
ঢাবি প্রতিনিধি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে, গ্রহণ করা হবে ১৯ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (৩০ জুলাই) ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পরদিন ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাইয়ের পর ২১ আগস্ট দুপুর ১টায় প্রার্থীদেএ তালিকা প্রকাশ করা হবে।
ডাকসু নির্বাচনে বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৬ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দুই সপ্তাহ প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেদিনই ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে হল সংসদ ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ১৯৯০ সালে ডাকসু নির্বাচনের পর প্রায় তিন দশক আর এই নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০১৮ সালে কোটা আন্দোলনের পর ২০১৯ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বচনে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর। ছয় বছর বিরতির পর ফের নির্বাচন হতে যাচ্ছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে, গ্রহণ করা হবে ১৯ আগস্ট পর্যন্ত।
মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (৩০ জুলাই) ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
পরদিন ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাইয়ের পর ২১ আগস্ট দুপুর ১টায় প্রার্থীদেএ তালিকা প্রকাশ করা হবে।
ডাকসু নির্বাচনে বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৬ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দুই সপ্তাহ প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেদিনই ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে হল সংসদ ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ১৯৯০ সালে ডাকসু নির্বাচনের পর প্রায় তিন দশক আর এই নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০১৮ সালে কোটা আন্দোলনের পর ২০১৯ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বচনে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর। ছয় বছর বিরতির পর ফের নির্বাচন হতে যাচ্ছে।

মঈন খান বলেন, প্রার্থীরা অঙ্গীকারনামা ভঙ্গ করলে তার শাস্তি কী হবে তা স্পষ্ট আচরণবিধিতে নেই। নিয়মকানুন না বাড়িয়ে প্রার্থী এবং ভোটারদের মোটিভেট করার আহ্বান জানিয়েছি। তবে সব ধরনের নিয়মকানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছি।
১৭ ঘণ্টা আগে
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানিয়েছেন, গণভোট ও সংসদ নির্বাচনের বুথ আলাদা হওয়া দরকার। একই স্থানে হলেও বুথ ও দায়িত্বপ্রাপ্ত কর্মী পৃথক থাকলে অনিয়মের ঝুঁকি কমবে।
১৭ ঘণ্টা আগে
তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী সংগঠন নয়, বরং একটি মুক্ত, স্বাধীনচেতা গণতান্ত্রিক দল। বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে বিধায় এই উদ্দেশ্য পূরণে সারাজীবন লড়াই করছে। দেশের মানুষও শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই করেছে।
১৮ ঘণ্টা আগে
গোলাম পরওয়ার বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন যে, এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি চলে গেলেন। সেটাও হঠাৎ করে। আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় অন্য কোনো উদ্দেশ্য আছে। তপশিল ঘোষণার পর প্রশাসনের সব ক্ষমতা ইসির হাতে আসে। সবচেয়ে নিরপেক্ষ এবং আস্থা রাখার মতো একটা উপায় হলো,
১৯ ঘণ্টা আগে