ডাকসুতে ভোটের ফল নিয়ে শঙ্কা উমামার

ঢাবি প্রতিনিধি
বুধবার সন্ধ্যায় মধুর ক্যানটিনের সামনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। ছবি: রাজনীতি ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শেষে ভোটের ফলাফল দিতে দেরি হলে একটি পক্ষ ফল পরিবর্তন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

সংবাদ সম্মেলনে উমামা বলেন, ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার জন্য সময় বেশি নেওয়া যাবে না‌। কারণ ফলাফল ঘোষণা করতে দেরি হলে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে একটি পক্ষ।

বুধবার (২৭ তারিখ) সন্ধ্যায় মধুর ক্যানটিনের সামনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেল আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ শঙ্কার কথা জানান।

হলে প্রচারের সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত বাড়ানোর পাশাপাশি ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পেছানোর দাবিও জানান উমামা।

তিনি বলেন, হলে প্রবেশের ক্ষেত্রে শিথিলতা আনতে হবে। নির্বাচনের সময় অনেকের পরীক্ষা। এতে ডাকসুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে শিক্ষার্থী ও প্রার্থীরা। ভোটের তারিখের সঙ্গে পরীক্ষার তারিখের সমন্বয় আনতে হবে।

নারী প্রার্থীদের সাইবার বুলিং ও হয়রানি রোধে ব্যবস্থা নিতে বলা হলেও প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন উমামা। ডাকসু নির্বাচনের জন্য বিশেষ সাইবার সেল গঠনের দাবিও জানান।

এই প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আল সাদী ভূঁইয়া ও এজিএস প্রার্থী জাহেদ আহমেদসহ অন্য প্রার্থীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ঢাবির হল সংসদ নির্বাচনে ১৩ পদে ১০৩৫ প্রার্থী, সরে দাঁড়ালেন ৭৩ জন

এ নির্বাচনে অংশ নিতে এক হাজার ১০৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে একজন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। প্রার্থিতা প্রত্যাহার করেছেন ৭৩ জন।

১৮ ঘণ্টা আগে

হাসনাত আবদুল্লাহকে নিয়ে মন্তব্যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

আমি যখন বলি ‘ফকিন্নির বাচ্চা’, তখন তার নিচে শেয়ার করা ছবিগুলো দেখলেই বোঝা যাবে, কে কাকে ইঙ্গিত করছে। আমার আওয়ামী লীগের সম্পাদক হওয়া নিয়ে ওরা যে ভাষায় কথা বলেছে, তার প্রেক্ষিতে আমি প্রতিক্রিয়া দিয়েছি।

১৮ ঘণ্টা আগে

রুমমেটকে ছুরিকাঘাত: ডাকসুর ভিপি প্রার্থী জালালকে হল থেকে বহিষ্কার

প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কারের ঘোষণা দেন। পরে তাকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

২১ ঘণ্টা আগে

ডাকসুতে বুথ ছাড়া পুরো কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়

ডাকসু ও হল সংসদ নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে। এ সময় সাইবার বুলিং ও গুজব দমনে তাৎক্ষণিক ব্যবস্থারও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১ দিন আগে