৫ ঘণ্টা পর অবরুদ্ধ নুরকে উদ্ধার করল যৌথ বাহিনী

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৫ ঘণ্টা পর অবরুদ্ধ নুরকে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে উদ্ধার করে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন।

স্থানীয় সূত্র জানায়, বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণসভা শেষে ফেরার পথে হামলার শিকার হন ভিপি নুর। পথে গাছ ফেলে তার গাড়িবহর আটকানো হয়, চালানো হয় হামলা। ভাঙচুর করা হয় অন্তত ৮-১০টি মোটরসাইকেল। হামলার সময় আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলে।

ভিপি নুরের সঙ্গে থাকা নেতাকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। ভোররাত ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় আশ্রয় দেয়।

এক ভিডিও বার্তায় নুর বলেন, ‘হাসান মামুনের অনুসারীরা রড, রামদা, লাঠি নিয়ে হামলা চালায়। আমাদের স্থানীয় কর্মীদের মারধর করেছে, মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে। প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত দুর্বল। পুলিশ ও সেনাবাহিনী এসেও হামলাকারীদের সরাতে পারেনি।’

অভিযোগ অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন বলেন, ‘ভিপি নুর সম্প্রতি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এছাড়া তার লোকজন চরবিশ্বাস বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব কারণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। তবে আমি ঢাকায় অবস্থান করছি এবং ঘটনাটি জানার পর আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ধারের অনুরোধ জানিয়েছি।’

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভিপি নুরকে সেনাবাহিনী ও পুলিশ ডাকবাংলোয় নিয়ে যায়। তবে পরবর্তীতে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে তাকে গলাচিপা ছাড়তে বলা হয়। বিএনপির সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকলেও এই ঘটনায় বড় ধাক্কা লাগল।’

তিনি জানান, ‘দলটি দুপুরের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।’

এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান ও গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন, কাল থেকে চীবর দানোৎসব

৪ ঘণ্টা আগে

চাচাত ভাইকে পিটিয়ে হত্যা, ছাত্রদল নেতা বহিষ্কার

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে হত্যার ঘটনাটি ঘটেছে ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের কর্মা গ্রামে। জমির মালিকানা সংক্রান্ত ঘটনার জেরে একই গ্রামের নজরুল ইসলামসহ (৩০) কয়েকজন মিলে অটোরিকশাচালক খোকন মিয়াকে (৫০) পিটিয়ে হত্যার করে। নিহত খোকন মিয়া অভিযুক্ত নজরুলের চাচাত ভাই। হত্যার ঘটনায় নজর

১ দিন আগে

শ্রীপুরে চিকিৎসক দম্পত্তির বাড়িতে ডাকাতির চার মাস পর একজন গ্রেপ্তার

গ্রেপ্তার আলমগীর হোসেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার মলমল ভাটিপাড়া গ্রামের মমতাজ উদ্দিন বেপারী মোন্তার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা ও অস্ত্র আইনে তিনটি মামলা রয়েছে।

১ দিন আগে

নেত্রকোণায় পূজামণ্ডপে হামলার ঘটনায় যুবক গ্রেপ্তার

নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় আরিফ চৌধুরী অন্তর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে মোহনগঞ্জ পৌর শহরের উত্তর দৌলতপুরের ব্যাংকার্স মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার (৫ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয় বলে নি

১ দিন আগে