ডাকসুর ভোট ৯ সেপ্টেম্বর

ঢাবি প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২৫, ১৭: ১২
ডাকসু ভবন। ফাইল ছবি

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তফসিল অনুযায়ী, এই নির্বাচনে ভোট নেওয়া হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১২ আগস্ট থেকে মনোনয়নপত্র বিতরণ করা হবে, গ্রহণ করা হবে ১৯ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন ডাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।

DUCSY-Election-Sceduled-Declared-On-Tuesday-29-07-2025

মঙ্গলবার ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন। ছবি: রাজনীতি ডটকম

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল বুধবার (৩০ জুলাই) ডাকসু নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকা নিয়ে আপত্তি গ্রহণ করা হবে ৬ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। ১১ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

পরদিন ১২ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হবে। মনোনয়নপত্র গ্রহণ করা হবে ১৯ আগস্ট বিকেল ৩টা পর্যন্ত। ২০ আগস্ট মনোনয়ন বাছাইয়ের পর ২১ আগস্ট দুপুর ১টায় প্রার্থীদেএ তালিকা প্রকাশ করা হবে।

ডাকসু নির্বাচনে বাছাইয়ে বৈধ প্রার্থীরা ২৫ আগস্ট দুপুর ১টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ২৬ আগস্ট দুপুর ১টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর দুই সপ্তাহ প্রচারের সুযোগ পাবেন প্রার্থীরা। এরপর ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে ভোট নেওয়া হবে। সেদিনই ভোট গণনা শেষে সংশ্লিষ্ট কেন্দ্রে হল সংসদ ও নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষে কেন্দ্রীয়ভাবে ডাকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।

দীর্ঘদিন ধরে ডাকসু নির্বাচনের দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। ১৯৯০ সালে ডাকসু নির্বাচনের পর প্রায় তিন দশক আর এই নির্বাচন আয়োজন করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ২০১৮ সালে কোটা আন্দোলনের পর ২০১৯ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বচনে ভিপি নির্বাচিত হন কোটা আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুর। ছয় বছর বিরতির পর ফের নির্বাচন হতে যাচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

৭ ঘণ্টা আগে

আমাকে ‘মাননীয়’ বলবেন না— সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, তাকে যেন ‘মাননীয়’ শব্দ বলে সম্মোধন না করা হয়। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা উল্লেখ করেন।

৯ ঘণ্টা আগে

মনোনয়ন বৈধ ঘোষণা রাশেদ প্রধানের

শুনানি শেষে রাশেদ প্রধান বলেন, বিএনপি প্রার্থীদের ঋণখেলাপি, বিদেশি নাগরিকত্বসহ বড় ঘটনায় প্রার্থিতা টিকে যাচ্ছে। কিন্তু জামায়াত, জাগপাসহ ১১ দলের প্রার্থীদের প্রার্থিতা টিকছে না। এসব ঘটনায় লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে না। আমাদের শঙ্কা, নির্বাচনেও এ পরিবেশ থাকে কি না।

৯ ঘণ্টা আগে

তরুণদের জন্য তারেক রহমানের ‘মাস্টারপ্ল্যান’

শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি কর্মসংস্থান, জনশক্তি রপ্তানি এবং আইটি খাত নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান।

৯ ঘণ্টা আগে