বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

রাজশাহী ব্যুরো

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার (২২ নভেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় তারা রেললাইন অবরোধ শুরু করেন। পরে সন্ধ্যা ৬টার দিকে শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে রেললাইনে আগুন ধরিয়ে দেন। সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আন্দোলন অব্যাহত ছিল।

এসময় শিক্ষার্থীরা ‘সবাই পায় ছয়মাস, আমরা কেন দুইমাস?’, ‘বৈষম্য বিরোধী বাংলায়, স্বৈরাচারের ঠাঁই নাই’, ‘৪৭ মারা রোডম্যাপ—বাতিল করতে হবে’, ‘সময় চাই, যৌক্তিক সময় চাই’সহ নানা স্লোগান দেন।

এগ্রোনোমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী আনিকা আক্তার বলেন, “প্রিলিমিনারির পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে—এটা অযৌক্তিক। আমরা যৌক্তিক সময়ের দাবি জানাচ্ছি।”

শাখা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহবুব আলম বলেন, “১১০০ নম্বরের লিখিত পরীক্ষার জন্য দুই মাস কোনোভাবেই যথেষ্ট নয়। পিএসসি দীর্ঘদিন ধরে আমাদের দাবিকে গুরুত্ব দিচ্ছে না। রুটিন দুই মাস আগে প্রকাশ করার কথা থাকলেও এবার এক মাস আগে প্রকাশ করেছে। অর্থাৎ পিএসসি নিজেই তার রোডম্যাপ লঙ্ঘন করেছে।”

তিনি আরও বলেন, “৪৬তম বিসিএসকে সময় দিতে আমাদের প্রিলিমিনারি পরপর তিনবার পিছিয়েছিল, এখন লিখিত পরীক্ষায় বৈষম্য করা হচ্ছে।”

শিক্ষার্থী মেহেদি হাসান বলেন, “সিলেবাস শেষ করে সমান প্রতিযোগিতার সুযোগ চাই। দাবি আদায় না হলে আন্দোলন চলবে।”

এদিকে, রেলপথ অবরোধের কারণে রাজশাহী রেল স্টেশনে দুইটি এবং হরিয়ান স্টেশনে আরও দুইটি ট্রেন আটকা পড়ে আছে বলে জানা গেছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

মৎস্য রপ্তানি নীতিমালা গ্রহণে সাহায্য করবে সরকার: মৎস্য উপদেষ্টা

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, রাজশাহীর চাষীরা বাংলাদেশের মৎস্য চাষে যুগান্তকারী পরিবর্তন করেছেন। বিদেশনির্ভর বড় আকারের রুই থেকে রাজশাহীর জীবন্ত রুইজাতীয় মাছ আজ দেশের আনাচে কানাচে ছড়িয়েছে। আজ সময় এসেছে বিদেশে রপ্তানি উপযোগী করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি, নীতিমালা গ্রহণ করা। সর

৪ ঘণ্টা আগে

দিনাজপুরে বাসচাপায় একই পরিবারের ৪ জন নিহত

দিনাজপুর সদর উপজেলায় ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দশমাইল সড়কের গম গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন।

৪ ঘণ্টা আগে

কিশোরগঞ্জে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ভোর সকালে বাড়ির পাশে গরুর জন্য খড় আনতে গিয়ে আগে থেকে পড়ে থাকা চিড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় বড় ভাই নুরু খান। তাকে বাঁচাতে দৌড়ে গেলে ছোট ভাই ফজলু খানও একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে ঘটনাস্থলেই তাদের দুইজনের মৃত্যু হয়।

৭ ঘণ্টা আগে

ভূমিকম্পে প্রাণ গেলো বাবা-ছেলের

সূত্র জানায়, চাকরিজনিত কারণে দেলোয়ার হোসেন পরিবার নিয়ে নরসিংদী শহরের গাবলতি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। ভূমিকম্পের সময় পাশের বাসার একটি দেওয়াল ধসে তাদের ওপর পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা-ছেলের মৃত্যু হয়।

১ দিন আগে