চট্টগ্রাম-১৫: বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে অবরোধ, মশাল মিছিল

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম-১৫ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয় নেতাকর্মীদের একাংশ। ছবি: ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া ও সাতকানিয়ার একাংশ) আসনে বিএনপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে নাজমুল মোস্তফা আমিনের নাম। তাকে পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ ও মশাল মিছিল করেছেন ওই আসনে দলের মনোনয়নপ্রত্যাশী মুজিবুর রহমানের অনুসারীরা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা এ কর্মসূচি পালন করে। এ দিন বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্বিতীয় ধাপে ৩৬ আসনের জন্য প্রার্থীর তালিকা ঘোষণা করেন।

প্রার্থীর তালিকায় চট্টগ্রাম-১৫ আসনে নাম না থাকা মুজিবুর রহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। বিকেলে প্রার্থী তালিকা ঘোষণার পর তার অনুসারীরা কেরানীহাট গরুর বাজার থেকে মশাল মিছিল শুরু করেন। মিছিল গিয়ে শেষ হয় কেরানীহাট গোলচত্বরে।

মশাল হাতে মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, চট্টগ্রাম-১৫ আসনে মুজিবুর রহমানকে মনোনয়ন না দিয়ে তৃণমূলের মতামত উপেক্ষা করা হয়েছে। তারা অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে মুজিবুর রহমানকে প্রার্থী ঘোষণার জন্য বিএনপির হাইকমান্ডের প্রতি দাবি জানান।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ সাফি বলেন, এ আসনে ত্যাগী নেতাকে বঞ্চিত করা হয়েছে। তাই মনোনয়ন পরিবর্তন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

দোহাজারি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যায় প্রায় অধা ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। পরে সাতকানিয়া ও লোহাগাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

৬১ বিজিবির শমসেরনগর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ থেকে ১১টার মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে নিহত যুবকের বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে।

১৩ ঘণ্টা আগে

গাইবান্ধায় চা দোকানিকে কুপিয়ে হত্যা

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল আহমেদ বলেন, হত্যার কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করা হয়েছে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

১৩ ঘণ্টা আগে

নড়াইলে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

তিনি দাবি করেন, নির্বাচনী প্রচারণাসহ গণসংযোগে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন। দেশ স্বাধীনের পর থেকে যতগুলো জাতীয় নির্বাচন হয়েছে নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হয়ে তেমন কেউ উন্নয়নের স্বাক্ষর রাখতে পারেনি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে জনগণের দোয়া-আর্শীবাদে নির্বাচনে জয়ী হলে আমার ৩০ বছরের

১ দিন আগে

সাময়িকভাবে মেট্রোরেল চলাচল বন্ধ

প্রত্যক্ষদর্শী ও মেট্রোর যাত্রী বিপ্লব কিশোর সরকার জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল বন্ধ থাকার খবর দেওয়া হয়।

১ দিন আগে