ডাকসু নির্বাচনে ছাত্রদলের ইশতেহার— যা আছে ১০ দফায়

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১৬: ৪০
(বাঁ থেকে) ডাকসুকে ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ও এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের জন্য ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল। আবিদ-হামিম-মায়েদ পরিষদের এই ইশতেহারে স্থান পেয়েছে শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার দিয়ে আধুনিক সময়ের উপযোগী একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি।

এ ছাড়া নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের ক্ষমতায়নের অঙ্গীকার রয়েছে এই ইশতেহারে। রয়েছে পরিবেশ ও প্রকৃতির দিকে মনোযোগী হওয়ার কথা। শিক্ষার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও আধুনিক সময়ের উপযোগী জীবনযাপনের জন্য কাজ করার অঙ্গীকারও করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দুপুরে কলাভবনসংলগ্ন ঐতিহাসিক বটতলায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারটি পাঠ করেন ছাত্রদল মনোনীত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী আবিদুল ইসলাম খান।

ডাকসু নির্বাচন সামনে রেখে ছাত্রদল যে ইশতেহার ঘোষণা করেছে সেই পূর্ণাঙ্গ ইশতেহারটি পড়ুন এখানে—

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী তানভীর বারী হামিম, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবং ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রধান উপদেষ্টা আহ্বান জানালে যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন

তিনি বলেন, ‘সেটা এনসিপি হোক, জামায়াত হোক বা অন্যান্য পার্টি হোক। সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার (সংস্কৃতি) হিসেবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ–আলোচনা, সম্পর্ক রাখব। কিন্তু কোনো বিষয়ে আলোচনা করার জন্য কোনো রেফারির ভূমিকায় কোনো দলকে দিয়ে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি, সেটা বোধ হয় সঠিক হচ্ছে না।

১ দিন আগে

জামায়াত মওদুদির ইসলাম প্রতিষ্ঠা করতে চায়: হেফাজত আমির

হেফাজত আমির তার বক্তৃতায় আরও বলেন, মওদুদির ফেতনা কাদিয়ানিদের ফেতনা থেকেও ভয়ংকর। কারণ, কাদিয়ানিজম হলো- ইসলামের বাইরের ফেতনা। যা সবাই সহজে চিনতে পারে, কিন্তু মওদুদিজম হলো- ইসলামের ঘরের ফেতনা। যে ফেতনার ভয়াবহতা সবাই ধরতে পারে না।

১ দিন আগে

নির্বাচনের আগে সংস্কার ও গণভোট ইস্যুতে ঝামেলা হতে পারে : সেলিমা রহমান

নারী ও শিশু অধিকার ফোরামের সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় আলোচনাসভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গৌছ, সহ-সাংগঠিনক সম্পাদক কলিম উদ্দিন মিলন, মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, বিএনপি নেত্রী অ্যাডভো

১ দিন আগে

খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ

তিনি বলেছেন, জামাতের আমির, ইসলামী আন্দোলনের আমিরসহ যে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কারের আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন এবং আগামীর বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখবেন, তাদের প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলো যেন এসব জাতীয় নেতৃবৃন্দের এলাকায় প্রার্থী না দিয়ে নতুন উদাহরণ সৃষ্টি

১ দিন আগে