

পুলিশ, চালক ও যাত্রীরা জানান, অতিরিক্ত যানজটের কারণে দুই ঘণ্টার রাস্তা পার হতে সময় লাগছে ছয় থেকে আট ঘণ্টা বা তারও বেশি। মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহন বিকল হওয়া ও দুর্ঘটনার ফলে এই ভোগান্তি।

রাজধানীর উত্তরা থেকে বৃহস্পতিবার সকালে পাবনার বেড়ার পথে পরিবার বাসে রওয়ানা হয়েছিলেন হামিমা জেসমিম শাওন। রাজনীতি ডটকমকে তিনি বলেন, সকাল ৯টায় রওয়ানা দিয়ে চন্দ্রায় গিয়ে প্রথম কিছুটা যানজটে পড়ি। পরে যমুনা সেতু পার হতে ঘণ্টার পর ঘণ্টা সময় লেগেছে। চার-সাড়ে চার ঘণ্টার পথ যেতে ১২ ঘণ্টা লেগেছে। রাত ৯টার দিকে বাড়ি পৌঁছেছি। আমরা বড়রা তাও আছি, কিন্তু বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে।

শুক্রবার সকাল ৮টার দিকে যমুনা সেতুর ঠিক আগে যানজটে আটকে ছিলেন বগুড়ার শফিকুল ইসলাম। তিনি বলেন, গাবতলী থেকে রাত ১১টার দিকে রওয়ানা দিয়েছি। এখনো যমুনা সেতু পার হতে পারিনি। প্রায় প্রতিবছরই ঈদের সময় এমন ভোগান্তি পোহাতে হয়।

গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন রাজনীতি ডটকমকে বলেন, অতিরিক্ত গাড়ির চাপের কারণে আমার অংশে যানবাহন ধীর গতিতে চলছে। তবে যানজট নিরসনে আমরা কাজ করছি।

গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ঈদযাত্রায় ছোট-বড় বিভিন্ন ধরনের ৬৪ হাজার ২৮৩টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে চার কোটি ১০ লাখ ৮০ হাজার ৯৫০ টাকা।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমানও বলেন, যানজট নিরসন আমরা নিরসলভাবে কাজ করছি।

এদিকে যমুনা সেতুর ধারণক্ষমতা কম থাকায় স্বাভাবিকভাবে গাড়ি পারাপার করতে পারছে না। ফলে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গাড়ীগুলো ভূঞাপুর দিয়ে ঘুরিয়ে ঢাকায় পাঠানো হচ্ছে।

এ অবস্থায় ঢাকাতেও সঠিক সময়ে বাসগুলো পৌঁছাতে পারছে না। শুক্রবার সকালে রাজশাহী, রংপুর ও বগুড়ার একাধিক যাত্রী জানিয়েছেন, তাদের গাড়ি সকালে এসে পৌঁছেনি। কারও গাড়ি ছিল রাত ১০টায়, কারও ১১টায়। সেগুলো সকালে ১০টা বা তারও পরে ছাড়বে বলে বাস কোম্পানিগুলো জানিয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ফের শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শাহবাগ এলাকা ছেড়ে যাওয়ার পর ফের সেখানে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। ওসমান হাদির কবরে তারেক রহমান শ্রদ্ধা জানানোর সময় তারা শাহবাগ মোড় থেকে কিছুটা সরে কাঁটাবন এলাকায় অবস্থান নিয়েছিলেন।

৫ ঘণ্টা আগে

এবার পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩৫ বস্তা টাকা

তিন মাস ২৭ দিন পর খোলা এসব দানবাক্সে টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।

৭ ঘণ্টা আগে

সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন

ফায়ার সার্ভিসের কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও জাহাজটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনার সময় জাহাজে কোনো পর্যটক না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

৯ ঘণ্টা আগে

রোহিঙ্গা ক্যাম্পে রাতের ব্যবধানে ভয়াবহ ২ অগ্নিকাণ্ড, হাসপাতালসহ পুড়ল ঘরবাড়ি

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতের ব্যবধানে পৃথক স্থানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি হাসপাতাল সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি অন্তত পাঁচটি বসতঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

১ দিন আগে