নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, 'পহেলা নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল। ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ১৬ বছরের লড়াই, সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোন টালবাহানা করা যাবে না।'

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নববর্ষ উপলক্ষ্যে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে 'সতীর্থ স্বজন'।

এ সময় জুলাই আন্দোলনে ছাত্রদলের কথা স্মরণ করে রিজভী বলেন, 'তুমুল আন্দোলন চলছে, আমি কারাগারে। সেখান থেকে শুনছি, তারুণ্যের উদ্দীপনা, তেজ। পুলিশ বলছে, 'গুলি করি একটা পরে যায়, আবার সেখানে এসে আরেকজন দাঁড়ায়।' এই উদ্দীপনা দিয়েছে জাতীয় কবি নজরুল ইসলামের গান, লেখা, অনেক কবির লেখিনীর মাধ্যমে।'

তিনি বলেন, 'বিগত ১৫ বছর পরিকল্পিতভাবে একটি দেশের সংস্কৃতি বাংলাদেশ ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হত।' এমনকি এই পয়লা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো।' দাড়ি-টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হত, দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ? না।'

সংস্কার প্রসঙ্গে রিজভী বলেন, 'ভোটাধিকারকে কেন সংস্কারের সঙ্গে এক করে দেখা হচ্ছে, গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোতা নদীর মতো। এখানে কর্তৃত্ববাদের কোন জায়গা নেই, আর যেখানে কর্তৃত্ববাদের জায়গা নেই সেখানেই গণতন্ত্র বয়ে যায়। সংস্কার হচ্ছে বয়ে যাওয়া।'

তিনি বলেন, 'অনেক উপদেষ্টা এখন বিএনপিকে শত্রু ভাবছে, তারা গণতন্ত্র, ভোটাধিকার বাদ দিয়ে কীভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কারকে ভাবছে, সেটা আমাদের বোধগম্য নয়।'

ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, ফ্যাসিস্ট হাসিনা মুক্ত দেশ, ছাত্রদলের জন্য আজ আরেকটা ঈদের দিন। পহেলা নববর্ষে চাওয়া হোক সবার প্রতি সবার শ্রদ্ধাবোধ।'

অনুষ্ঠানে বিএনপির সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য ড অধ্যাপক নুরুল ইসলাম, দেশের খ্যাতিমান কবি রেজা স্টালিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাজধানীতে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে পুলিশ খবর পেয়ে শাহজাহান রোডের ঘটনাস্থলে যায়।‎

১৩ ঘণ্টা আগে

৬ দিনের মাথায় কোটালীপাড়ায় জামায়াতের হিন্দু শাখার ৯ নেতার পদত্যাগ

পদত্যাগ করা নেতারা হলেন— সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক, সহসভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার এবং সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।

১৮ ঘণ্টা আগে

আগামী নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় হবে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া সামরিক শাসনবিরোধী সংগ্রাম করতে করতে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। তাকেই ‘গণতন্ত্রের মা’ বলে বাংলাদেশের মানুষ উপাধী দিয়েছেন।সেই নেত্রীর দল, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল তার সুযোগ্য উত্তরসুরী তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে এই ফ্

১ দিন আগে

রাজশাহীতে এনসিপির কমিটি ঘিরে বিশৃঙ্খলায় বৈষম্যবিরোধীর পাঁচ নেতাকে শোকজ

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কমিটিকে ঘিরে সৃষ্টি হওয়া বিশৃঙ্খলার দায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

১ দিন আগে