১২ দিনে এলো ১০৫ কোটি ডলার রেমিট্যান্স

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চলতি বছরের এপ্রিলের প্রথম ১২ দিনে দেশে ১০৫ কোটি ২৩ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ৯৪৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

রবিবার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

চলতি মাসের ১২ দিনে প্রতি দিনে প্রবাস আয় এলো আট কোটি ৭৬ লাখ ৯৬ হাজার ৬৬ ডলার।

যা আগের মাস এপ্রিলে আসা সর্বোচ্চ প্রবাস আয়ের চেয়ে কিছুটা কম। আগের মাস মার্চে প্রবাস আয় এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার।

মার্চে দিনে প্রবাস আয় এসেছিল ১০ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৩৩৩ ডলার। এ হিসাবে এপ্রিলের প্রবাস আয় কিছুটা কমেছে।

মার্চের প্রবাস আয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাস আয় এসেছে ৩৯ কোটি ৬৮ কোটি ৪০ লাখ ডলার।

রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি ২৮ লাখ ৮০ ডলার।

বেসরকারি ব্যাংকগুলোতে এসেছে ৫৯ কোটি তিন লাখ ৪০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৩ লাখ ডলার।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

১৬ হাজার বেড়ে পরদিনই ১৪ হাজার কমলো সোনার দাম

এর আগে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিন দিনে সোনার দাম বেড়েছিল ভরিতে ২৮ হাজার ৮১০ টাকা। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছিল দুই লাখ ৮৬ হাজার। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম ছিল।

২ দিন আগে

রপ্তানি বাড়াতে নতুন আমদানি নীতি অনুমোদন

এই নীতি আমদানি প্রক্রিয়ায় ব্যবসায়িক সুবিধা বাড়াবে। এবার কাস্টমস শুল্ক ও অন্যান্য কর ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে সংগ্রহ করা হবে, যা মোট রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে। এছাড়া, আমদানি পণ্য ছাড়পত্র ও পরবর্তী যাচাই-বিশ্লেষণে ঝুঁকি ব্যবস্থাপনা প্রণয়ন করা হয়েছে। এর ফলে, আমদানিকৃত পণ্যের প্রথম রাউন্ড পরীক্ষায়

২ দিন আগে

এক দিনেই রেকর্ড ১৬ হাজার টাকা বাড়ল সোনার দাম, ছুটছে ৩ লাখের দিকে

এ নিয়ে এই তিন দিনেই সোনার দাম বাড়ল প্রতি ভরিতে ২৮ হাজার ৮১০ টাকা। তাতে সবচেয়ে ভালো ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে দুই লাখ ৮৬ হাজার৷ এক টাকা। ক্রমঊর্ধ্বগতির ধারায় এটি স্বাভাবিকভাবেই দেশের বাজারে সোনার দামের নতুন রেকর্ড। এর পাশাপাশি রুপার দামও বেড়েছে, তাতে রুপাও আট হাজার ৫৭৩ টাকায় ইতি

৩ দিন আগে

বন্ধ হচ্ছে না তালিকাভুক্ত তিন আর্থিক প্রতিষ্ঠান

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, উচ্চ খেলাপি ঋণ এবং আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়ায় গত বছরের মে মাসে ২০টি এনবিএফআইকে কারণ দর্শানোর নোটিস দেয় কেন্দ্রীয় ব্যাংক। পরে এসব প্রতিষ্ঠানের মধ্যে নয়টির পুনরুদ্ধার বা ঘুরে দাঁড়ানোর কর্মপরিকল্পনাকে সন্তোষজনক মনে না করায় অবসায়নের উদ্যোগ নেওয়া হয়।

৩ দিন আগে