আজও ‘জুলাই যোদ্ধাদের’ শাহবাগ অবরোধ

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

জুলাই সনদ ঘোষণা ও তা দ্রুত বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে আজও অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা।

আজ শুক্রবার (১ আগস্ট) সকালে শাহবাগে গিয়ে দেখা যায়, সড়কের মাঝে ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। পাশের অস্থায়ী মঞ্চ থেকে বিভিন্ন স্লোগান দিচ্ছেন অন্যরা।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) থেকেই সড়কের চারদিকে ব্যারিকেড দিয়ে রেখেছেন জুলাই যোদ্ধারা। আজও সেটি বহাল রয়েছে। এর ফলে শাহবাগ দিয়ে যান চলচল বন্ধ রয়েছে। এতে আজও ভোগান্তি পোহাতে হচ্ছে গাড়িচালক ও যাত্রীদের। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিবহন ছেড়ে দিচ্ছে আন্দোলনকারীরা।

আন্দোলনকারীরা জানান, জুলাই সনদ না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছেন। বারবার এ দাবি জানানো হলেও কোনো অগ্রগতি হয়নি বলেও অভিযোগ তাদের।

জুলাই সনদ শুধু দাবি নয়, এটি তাদের অধিকার বলেও জানান জুলাই যোদ্ধারা। তারা বলেন, জুলাই সনদ সংবিধানে লিপিবদ্ধ করতে হবে। "নাহলে আমরা জীবন দেব, কিন্তু রাজপথ ছাড়ব না। আমরা শুধু গাছের ফুল দেখতে চাই না, ফল হাতে নিয়েই ঘরে ফিরতে চাই।"

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। জুলাই সনদ নিয়ে আশ্বাস পূরণ না হলে শাহবাগে অস্থায়ী মঞ্চ তৈরি করে অবস্থান করারও হুঁশিয়ারি দিয়েছেন অবরোধকারীরা।

শুক্রবার সকালেও ‘রক্ত লাগলে রক্ত নে, জুলাই সনদ দিয়ে দে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘চব্বিশের চেতনা বৃথা যেতে দেব না’, ‘অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’—এমন স্লোগান দিতে শোনা যায় তাদের।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

‘গুরুর স্বপ্ন পূরণে যেন জীবন প্রদীপ নেভে, তবেই শান্তি’

জীবনের শেষ ইচ্ছার কথা জানতে চাইলে শিল্পী বিমানেষ বিশ্বাস বলেন, তার জীবনের একমাত্র চাওয়া হলো—‘গুরুর স্বপ্ন পূরণের কাজ করতে করতে যদি এই জীবন প্রদীপ নিভে যায়, তবে সেখানেই শান্তি।’

৬ ঘণ্টা আগে

চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা এবং ওই এলাকায় তার প্রতিষ্ঠিত হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের স্বত্বাধিকারী। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত আবদুল হাকিম গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হলেও তার দলীয় পদ-পদবির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

১৯ ঘণ্টা আগে

নবাব সিরাজউদ্দৌলার সাজে রাকসু নির্বাচনের প্রচারণায় প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভোটারদের দৃষ্টি আকর্ষণে নানা অভিনব কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। কেউ কৃষকের পোশাকে, কেউ আবার পুলিশ অফিসারের সাজে প্রচারণায় অংশ নিচ্ছেন। এবার সেই তালিকায় যুক্ত হয়েছে নবাব সিরাজউদ্দৌলার সাজও।

২১ ঘণ্টা আগে

চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চট্টগ্রামে এখন টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বক্তারা সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ দেশে খুন হওয়া সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারও দাবি করেন।

১ দিন আগে