হামলা-নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতন করে আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সোমবার রাতে এক যৌথ বিবৃতিতে এ হুঁশিয়ারি দেন তারা।

নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর হামলার নিন্দা জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন গণতন্ত্র মঞ্চের নেতারা। তারা হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গণতন্ত্র মঞ্চের পক্ষে আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক, জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম ও হাবিবুর রহমান রিজু এই বিবৃতি দেন।

বিবৃতিতে বলা হয়, ঢাকার খামারবাড়িতে নাগরিক ঐক্যের উদ্যোগে চলমান 'গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর' কর্মসূচিতে আকস্মিকভাবে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারের ওপর ছাত্রলীগ হামলা করে। তারা টেবিল-চেয়ার ভাঙচুর করে; কর্মসূচির ব্যানার, স্বাক্ষরকৃত কাপড়, টেবিল, চেয়ার ইত্যাদি নিয়ে যায় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগের ১৫-২০ জনের একটি দল নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে ঘিরে ধরে মারধর করে। এক পর্যায়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য মোকলেছুর রহমান সবুজ তাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করলে ছাত্রলীগের ১৫-২০ জন ক্যাডার মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে, ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে আটকে পুনরায় বেধড়ক মারধর করে। অথচ পাশেই পুলিশ অবস্থান করলেও তারা এ সময় নীরব ছিল। সাকিব আনোয়ার এতে গুরুতর আহত হন।

বিবৃতিতে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, হামলা করে, ভয় ও ত্রাস সৃষ্টি করে ভোটাধিকার ও গণতন্ত্রের আন্দোলন দমন করা যাবে না। সরকার জনগণের ভোট কেড়ে নিয়ে অবৈধভাবে ক্ষমতায় আছে। তাদের জনসমর্থন নেই- এটা তারা স্পষ্ট করেই জানে। সে কারণে কালো পতাকা মিছিল কিংবা গণস্বাক্ষরের মতো একেবারেই শান্তিপূর্ণ কর্মসূচিতেও তারা বাধা দিচ্ছে, হামলা করছে। আসলে সরকার নিজেই ভীত, তাই জনগণের মধ্যে ভয় এবং ত্রাস সৃষ্টি করেই তারা শাসন ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব করে শেষ রক্ষা হবে না। গণআন্দোলন গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ এই সরকারকে বিদায় করবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মামলা থেকে মির্জা আব্বাস দম্পতিকে অব্যাহতি

৮ ঘণ্টা আগে

বিদ্যুৎ বিভ্রাটে ক্ষুব্ধ সারজিস, বললেন কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব

সারজিস আলম বলেন, এক দিন হইত, দুই দিন হইত কিচ্ছু বলতাম না। তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক... (প্রকাশ অযোগ্য শব্দ)। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নেব তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।

১ দিন আগে

৫ দাবিতে ৩য় দফায় কর্মসূচি ঘোষণা জামায়াতের

নতুন ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার (১৪ অক্টোবর) মানববন্ধন হবে ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে। পরদিন বুধবার (১৫ অক্টোবর) একই কর্মসূচি পালন করা হবে দেশের সব জেলা সদরে।

১ দিন আগে

পিআর পদ্ধতি দেশের মানুষ গ্রহণ করবে না: মির্জা ফখরুল

১ দিন আগে